শুভব্রত মুখার্জি:- ভারতীয় ক্রীড়ার জগতে বিশেষ করে অলিম্পিক গেমসের জগতে নিঃসন্দেহে মহাতারকা নীরজ চোপড়া। এই জ্যাভলিন থ্রোয়ারের হাত ধরেই অলিম্পিক গেমসের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নয়া ইতিহাস রচনা করেছে ভারত। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে দেশকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা এনে দিয়ে টোকিও অলিম্পিক গেমসেই নজির গড়েছিলেন নীরজ চোপড়া। প্যারিস অলিম্পিক গেমসে ও জ্যাভলিনে তিনি দেশকে সোনা এনে দেবেন আশা করা হয়েছিল।তবে সোনা না পেলেও ভারতের হয়ে রুপো জিতেছেন তিনি। আর তারপরেই পূর্ব ঘোষনা মত এক ভারতীয় বংশোদ্ভুত সিইও মোহাক নহতা একদিনের জন্য নীরজের পারফরম্যান্সকে কুর্নিশ জানাতে বিনামূল্যে ভিসা প্রদান করেছেন !
আরও পড়ুন-কলকাতা লিগে ইস্টার্ন রেলকে বেলাইন করল ইস্টবেঙ্গল! জিতল ৩-০ গোলে…
অ্যাটলিস কোম্পানির সিইও মোহাক নহতা নীরজের জ্যাভলিন ফাইনালের আগেই ঘোষণা করেছিলেন যদি প্যারিস অলিম্পিক গেমসে নীরজ চোপড়া ভারতের হয়ে সোনা জেতেন তাহলে তিনি একদিনের জন্য সমস্ত ভারতীয়দের বিনামূল্যে ভিসা প্রদান করবেন। কিভাবে এই বিনামূল্যে ভিসা পাওয়া যাবে , আবেদন করতে হবে সমস্ত পদ্ধতি তিনি সোশ্যাল মিডিয়াতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছিলেন। ফাইনালে যদিও নীরজ সোনা পাননি। পাকিস্তানের আর্শাদ নাদিম ৯২.৯৭ মিটার থ্রো করে এদিন সোনা জিতেছেন। আর দ্বিতীয় স্থানে শেষ করেছেন নীরজ চোপড়া। এরপরেও অবশ্য মোহাক নহতা তাঁর দেওয়া প্রতিশ্রুতি রেখেছেন। সোশ্যাল মিডিয়া সাইট লিঙ্কডইনে তিনি জানিয়ে দেন তাঁর পূর্ব ঘোষনা মতন এই অফারটি তিনি আজকে বহাল রাখছেন।
আরও পড়ুন-ভারতীয় ক্রিকেট দলে সুখবর! চোট কাটিয়ে আগামী মাসেই বাংলাদেশ সিরিজে ফিরছেন শামি…
যারা যারা প্রথা মেনে তাঁর আগের পোস্টে নিজেদের ইমেল আইডি দিয়ে আবেদন করেছিলেন প্রত্যেককে তিনি বিনামূল্যে ভিসা দেবেন একটি দিনের জন্য। যে দেশে যেতে চান ওই ব্যক্তিরা সেই দেশের ভিসা তাদেরকে বিনামূল্যে অ্যাটলিস কোম্পানির তরফে দেওয়া হবে।
আরও পড়ুন-শহরে এসেই অনুশীলন শুরু দিমির! আনোয়ার ইস্যুতে আজই বৈঠক প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির
মোহাক লেখেন ‘আমি সোনা জিতলে(নীরজ) বিনামূল্যে ভিসা প্রদান করব বলেছিলাম। কিন্তু পদকের রঙটা এখানে বিচার্য নয়। কিন্তু স্পিরিটটা গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই এই অ্যাচিভমেন্টকে উদযাপন করতে আমি আগে যে অফার দিয়েছিলাম সেই অফারটা বহাল রাখছি।আজকের দিনের জন্য আমি সমস্ত ভারতীয়দের তাদের পছন্দের দেশের ভিসা বিনামূল্যে করে দেব। যারা আমার আগের পোস্টে তাদের ইমেল আইডি দিয়ে যোগাযোগ করেছেন তাদের প্রত্যেকের কাছে এর পরবর্তীতে ঠিক কি করতে হবে সেই নির্দেশ চলে যাবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।