ব্যাডমিন্টনে পুরুষদের ডবলসের গ্রুপ স্টেজের ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে দুরন্ত ছন্দে দেখা গেল ভারত। প্রথম সেটে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি/চিরাগ শেট্টি জিতলেন ২১-১৩ ফলে। তাঁদের প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার ফজর, আদ্রিয়ান্তো জুটি। এরপর দ্বিতীয় সেটও তাঁরা ২১-১৩ ফলে জিতে ২-০ ম্যাচ জেতে। গ্রুপ স্টেজের একটি ম্যাচেও না হেরে পরের রাউন্ডে প্রবেশ করল ভারতের এই তারকা জুটি। এবারই শুরু তাঁদের আসল পরীক্ষা । মঙ্গলবার পুরুষদের ডবলসের এই ম্যাচ ছিল আসলে নিয়মরক্ষার। কারণ এই ম্যাচের আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গেছিল ভারতীয় এই জুটির। কিন্তু নিয়মরক্ষার ম্যাচ হলেও কোনওরকম গাছাড়া মনোভাব দেখা যায়নি সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি, চিরাগ শেট্টি জুটির মধ্যে। বরং প্রথম থেকেই ছিলেন আগ্রাসী, তাঁদের সামনে দাঁড়াতেই পারেননি ইন্দোনেশিয়ার প্রতিপক্ষ।
ফরাসি জুটি রোনান লাবরার এবং লুকাস কর্বির জুটি সোমবার ইন্দোনেশিয়ার জুটির বিরুদ্ধে হেরে যাওয়াতেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গেছিল ভারতের, কারণ গ্রুপ থেকে দুটি দলের পরের রাউন্ডে যাওয়ার কথা ছিল। সেখানে ফরাসি জুটিকে ভারত এবং ইন্দোনেশিয়া দুজনেই হারিয়ে দেওয়ায় তাঁদের পরের রাউন্ড নিশ্চিত হয়ে যায়, বিদায় নেয় ফরাসি ব্যাডমিন্টন জুটি।
বিশ্বের তিন নম্বর বাছাই এই ভারতীয় জুটির ম্যাচ জিততে অবশ্য খুব বেশি সময় লাগেনি। ৪০ মিনিটের লড়াইয়েই দুই সেটে জিতে ম্যাচ পকেটে পুড়ে নেয় ভারত। ইন্দোনেশিয়ার ফজর, আদ্রিয়েন্তো জুটির বিপক্ষে এটি ছিল ভারতের এই জুটির চতুর্থ জয়। অল ইংল্যান্ডের জয়ী ইন্দোনেশিয়ান জুটিকে শুরু থেকেই দাঁড়াতে দেননি সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি, চিরাগ শেট্টিরা। প্রথম সেটে একটা সময় ফল ছিল ৭-৭, সেখান থেকে টানা চার পয়েন্ট নেয় ভারতীয় জুটি। এরপর সেই লিড ধরে রেখেই প্রথম সেটে ২১-১৩ ফলে জিতে নেন তাঁরা।
দ্বিতীয় সেটেও একটা সময় ফল ছিল ৬-৬। কিন্তু ভারতের দুবার কমনওয়েলথ সোনাজয়ী জুটি এরপর ব্যবধান বাড়িয়ে নেন। একটা সময় ভারত ১৫-১২তে এগিয়ে ছিল, তখন ইন্দোনেশিয়ার জুটি অনেক লড়াইয়ের চেষ্টা করলেন, কিন্তু লড়াই ব্যর্থ হল যখন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি/চিরাগ শেট্টি জুটি ফের একবার ২১-১৩ ব্যবধানেই দ্বিতীয় সেট জিতে নিলেন। গতবার টোকিও অলিম্পিক্সে ১ পয়েন্টের জন্য কোয়ার্টারে যাওয়া হয়নি ভারতের এই জুটির, এবার অবশ্য অপরাজিতভাবে গ্রুপ স্টেজ শেষ করে গ্রুপ টপার হিসেবে কোয়ার্টারে গেল এই জুটি। এখনও তাঁদের কোয়ার্টারের প্রতিপক্ষ জানা যায়নি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।