অবশেষে কাটল চার দশকের খরা। ১৯৮০ সালে মস্কো অলিম্পিক্সে শেষবার সোনা জিতেছিল ভারতীয় হকি দল। এতদিন সেটাই ছিল অলিম্পিক্স হকিতে ভারতের শেষ পদক। এবার টোকিওয় ব্রোঞ্জ জয়ের সুবাদে ৪১ বছর পর অলিম্পিক্সের আসর থেকে ফের পদক নিয়ে দেশে ফিরছে ভারতীয় দল।
১৯২৮ থেকে ১৯৮০ পর্যন্ত অলিম্পিক্স হকিতে ভারতের একাধিপত্য ছিল। এই সময়ের মধ্যে ১২টি অলিম্পিক্সের আসরে অংশ নিয়ে ভারত ১১টি পদক (৮টি সোনা, ১টি রুপো ও দু'টি ব্রোঞ্জ) জেতে।
(টোকিও অলিম্পিক্স ২০২০-র যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)
টোকিওর আগে পর্যন্ত সার্বিকভাবে অলিম্পিক্স পদক সংখ্যার নিরিখে ভারত এতদিন যুগ্মভাবে এক নম্বরে ছিল। জার্মানি আগাগোড়া ধারাবাহিকতা দেখিয়ে ভারতের মতোই ১১টি পদক (৪টি সোনা, ৩টি রুপো ও ৪টি ব্রোঞ্জ) জিতেছে অলিম্পিক্সে। টোকিওয় সেই জার্মিনিকে হারিয়ে ব্রোঞ্জ জয়ের সঙ্গে সঙ্গেই মোট অলিম্পিক্স পদক সংখ্যার নিরিখে এককভাবে শীর্ষে উঠে আসে ভারত। অলিম্পিক্স হকিতে ভারতের পদক সংখ্যা দাঁড়ায় ১২টি।
এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। টোকিওর আগে পর্যন্ত হকিতে তাদের অলিম্পিক্স পদক সংখ্যা ছিল ৯টি (১টি সোনা, ৩টি রুপো ও ৫টি ব্রোঞ্জ)। তবে অস্ট্রেলিয়া এবার ফাইনালে উঠে পদক নিশ্চিত করায় তাদের মেডেল সংখ্যা দাঁড়ায় ১০টি। নেদারল্যান্ডস ২টি সোনা, ৪টি রুপো ও ৩টি ব্রোঞ্জ-সহ মোট ৯টি পদক জিতে তালিকার ৪ নম্বরে রয়েছে।
অলিম্পিক্স হকিতে সবথেকে বেশি পদক:-
১. ভারত: ১২টি (৮টি সোনা, ১টি রুপো ও ৩টি ব্রোঞ্জ)
সোনা- ১৯২৮, ১৯৩২, ১৯৩৬, ১৯৪৮, ১৯৫২, ১৯৫৬, ১৯৬৪, ১৯৮০
রুপো- ১৯৬০
ব্রোঞ্জ- ১৯৬৮, ১৯৭২, ২০২০
২. জার্মানি: ১১টি (৪টি সোনা, ৩টি রুপো ও ৪টি ব্রোঞ্জ)
সোনা- ১৯৭২, ১৯৯২, ২০০৮, ২০১২
রুপো- ১৯৩৬, ১৯৮৪, ১৯৮৮
ব্রোঞ্জ- ১৯২৮, ১৯৫৬, ২০০৪, ২০১৬