সান মারিনোর মাইলস নাজেম আমিনের কাছে ২-৪ ব্যবধানে হেরে ব্রোঞ্জ পদক হাতছাড়া করেন ভারতের দীপক পুনিয়া। ব্রোঞ্জ মেডেল বাউটের প্রথম পিরিয়ডে ২-১ ব্যবধানে এগিয়ে ছিলেন দীপক। বাউটের প্রথম পয়েন্ট সংগ্রহ করেন ভারতীয় তারকাই। দ্বিতীয় পিরিয়ডে সান মারিনোর কুস্তিগীর (২+১) ৩ পয়েন্ট সংগ্রহ করেন। ফলে ২-৪ ব্যবধানে পিছিয়ে পড়তে হয় দীপককে। শেষমেশ হারতে হয় দীপককে। ফলে এবারের মতো টোকিও অলিম্পিক্স থেকে খালি হাতেই ফিরতে হয়েছে ভারতীয় কুস্তিগীরকে। কিন্তু যে কুস্তিগীর দীপক পুনিয়াকে হারালেন তিনি কোন দেশের খেলোয়াড় জানেন? সেই দেশের লোক সংখ্যা কত জানেন? এর উত্তর জানলে আপনিও হয়তো বলবেন, যদি ওরা পারে তাহলে আমরা কেন পারবনা।
ইউরোপের ছোট্ট একটি দেশ সান মারিনো। এই দেশের হয়ে প্রথমবার অলিম্পিক্সে অংশ নিয়েছিলেন কুস্তিগীর মাইলস আমিনে। তাঁকে নিয়ে মাত্র পাঁচ জন প্রতিযোগী সান মারিনো থেকে টোকিওতে এসেছেন। সান মারিনোর জমির আয়তন মাত্র ২৪ স্কোয়্যার মাইলস। আর এই দেশের জনসংখ্যা খুব বেশি হলে ৩৩ হাজারের সামান্য বেশি হবে। সেই দেশ এ বারের অলিম্পিক্সে এখনও পর্যন্ত তিনটি পদক জিতেছে। যদিও সেই দেশ থেকে মাত্র পাঁচ জন অ্যাথলিট এবারে টোকিও অলিম্পিক্সে অংশ নিয়েছিলেন। যেখানে ভারতীয় অ্যাথলিটরা বড় বাহিনী নিয়ে, তুলনামূলক ভাবে বেশি সুযোগ সুবিধে পাওয়ার পরেও ব্যর্থ হয়েছেন। সান মারিনোকে দেখে হয়তো নতুন করে রূপ রেখা তৈরি করতে পারে ভারত।
১৯৬০ সাল থেকে অলিম্পিক্সে অংশ নিচ্ছিল সান মারিনো, কোনও বছরেই পদকের খাতা খুলতে পারেননি সেই দেশের অ্যাথলিটরা। তবে এ বারে সবকিছুকেই ছাপিয়েগেছেন তাঁরা। এ বারের অলিম্পিক্সে দুটি ব্রোঞ্জ জয়ের পাশাপাশি এখনও পর্যন্ত একটি সিলভার জিতেছে সান মারিনো। পাঁচজন অ্যাথলিটের মধ্যে তিন জনই পদক জিতেছেন। আমা
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।