3/12ম্যাচের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ছিল ব্রিটিশ শিবির। হতাশায় ভেঙে পড়ে ভারতীয় দল। (PTI)
4/12ব্রোঞ্জ পদক হাতছাড়া হলেও সারা অলিম্পিক্স জুড়ে ভারতের মেয়েদের খেলা প্রশংসা কুড়িয়েছে। ভারতের লড়াইকে কুর্নিশ জানাতে ভোলেনি প্রতিপক্ষ গ্রেট ব্রিটেনও। (PTI)
5/12ব্রিটিশ খেলোয়াড়রা ম্যাচের শেষে কান্নায় ভেঙে পড়া ভারতীয় খেলোয়াড়দের পাশে গিয়ে দাঁড়ান। ভারতীয় তারকাদের সান্ত্বনা দেন ব্রিটেনের খেলোয়াড়রা। (PTI)
6/12হার-জিতের সমীকরণের বাইরে দু'দলের খেলোয়াড়দের এমন আচরণ স্বাভাবিকভাবেই মন ছুঁয়ে যায় ক্রীড়াবিশ্বের। (PTI)
8/12ভারত এই প্রথমবার অলিম্পিক্স হকির সেমিফাইনালে ওঠে। তারা শেষ চারের লড়াইয়ে আর্জেন্তিনার কাছে পরাজিত হয়। (PTI)
9/12টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে হারের পর ভারতীয় দলকে বিশেষ গুরুত্ব দিতে রাজি হয়নি কেউ। তবে লিগের শেষ দু'টি ম্যাচ জিতে নক-আউটে জায়গা করে নেন রানি রামপালরা। (PTI)
10/12কোয়ার্টার ফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে ছিটকে দেয় ভারত। (PTI)