বাংলা নিউজ > ময়দান > টোকিও অলিম্পিক্স > India vs Belgium Hockey semifinal: সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ পদকে নজর ভারতের
সেমিফাইনালে হার ভারতের। ছবি- রয়টার্স (REUTERS)

India vs Belgium Hockey semifinal: সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ পদকে নজর ভারতের

বেলজিয়ামের কাছে শেষ চারের লড়াইয়ে ২-৫ গোলে হার মানেন মনপ্রীতরা।

গ্রেট ব্রিটেনকে ৩-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছিলেন মনপ্রীতরা। বেলজিয়াম কোয়ার্টার ফাইনালে ৩-১ গোলে পরাজিত করে স্পেনকে। সেমিফাইনালের মুখোমুখি সাক্ষাতে ভারতকে হার মানতে হয় বেলজিয়ামের কাছে।

03 Aug 2021, 08:52:57 AM IST

ম্যাচ শেষ, বেলজিয়াম ৫-২ গোলে জয়ী

চতুর্থ কোয়ার্টারের খেলা শেষ। বেলজিয়াম ৫-২ গোলে জয় তুলে নিয়ে টোকিও অলিম্পিক্সের ফাইনালে জায়গা করে নেয়। ভারত সেমিফাইনালে হারলেও তাদের সামনে ব্রোঞ্জ জয়ের সুযোগ রয়েছে এখনও। অস্ট্রেলিয়া ও জার্মানির মধ্যে অপর সেমিফাইনাল ম্যাচে যে দল পরাজিত হবে, তাদের বিরুদ্ধে ব্রোঞ্জ মেডেল ম্যাচে মাঠে নামবেন মনপ্রীতরা। 

03 Aug 2021, 08:45:06 AM IST

৫-২ গোলে এগিয়ে গেল বেলজিয়াম

৬০ মিনিটের মাথায় ডোহমেনের গোলে ৫-২ লিড নিল বেলজিয়াম। ম্যাচের ৬ সেকেন্ড বাকি থাকতে ভারতের ওপেন জালে বল জড়ান ডোহমেন।

03 Aug 2021, 08:41:28 AM IST

শ্রীজেশকে তুলে নিল ভারত

গোল করার মরিয়া প্রচেষ্টা ভারতের। শেষ তিন মিনিটে গোলকিপার শ্রীজেশকে তুলে একজন নিয়ে আউটফিল্ড প্লেয়ারকে মাঠে নামায় ভারত। 

03 Aug 2021, 08:37:29 AM IST

৪-২ গোলে এগিয়ে গেল বেলজিয়াম

হ্যাটট্রিক করলেন আলেকজান্ডার হেনড্রিক্স। ৫৩ মিনিটের মাথায় এবার পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন তিনি। বেলজিয়াম ৪-২ গোলের লিড নেয়। ম্যাচে এটি তাঁর তৃতীয় এবং টুর্নামেন্টে ১৪ নম্বর গোল।

03 Aug 2021, 08:34:53 AM IST

ফের পেনাল্টি কর্নার পেল বেলজিয়াম

৫২ মিনিটের মাথায় ফের পেনাল্টি কর্নার পেয়ে যায় বেলজিয়াম। অমিত দলের পতন রোধ করেন। ৫২ মিনিটে আরও দু'টি পেনাল্টি কর্নার বাঁচায় ভারত।

03 Aug 2021, 08:27:17 AM IST

৩-২ গোলে এগিয়ে গেল বেলজিয়াম

মনপ্রীত মাঠ ছাড়ার পরেই পরপর তিনটি পেনাল্টি কর্নার পেয়ে যায় বেলজিয়াম। দু'বার ভারত গোল বাঁচালেও তৃতীয় বারের প্রচেষ্টায় সাফল্য পায় বেলজিয়াম। ৪৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আলেকজান্ডার। বেলজিয়াম ৩-২ গোলে এগিয়ে যায়। টুর্নামেন্টে এটি আলেকজান্ডারের ১৩ নম্বর গোল।

03 Aug 2021, 08:23:43 AM IST

গ্রিন কার্ড দেখলেন মনপ্রীত

শেষ কোয়ার্টারের শুরুতেই গ্রিন কার্ড দেখলেন মনপ্রীত। ফলে ২ মিনিটের জন্য মাঠের বাইরে চলে যেতে হয় ভারত অধিনায়ককে। এই সময়ে ১০ জনে খেলতে হবে ভারতকে।

03 Aug 2021, 08:19:44 AM IST

তৃতীয় কোয়ার্টারের খেলা শেষ

তৃতীয় কোয়ার্টারের খেলা শেষ। ম্যাচের স্কোর-লাইন ২-২। তৃতীয় কোয়ার্টারে কোনও দলই প্রতিপক্ষের গোলমুখ খুলতে পারেনি। প্রথম কোয়ার্টারে ভারত দু'টি ও বেলজিয়াম ১টি গোল করে। দ্বিতীয় কোয়ার্টারে বেলজিয়াম আরও ১টি গোল করে। ম্যাচের শেষ ১৫ মিনিটের খেলা বাকি। 

03 Aug 2021, 08:15:12 AM IST

জমাট রক্ষণ ভারতের

তৃতীয় কোয়ার্টারের শেষবেলায় ভারতের রক্ষণে চাপ তৈরি করে বেলজিয়াম। তবে সুমিত ও অমিত রোহিদাস ভারতীয় রক্ষণকে নির্ভরতা দিচ্ছেন। ৪২ মিনিটের মাথায় ভারতের ডি বক্সে হানা দিলেও বেলজিয়ামকে গোলের সুযোগ দেয়নি ভারত।

03 Aug 2021, 08:10:55 AM IST

সুযোগ নষ্ট ভারতের

৩৮ মিনিটের মাথায় ভারত পেনাল্টি কর্নার পেয়ে যায়। ডানদিক ধরে আক্রমণে উঠেছিলেন মনপ্রীত। বেজলিয়াম ভিডিও রেফারেলের আবেদন জানায়। রেফারেল কাজে লাগেনি। ফলে রেফারেল খোয়ায় বেলজিয়াম। সুযোগ তৈরি হয় ভারতের সামনে। যদিও পোনাল্টি কর্নার থেকে গোল করতে পারেনি ভারত। হরমনপ্রীতের শট বাঁচিয়ে দেয় বেলজিয়াম।

03 Aug 2021, 08:06:25 AM IST

আক্রমণ মনদীপের

৩৪ মিনিটের মাথায় বেসলাইন ধরে আক্রমণ শানান মনদীপ। তাঁর দৌড় যদিও বেলজিয়ামের রক্ষণ ভেদ করতে পারেনি।

03 Aug 2021, 08:04:22 AM IST

সুযোগ নষ্ট বেলজিয়ামের

তৃতীয় কোয়ার্টারে প্রথম সুযোগ তৈরি করে বেলজিয়াম। অ্যান্তোইন কিনার শট পোস্টের বাইরে চলে যায়।

03 Aug 2021, 08:00:39 AM IST

তৃতীয় কোয়ার্টারের খেলা শুরু

সেমিফাইনালের তৃতীয় কোয়ার্টারের খেলা শুরু। খেলা দেখতে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট থমাস বাখ উপস্থিত ওই হকি স্টেডিয়ামে।

03 Aug 2021, 07:52:12 AM IST

হাফ-টাইম

দ্বিতীয় কোয়ার্টারের খেলা শেষ। হাফ-টাইমে ম্যাচ ২-২ গোলের সমতায় দাঁড়িয়ে। দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্ণার একটি গোল করে বেলজিয়াম। উল্লেখ্য, প্রথম কোয়ার্টারের শেষে স্কোর-লাইন ছিল ভারতের অনুকূলে ২-১। প্রথমার্ধে ভারত মোট ৪টি পেনাল্টি কর্নার পায়, যার একটিকে কাজে লাগাতে পারে তারা। বেলজিয়াম সেখানে মোট ৭টি পেনাল্টি কর্নার আদায় করে নেয়, যার ২টিকে গোলে পরিণত করে তারা।

03 Aug 2021, 07:47:00 AM IST

পেনাল্টি কর্নার পেল বেলজিয়াম

২৭ মিনিটের মাথায় ফের পেনাল্টি কর্নার পেয়ে যায় বেলজিয়াম। যদিও ভারত এযাত্রায় পতন রোধ করে। আলেকজান্ডারের শট প্রতিহত হয়। ভারত ফ্রি-হিট পেয়ে যায়।

03 Aug 2021, 07:45:58 AM IST

টুইট করে জানালেন, খেলা দেখছেন প্রধানমন্ত্রী

ভারত-বেলজিয়াম সেমিফাইনালের মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানালেন, খেলা দেখছেন তিনি। ভারতীয় দলের স্কিলের প্রশংসা করেন তিনি। সেই সঙ্গে মনপ্রীতদের জন্য শুভকামনাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

03 Aug 2021, 07:42:53 AM IST

রেফারেল খোয়াল ভারত

মনদীপ দাবি করেন তাঁকে ধাক্কা দেওয়া হয়েছে। পেনাল্টি কর্নার আদায়ের উদ্দেশ্যে রেফারেল নেয় ভারত। যদিও তা ফলপ্রসূ হয়নি। ভারত তাদের রেফারেল খুইয়ে বসে।

03 Aug 2021, 07:40:33 AM IST

সুযোগ নষ্ট

মনদীপ বেলজিয়ামের ডি বক্সে নীলকান্তর উদ্দেশ্যে বল বাড়িয়ে দেন। যদিও তিনি যথাযথ শট নিতে পারেননি। ফলে গোলের সুযোগ নষ্ট হয় ভারতের।

03 Aug 2021, 07:34:37 AM IST

২-২ সমতা ফেরাল বেলজিয়াম

দ্বিতীয় কোয়ার্টারে গোল করে ম্যাচে ২-২ সমতা ফেরাল বেলজিয়াম। ১৯ মিনিটের মাথায় টুর্নামেন্টের টপ স্কোরার আলেকজান্ডার রবি হেনড্রিক্স পেনাল্টি কর্নার থেকে গোল করেন। টুর্নামেন্ট এটি তাঁর ১২ নম্বর গোল

03 Aug 2021, 07:34:12 AM IST

পরপর পেনাল্টি কর্নার বেলজিয়ামের

দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই পরপর পেনাল্টি কর্নার আদায় করে নেয় বেলজিয়াম। ম্যাচের ১৭ মিনিটের মাথায় উপর্যুপরি তিনটি পেনাল্টি কর্নার সেভ করে ভারত।

03 Aug 2021, 07:28:52 AM IST

প্রথম কোয়ার্টারের খেলা শেষ

প্রথম কোয়ার্টারের শেষে ভারত ২-১ গোলে এগিয়ে। ম্যাচের ২ মিনিটের মাথায় গোল করে বেলজিয়াম। যদিও খুব বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি তারা। ৭ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারত ম্যাচে সমতা ফেরায়। ৮ মিনিটের মাথায় ভারত দ্বিতীয়বার বেলজিয়ামের জালে বল জড়ায় এবং ২-১ গোলে এগিয়ে যায়। প্রথম কোয়ার্টারে ভারত ৩টি পেনাল্টি কর্নার পায়।

03 Aug 2021, 07:24:30 AM IST

ফের পেনাল্টি কর্নার পেল ভারত

১১ মিনিটের মথায় ম্যাচে নিজেদের তৃতীয় পেনাল্টি কর্নার আদায় করে নেয় ভারত। রুপিন্দর পাল সিংয়ের দুরন্ত ড্র্যাগ ফ্লিক প্রতিহত করেন ভিনসেন্ট।

03 Aug 2021, 07:16:11 AM IST

মনদীপের গোলে ম্যাচে ২-১ লিড নিল ভারত

প্রথম গোলের রেশ কাটতে না কাটতে ফের গোল করল ভারত। এবার মনদীপের স্টিক থেকে আসে সাফল্য। ৮ মিনিটের মাথায় মনদীপের ফিল্ড গোলে ম্যাচে ২-১ লিড নেয় ভারত।

03 Aug 2021, 07:13:47 AM IST

হরমনপ্রীতের গোলে ম্যাচে সমতা ফেরাল ভারত

৭ মিনিটের মাথায় ম্যাচে ভারত প্রথম পেনাল্টি কর্নার পায়। যদিও গোল করতে পারেনি। পরক্ষণেই তারা দ্বিতীয় পেনাল্টি কর্নার আদায় করে নেয়। দ্বিতীয় সুযোগে পেনাল্টি কর্নার থেকে গোল করতে ভুল করেননি হরমনপ্রীত সিং। তাঁর গোলেই ভারত ১-১ সমতায় ফেরে ম্যাচে। 

03 Aug 2021, 07:08:36 AM IST

শুরুতেই পিছিয়ে পড়ল ভারত

অসাধারণ শুরু বেলজিয়ামের। ম্যাচের ২ মিনিটের মাথায় প্রথম পেনাল্টি কর্নার পায় বেলজিয়াম। প্রথম সুযোগেই গোল করেন লুইপায়ের্ত। পেনাল্টি কর্নার থেকে তাঁর করা গোলে ৭০ সেকেন্ডের মাথাতেই ১-০ গোলে এগিয়ে যায় বেলজিয়াম।

03 Aug 2021, 07:03:33 AM IST

ম্যাচ শুরু

টোকিও অলিম্পিক্সে ভারত বনাম বেলজিয়াম ছেলেদের হকির সেমিফাইনালে ম্যাচ শুরু। ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ওই হকি স্টেডিয়ামের নর্থ পিচে।

03 Aug 2021, 07:01:22 AM IST

ভারতের প্রথম একাদশ

মনপ্রীত সিং (ক্যাপ্টেন), শ্রীজেশ (গোলিকিপার), অমিত রোহিদাস, রুপিন্দর পাল সিং, হরমনপ্রীত সিং, সুরেন্দ্র কুমার, হার্দিক সিং, নীলকান্ত শর্মা, শামশের সিং, মনদীপ সিং, দিলপ্রীত সিং।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভারতের মুকুটে নয়া পালক, প্রথম উড়ানে সফল 'মেড ইন ইন্ডিয়া' মার্ক ১এ যুদ্ধবিমান অঞ্জলি চক্র এবং সুফি মালিক কারা? বিয়ের আগেই কেন বিচ্ছেদ হল তাঁদের ED তার কাজ করছে, আমি আমার কাজ করছি, হাজিরা এড়িয়ে হুঙ্কার মহুয়ার লোকসভার আগে মহাজোটে ভাঙন ধরিয়ে পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল Heart Care: এই ফলটি হার্টের নাকি খুব ভালো! আপনি কি এটি খান? আজ শেষ হচ্ছে রাজ্য সরকারি অর্থবর্ষ, চাপে পড়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দফতর বিজেপি প্রার্থী রেখা পাত্রের স্বাস্থ্যসাথী কার্ড আছে, বড় তথ্য ফাঁস করল তৃণমূল কঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলার শাস্তি? সুপ্রিয়াকে লোকসভা ভোটের টিকিট দিল না কংগ্রেস! লোকসভা ভোটে বহরমপুরে বাজিমাত করতে পারে BJP, হারতে পারেন দিলীপ, মহুয়া: সমীক্ষা আসন্ন নতুন বাংলা বছর ১৪৩০, নাকি ১৪৩১? পয়লা বৈশাখ কবে? রইল নববর্ষের খুঁটিনাটি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.