শুভব্রত মুখার্জি:- প্যারিস অলিম্পিক গেমসের আসর শুরু হতে আর বেশি সময় বাকি নেই।এই গেমসে ভারত তাদের অলিম্পিক ইতিহাসে সবথেকে বেশি পদক জয়ের আশা করছে। কোনদিক থেকেই কোনরকম খামতি রাখছে না তারা। ক্রীড়িবিদদের প্রস্তুতির সুযোগ থেকে সবরকম সুযোগ সুবিধা দিতে উদ্যোগী কেন্দ্র সরকারের ক্রীড়ামন্ত্রক। আর এমন আবহেই বেশ গুরুত্বপূর্ণ একটি খবর সামনে এসেছে। ভারতীয় অলিম্পিক গেমসের ইতিহাসে প্রথমবার দলের সঙ্গে অ্যাথলিটদের জন্য ঘুমের পরামর্শদাতা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে ভারতীয় দলে এই ঘটনা প্রথমবার ঘটতে চলেছে।
আরও পড়ুন-যখন বল করতে এসেছিল তখনই ভেবেছিলাম পেটাব! শেপার্ডের ওভারে ৩০ রান তুলে বললেন সল্ট
২৬ জুলাই থেকে শুরু হচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস।শেষ হবে ১১ অগস্ট। এই গোটা সময়টা ভারতীয় দলের সঙ্গে থাকবেন এক ঘুম বিষয়ক পরামর্শদাতা। ডাক্তার মনিকা শর্মাকে দেওয়া হয়েছে এই দায়িত্ব। ক্রীড়াবিদদের নিদ্রাহীনতার সমস্যা দূর করা থেকে শুরু করে ঘুমের পরিমাণ বাড়ানোর ক্ষেত্রে সিদ্ধহস্ত ডাক্তার মনিকা শর্মা। তাই তাঁকে এই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। অলিম্পিকে সময়ে নানা কারণে চাপে থাকেন ক্রীড়াবিদরা। সূচির চাপ, পারফরম্যান্সের চাপ, অনুশীলনের চাপ সহ একাধিক চাপে থাকেন তারা। যা তাদের ঘুমে ব্যাঘাত ঘটায়। পর্যাপ্ত পরিমাণ ঘুম এই সময়ে খুব গুরুত্বপূর্ণ। ফলে যেটুকু সময় হাতে থাকছে তাকে কাজে লাগিয়ে চাপমুক্তভাবে 'সাউন্ড স্লিপ' অর্থাৎ নিশ্চিন্তে যাতে ঘুমাতে পারেন যাতে পরেরদিন নিজেদের ম্যাচের আগে তারা ফুরফুরে মেজাজে থাকেন সেই ব্যবস্থাই করার চেষ্টা করা হয়েছে।
আরও পড়ুন-‘খুব কষ্ট পেয়েছিলাম ওডিআই বিশ্বকাপে বাদ পড়ে’! ফর্মে ফিরেই জবাব মার্কাস স্টইনিসের
প্যারিস অলিম্পিক গেমসে এবার থাকবেন ২০০ টি দেশ থেকে মোট ১০,৫০০ অ্যাথলিট। সেখানে ভারতীয় দলের সঙ্গেই থাকবেন ডাক্তার মনিকা শর্মা। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ' অলিম্পিক ভিলেজের পরিবেশ খুব চাপ পূর্ণ থাকে। যা ঘুমানোর জন্য একেবারেই আদর্শ পরিবেশ নয়। আমরা এই পরিবেশে যাতে আমাদের ক্রীড়াবিদদের ঘুমটা হয়,তারা সঠিক বিশ্রামটা পান সেদিকে খেয়াল রাখব। তাদেরকে সেইভাবে সাহায্য করব। বিভিন্ন পরিস্থিতিতে আমরা অ্যাথলিটদের মানিয়ে নিতে শেখাব। আমরা তাদেরকে একটা করে স্লিপিং কিট দেব। এই কিটে থাকবে স্লিপ মাস্ক(ঘুমের মুখোশ),ট্রাভেল পিলো(বেরনোর বালিশ) এবং অন্যান্য আরো অনেক জিনিস।'
আরও পড়ুন-কাজটা খুব কঠিন করে দিয়েছিল....প্রাক্তন প্রোটিয়া প্লেয়ারের প্রশংসায় পঞ্চমুখ মার্করাম
বিশেষজ্ঞদের মতে এবারের অলিম্পিক গেমসের সময়ে প্যারিসে তাপমাত্রা বেশি থাকতে পারে যা অ্যাথলিটদের ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে। সেই কারণেই এমন অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।