শুভব্রত মুখার্জি
অলিম্পিক গেমসের ইতিহাসে ভারতের সাফল্যের ইতিহাস তেমন নেই। বলা ভাল প্রথমে 'একটি মেডেলে'র দেশ হিসেবে পরিচিত ছিল ভারত। সেই দুর্নাম যদিও পরবর্তীতে ঘুচে গিয়েছে। ২০১২ লন্ডন অলিম্পিক্সে অসাধারণ পারফরম্যান্স করে ভারতীয় ক্রীড়াবিদরা ৬টি পদক জিততে সমর্থ হয়েছিলেন। অনেকের আশা এবারের অলিম্পিক্সে তারা তাদের সেই পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে।
এমন আবহে দাড়িয়ে আসুন আমরা জেনে নেওয়ার চেষ্টা করি ভারতীয় অলিম্পিক্সের ইতিহাসে সেইসব গৌরবোজ্জ্বল অধ্যায়কে।
১) অ্যাথলেটিক্সে ভারতের এখন পর্যন্ত কোন পদক জয় সম্ভব হয়নি। ১৯৬০ সালে রোম অলিম্পিক্সে মিলখা সিং এবং ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে পিটি ঊষা সবথেকে কাছাকাছি এসে চতুর্থ স্থানে শেষ করেছিলেন।
১৯০০ সালে প্যারিস অলিম্পিক্সে ২০০ মিটার হার্ডেলস ও ২০০ মিটারে রুপো জেতেন অ্যাথলিট নরম্যান প্রিচার্ড। যার জন্ম এই খাস কলকাতাতে । তবে সেই অলিম্পিক্সে প্রিচার্ড ভারত না ইংল্যান্ড, কার হয়ে তিনি প্রতিনিধিত্ব করেছিলেন তার অফিসিয়াল কোন রেকর্ড এখন পর্যন্ত না পাওয়া যাওয়ার ফলে এই নিয়ে বিতর্ক রয়েছে।
২) ১৯২৮ আমস্টারডাম অলিম্পিক্সে পুরুষ হকিতে ভারত তাদের ছ'টি সোনার প্রথমটি জয় করেছিল।
৩) ১৯৩২ ও ১৯৩৬ লস অ্যাঞ্জেলেস এবং বার্লিনে ভারত পরপর সোনা জেতে পুরুষ হকিতে। ১৯৩৬ সালের ফাইনালে ধ্যানচাদের নেতৃত্বাধীন ভারত, জার্মানিকে ৮-১ গোলে ফাইনালে হারিয়েছিল।
৪) ১৯৪৮ লন্ডন, ১৯৫৬ মেলবোর্নে ভারতীয় হকি দল ফের সোনা জেতে। ৫৬ সালে বলবীর সিং সিনিয়রের নেতৃত্বে অসাধারণ হকি খেলে ভারত।
৫) ১৯৬০ রোম অলিম্পিক্সের হকি ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরে রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতকে।
৬) ১৯৬৪ তে টোকিও অলিম্পিক্সে ভারত হকিতে সোনা জেতার পরে ১৯৬৮ সালে মেক্সিকো সিটিতে হকিতে ভারতকে ব্রোজ্ঞ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। ১৯৭২ মিউনিখ অলিম্পিক্সে ভারত হকিতে ফের ব্রোজ্ঞ পায়।
৭) ১৯৭৬ মন্ট্রিওল অলিম্পিক্সে কৃত্রিম টার্ফে প্রথমবার খেলা হয়। যেখানে প্রথমবার ভারত হকিতে কোন পদক পায়নি। ১৯৮০ সালে ভাস্করণের নেতৃত্বাধীন ভারতীয় হকি দল ফাইনালে স্পেনকে ৪-৩ ফলে হারিয়ে ফের সোনা জিততে সমর্থ হয়।
৮) ১৯৫২ হেলসিঙ্কি অলিম্পিক্সে স্বাধীনতার পরে ভারত প্রথম ব্যক্তিগত পদক পায় কেশব যাদবের হাত ধরে। ৫২ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ব্রোঞ্জ জেতেন তিনি।
৯) ১৯৯৬ আটালান্টা অলিম্পিক্সে ফার্নান্দো মেলিজিনিকে হারিয়ে ভারতের হয়ে লন টেনিসে ব্যক্তিগত বিভাগে ব্রোজ্ঞ জেতেন লিয়েন্ডার পেজ।
১০) ২০০০ সালে সিডনি অলিম্পিক্সে প্রথম ভারতীয় মহিলা হিসেবে ভারোত্তোলনে ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পদক জেতেন কারণাম মালেস্বরি।
১১) ২০০৪ এথেন্স অলিম্পিক্সে ডাবল ট্র্যাপ শুটিংয়ে রুপো জেতেন রাজ্যবর্ধন সিং রাঠোর।
১২) ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে ভারত তিনটি পদক জেতে। বক্সিংয়ে ব্রোজ্ঞ পান বিজেন্দ্র সিং, কুস্তিতে রুপো জেতেন সুশীল কুমার এবং অলিম্পিক ইতিহাসে ভারতের হয়ে প্রথম ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতেন অভিনব বিন্দ্রা।
১৩) ২০১২ লন্ডন অলিম্পিক্স ভারতের ইতিহাসে সবথেকে সফলতম অলিম্পিক্স। এই গেমসে ভারত ছ'টি পদক জয়লাভ করে। ব্যাডমিন্টনে ব্রোজ্ঞ জেতেন সাইনা নেহওয়াল, বক্সিংয়ে ব্রোজ্ঞ পান মেরি কম, কুস্তিতে রুপো জেতেন সুশীল কুমার, কুস্তিতেই ব্রোজ্ঞ পান যোগেশ্বর দত্ত, শুটিংয়ে ব্রোজ্ঞ পান গগন নারাং, রুপো জেতেন বিজয় কুমার।
১৪) ২০১৬ রিও অলিম্পিক্সে ব্যাডমিন্টনে রুপো পান পিভি সিন্ধু, কুস্তিতে ব্রোঞ্জ পান সাক্ষী মালিক।
এখনও পর্যন্ত ভারত অলিম্পিক্স ইতিহাসে মোট ২৮ টি পদক জিতেছে। যার মধ্যে ৯টি সোনা,৭টি রুপো এবং ১২ ব্রোজ্ঞ পদক রয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।