প্যারিস অলিম্পিক্স অভিযান শেষ করল ভারত। শনিবার ১০ অগাস্ট ১৫তম দিনে ছিল ভারতের অল্প কয়েকটি ইভেন্ট। তাঁর মধ্য পদক জয়ের দাবিদার ছিলেন ভারতীয় মহিলা কুস্তিগির রীতিকা হুডা। কিন্তু কোয়ার্টার ফাইনালের গণ্ডি টপকাতে পারলেন না তিনি। শেষ আটে গিয়েই আটকে গেলেন, হেরে গেলেন আইপেরি মেডেট কিজির কাছে। এরপর সামান্য একটা সম্ভাবনা ছিল ভারতের সামনে। যদি আইপেরি নিজে ফাইনাল পর্যন্ত যেতে পারতেন তাহলে রিপিচেজ রাউন্ডে খেলে পদকের লক্ষ্য খেলতে পারতেন রিতিকা, কিন্তু পরের রাউন্ডেই অর্থাৎ সেমিফাইনালেই হেরে গেলেন আইপেরি। ফলে শূন্য হাতেই বিদায় নিতে হল রীতিকাকে। ফলে শনিবার ভারতের ঝুলিতে এল না কোনও পদকই।
আরও পড়ুন-ক্যাসের রায়ের জের! পদক ফেরাতে হবে মার্কিন জিমনাস্টকে! ব্রোঞ্জ পাচ্ছেন অ্যানা…
৬টি পদক নিয়েই প্যারিসে অভিযান শেষ করল ভারতীয় ক্রীড়াবিদরা। এর মধ্যে পাঁচটি ব্রোঞ্জ পদক এবং ১টি রৌপ্য পদক। গতবার অর্থাৎ টোকিয়ো অলিম্পিক্সে সাতটি পদক জিতেছিল ভারত, এবার এল একটি কম। প্যারিস অলিম্পিক্সের ১৫তম দিনে ভারতের কুস্তিগির রীতিকা থেকে গলফার অদিতি অশোক, কেউই নজর কাড়তে পারলেন না। এদিন ভারতে বেশি ইভেন্ট ছিল না, তাঁর মধ্যে একমাত্র কুস্তি থেকেই আশা করা হয়েছিল পদক আসতে পারে।
আরও পড়ুন-অতি লোভে তাঁতি নষ্ট! সোনা জয়ের সুযোগ হাতছাড়া মার্কিন হাই-জাম্পারের! ডোবালেন দেশকেও…
আমন শেরাওয়াত আগের দিনই ভারতকে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন। এরপর অনূর্ধ্ব ২৩ বিশ্বচ্যাম্পিয়ন রীতিকার থেকেও পদকের আশা করেছিল ভারতবাসী। ম্যাচ ১-১ ফলে শেষ হলেও শেষ পয়েন্ট পাওয়ার সুবাদে শেষ চারে যান আইপেরি। এদিকে ভারতের গল্ফার অদিতি অশোকও হতাশ করলেন। একই ইভেন্টে দীক্ষা দাগরও নজর কাড়তে ব্যর্থ। অদিতি শেষ করলেন ২৯তম স্থানে,অন্যদিকে দীক্ষা নিজের ইভেন্ট শেষ করলেন ৪৯তম স্থানে।
আরও পড়ুন-সুযোগ পেলে নিশ্চয়ই সেরাটা দেব! ভারতীয় দলে অনিয়মিত হওয়া নিয়ে মুখ খুললেন সঞ্জু স্যামসন…
এদিকে ভিনেশ ফোগটের মামলাটিরও নিষ্পত্তি হল না শনিবার। রাত সাড়ে ৯টায় রায় জানানোর কথা থাকলেও আরও তিনদিন সময় নিল কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসের বিচারকরা। ১৩ অগাস্ট ভিনেশকে নিয়ে চূড়ান্ত রায় জানাবে সিএএস। সেদিনই জানা যাবে, ভারত গতবারের সাফল্য অর্থাৎ ৭টি অলিম্পিক্স পদক ছুঁতে পারবে কিনা। আপাতত ভারত শেষ করল নীরজ চোপড়ার রৌপ্য পদক এবং মনু ভাকের, স্বপনিল কুসালে, সরবজ্যোৎ সিং, আমন শেরাওয়াত, ভারতীয় হকি দলের ব্রোঞ্জ পদক দিয়ে। এর মধ্যে মনু ভাকের একাই জিতে নেন জোড়া ব্রোঞ্জ পদক, বহুদিন পর শ্যুটিংয়ে পদক আসে ভারতের ঝুলিতে। আপাতত চোখ থাকবে মঙ্গলবার সিএএসের রায়ের দিকেই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।