শুভব্রত মুখার্জি: টোকিও অলিম্পিক্স অফিসিয়ালি শেষ হওয়ার ঠিক আগের দিনেই ভারতের সামনে থাকছে একাধিক পদক জয়ের সম্ভাবনা। যে তিনটি ক্রীড়া বিভাগে ভারত পদক জয়ের সবথেকে কাছে রয়েছে সবকটি বিভাগেই পদক জয় ভারত নিশ্চিত করতে পারলে ২০১২ সালের লন্ডন অলিম্পিক্সের ভারতের পারফরম্যান্সকেও ছাপিয়ে যাবেন ভারতীয় ক্রীড়াবিদরা। সেক্ষেত্রে ভারতের ঝুলিতে থাকবে মোট ৭টি পদক। লন্ডন গেমসে ভারত ৬টি পদক জিততে সমর্থ হয়েছিল।
শনিবার সকাল সকাল গল্ফ কোর্সে নামবেন অদিতি অশোক। তৃতীয় রাউন্ডের শেষে আপাতত দুই নম্বরে রয়েছেন তিনি। অর্থাৎ শনিবারও একটা ভাল পারফরম্যান্স তাকে এনে দিতে পারে রুপো। ভারতের সবথেকে বড় পদক জয়ের আশার জায়গাটি থাকবে জ্যাভলিন থ্রো বিভাগে। যেখানে ভারতের প্রতিনিধিত্ব করবেন নীরজ চোপড়া। যিনি কোয়ালিফাইং রাউন্ডে প্রথম হয়ে ফাইনালে উঠেছেন। এছাড়া ও গত রিও অলিম্পিক্সের সব পদক জয়ীরাই এই বিভাগের ফাইনালে পৌছাতে না পারার ফলে নীরজের সম্ভাবনা অনেকটাই বেড়েছে। ২০১৮ এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে সোনাজয়ী নীরজের সামনে এবার গেমসেও পদক জয়ের সম্ভাবনা রয়েছে।
বজরং পুনিয়া রেপেচাজ বিভাগে ব্রোঞ্জ পদক পাওয়ার জন্য লড়াই চালাবেন সেনেগলের অ্যাডামে দিয়াটা বনাম কাজাকিস্তানের দৌলেট নিয়াজবেকভ ম্যাচের জয়ীর বিরুদ্ধে। আসুন একনজরে দেখে নিন শনিবার টোকিও গেমসে ভারতের ক্রীড়াসূচি :-
∆ অ্যাথলেটিক্স :-
বিকেল ৪:৩০ টে, জ্যাভলিন থ্রো ফাইনালে নামবেন নীরজ চোপড়া
∆ গল্ফ (মহিলা) :-
চতুর্থ রাউন্ড সকাল ৭:৪৭ টা দীক্ষা ডাগর, সকাল ৮:১৮ অদিতি অশোক।
∆ কুস্তি :-
৬৫ কেজি ফ্রিস্টাইল, পুরুষ বিভাগ, ব্রোঞ্জ মেডেল ম্যাচ , বজরং পুনিয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।