বাংলা নিউজ > ময়দান > অলিম্পিক্স > প্যারিস অলিম্পিক্সে বক্সিংয়ের ড্র! শুরু থেকেই পথ কঠিন নিখাত-লভলিনাদের… বাই পেলেন অমিত!

প্যারিস অলিম্পিক্সে বক্সিংয়ের ড্র! শুরু থেকেই পথ কঠিন নিখাত-লভলিনাদের… বাই পেলেন অমিত!

ভারতের নিখাত জারিন। ছবি- এএফপি (AFP)

প্যারিস অলিম্পিক্সে ভারতীয় মহিলা বক্সারদের জন্য যাত্রা বেশ কঠিন। প্রথম থেকেই কঠিন প্রতিপক্ষদের মুখোমুখি হতে চলেছেন লভলিনা, প্রীতিরা। প্রথম রাউন্ডে বাই পেলেন পুরুষদের বিভাগে অমিত পাঙ্গাল।

প্যারিস অলিম্পিক্স শুরু হয়ে গেছে। এরই মধ্যে বিভিন্ন ইভেন্টেরই ড্র সম্পন্ন হয়েছে। যেমন বক্সিং। কিন্তু বক্সিংয়ের ক্ষেত্রে প্রথম রাউন্ড থেকেই কঠিন প্রতিপক্ষদের মুখোমুখি হতে হচ্ছে ভারতীয় প্রতিযোগিদের। মূলত মহিলা বক্সারদের ক্ষেত্রে ড্রয়ের পর যে প্রতিপক্ষের তালিকা পাওয়া গেছে তা বেশ কঠিন বলেই মনে করা হচ্ছে। কারণ প্রতিপক্ষের মধ্যে রয়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এশিয়ান গেমস চ্যাম্পিয়নরা। ফলে অলিম্পিক্সে মহিলা বক্সারদের পদক আনতে গেলে প্রথম থেকেই বেশ ভালো ছন্দে থাকতে হবে। পুরুষদের বিভাগে কিছুটা মসৃণ পথ পেয়েছে ভারতীয় বক্সাররা, কিন্তু মহিলাদের পদক জয়ের পথ কিন্তু বেশ কঠিন। গতবার বক্সিংয়ে ভারতকে পদক এনে দিয়েছিলেন অসমের মহিলা বক্সার লভলিনা বর্গহাইন। এবারও তিনি দেশের প্রতিনিধিত্ব করছেন প্যারিসে।

 

প্রথমরাউন্ডে লভলিনা বর্গহাইনের প্রতিপক্ষ নরওয়ের সুনিভা হফস্টাড। সেই ম্যাচের গণ্ডি টপকালে টোকিও অলিম্পিক্সের ব্রোঞ্জ পদকজয়ী মুখোমুখি হবেন দুবারের অলিম্পিক্স পদকজয়ী লি কিয়ানের। এশিয়ান গেমসের গোল্ড মেডেল ম্যাচে এই কিয়ানের কাছেই হারতে হয়েছিল লভলিনাকে। সেই ম্যাচ জিতলে হয় বিশ্বচ্যাম্পিয়নশিপে রৌপ্য পাওয়া অস্ট্রেলিয়ার ক্যাটলিন পার্কার অথবার মরক্কোর বিশ্বচ্যাম্পিয়ন খাদিজা এল মার্দির বিরুদ্ধে কোয়ার্টারে মুখোমুখি হবেন অসম কন্যা। 

 

ভারতের জাসমিন লামবোড়িয়ার কাছেও কাজটা যথেষ্ট কঠিন। কারণ প্রথম ম্যাচেই অলিম্পিক্সের সিলভার মেডেলিস্ট ফিলিপিন্সের নেসতি পেতেসিওর বিরুদ্ধে ৫৭ কেজি বিভাগে নামবেন তিনি। যদি সেই ম্যাচ তিনি জিততে পারেন সেক্ষেত্রে ইউরোপিয়ান গেমসের গোল্ড মেডেলিস্ট ফরাসি মহিলা বক্সার আমিনিয়া জিদানির মুখোমুখি হবেন এই ভারতীয় বক্সার।

 

আরেক ভারতীয় প্রীতি পাওয়ার প্রাথমিক রাউন্ডে মুখোমুখি হবেন ভিয়েতনামের ভো থি কিম এবং ওয়ার্ল্ড সিলভার মেডেলিস্ট কলম্বিয়ার ইয়েনি আরিয়াসের। সেই ম্যাচে জিততে পারলে কোরিয়ান অলিম্পিয়ান ইম আই জির বিরুদ্ধে ৫৪ কেজি বিভাগে খেলতে নামবেন ভারতের এই মহিলা বক্সার।

 

প্রথম রাউন্ডে নিখাত জারিনের প্রতিপক্ষ জার্মানির ম্যাক্সি ক্লোটজার। সেই ম্যাচ জিততে পারলে দ্বিতীয় রাউন্ডে চাইনিজ এশিয়ান গেমস চ্যাম্পিয়ন এবং ৫২কেজি বিভাগের বিশ্বচ্যাম্পিয়ন য়ু-য়ুর মুখোমুখি হবেন তিনি। সেখানে জিতে গেলে থাইল্যান্ডের চুতামাত রাকসাতের মুখোমুখি হলেন নিখাত জারিন, যার বিরুদ্ধে এশিয়ান গেমসের সেমিতে হারতে হয়েছিল তাঁকে।

 

এদিকে পুরুষদের বিভাগে প্রথম রাউন্ডে বাই পেলেও পরের রাউন্ডে কমনওয়েলথ গেমসের ব্রোঞ্জপদকজয়ী এবং আফ্রিকান চ্যাম্পিয়ন প্যাট্রিক চিনয়েম্বার মুখোমুখি হবেন অমিত পাঙ্গাল। সেই ম্যাচ জিতলে এশিয়ান গেমসের রৌপ্য পদকজয়ী থাইল্যান্ডের থিতিসান পানমতের মুখোমুখি হবেন অমিত।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কাশ্মীর ভোট নিয়ে নাক গলাচ্ছিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী, জবাব দিলেন ওমর আয়ুষ্মান ভারতের আওতায় থাকা বেসরকারি হাসপাতাল বন্ধ করল চিকিৎসা,বিরাট সরকারি বকেয়া শাহরুখ-প্রীতির আইকনিক ছবির মুকুটে নয়া পালক! ১০০ কোটির ক্লাবে প্রবেশ বীর জারার ‘অবাক লাগে কেন কিছু পুরুষ স্ত্রীকে ছোটখাটো পোশাক পরার অনুমতি দেন!…’ বলছেন সানা IND vs BAN: সবসময় তাদের মধ্যে ‘ইগো’ দেখা যায়: কেন এমন বললেন দীনেশ কার্তিক? পরপর দু’বার উপড়ে দিলেন উইকেট, বাংলাদেশের বিরুদ্ধে সুপারহিট বাংলার আকাশদীপ নিজে গিয়ে দেখেছি, শোচনীয় অবস্থা, ম্যান মেড বন্যা করল ডিভিসি, মোদীকে চিঠি মমতার জগন-আমলে তিরুপতি মন্দিরের প্রসাদে পশুর চর্বি? রিপোর্ট চাইল কেন্দ্র শত ব্যস্ততার মধ্যে চটপটা কিছু খেতে মন চাইছে? ঝটপট বানিয়ে ফেলুন ডিম কোর্মা ভোট পরবর্তী হিংসা মামলা রাজ্যের বাইরে সরাতে চেয়ে সুপ্রিম কোর্টে ভর্ৎসিত CBI

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.