ভিনেশ ফোগট বৃহস্পতিবার সকালেই জানিয়ে দেন তিনি অবসর নিতে চলেছেন, এদিকে কুস্তিতেই ভারতকে পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছেন ভারতের আমন শেরাওয়াত। ভিনেশের হাত থেকে পদক বেড়িয়ে যেতেই ভারতবাসী হতাশ হয়েছিল। কারণ গত কয়েকটি অলিম্পিক্স ধরেই বক্সিং, কুস্তি, ব্যাডমিন্টনে সাফল্য পায় ভারত। এর মধ্যে কুস্তিতে ২০০৮ সাল থেকে লাগাতার পদক জিতে আসছে ভারত। সেদিকেই আরও একধাপ এগোলেন ভারতের অমন। পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগের কুস্তির সেমিফাইনালে উঠলেন তিনি। ফলে আর একটা ম্যাচ জিততে পারলেই রৌপ্য পদক নিশ্চিত হবেই তাঁর, আরও ভালো পারফরমেন্স করতে পারলে তো সম্ভাবনা থাকছে সোনা জয়েরও।
আরও-পড়ুন-ফিক্সিংয়ের প্রস্তাব চেপে গেছিলেন! লঙ্কান ক্রিকেটারের জবাব তলব আইসিসির!
বৃহস্পতিবার দিনটা আমনের জন্য বেশ ভালোই গেছে। প্রথমে প্রি কোয়ার্টারে নর্থ ম্যাসিডোনিয়ার ভ্লাদিমির এগোরভকে খাতাই খুলতে দেননি তিনি। ১০-০ ফলে জিতে যান, প্রবেশ করেন কোয়ার্টার ফাইনালে। সেখানে তো আরও বড় ধামাকা পারফরমেন্স দেখালেন এই কুস্তিগির। ২১ বছর বয়সী হরিয়ানার এই ছেলে হারিয়ে দিলেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নকে। আলবেনিয়ার জেলিমখান আবাকারভের বিপক্ষে ১২-০ ফলে তিনি জিতলেন, প্রবেশ করলেন সেমিফাইনালে। শেষ চারে আজ রাতেই তাঁর প্রতিপক্ষ জাপানের রেই হিগুচি। দুই ক্ষেত্রেই ভারতের এই কুস্তিগির জিতলেন টেকনিক্যাল সুপারিটির ভিত্তিতে।
আরও পড়ুন-আজ রয়েছে নীরজ-শ্রীজেশদের পদক জয়ের সুযোগ! কখন শুরু,কোথায় দেখবেন ম্যাচ? জেনে নিন…
ভারতীয় কুস্তিগিরদের মধ্যে মহিলাদের বিভাগে যেমন ভিনেশসহ বেশ কয়েকজন মহিলাই এবারে অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করেছিলেন, তেমন পুরুষদের বিভাগে একমাত্র আমনই যোগ্যতা অর্জন করেন। বৃহস্পতিবার ৫৭কেজি পুরুষদের ফ্রিস্টাইল কুস্তিতে পরপর দুই ম্যাচেই নিজের ডিফেন্সিভ স্কিলের পাশাপাশি ঠিক সময় প্রতিপক্ষক চেপে ধরছিলেন। প্রি কোয়ার্টারের ম্যাচে একটা সময় ভ্লিদিমির এগারভকে হাঁটুর চোটের জন্য চিকিৎসকদের পরামর্শ নিতে হয়েছিল প্রথম রাউন্ডে, এরপর আর তিনি ফিরে আসতে পারেননি। বরং খেলায় আধিপত্য বিস্তার করে সহজেই জিতে যান আমন শেরাওয়াত। সেই ধারা কোয়ার্টারেও বজায় রাখেন তিনি।
আরও পড়ুন-‘ওজন তো আমিও কমাই খেলতে নামার আগে’! ভিনেশের পাশে দাঁড়িয়ে সমবেদনা সোনা জেতা সারা-র
মহিলাদের ৫৭কেজি বিভাগে অবশ্য হতাশ করলেন অংশু মালিক। তিনি রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচেই হেরে গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের হেলেন মারৌলিসের বিপক্ষে। ৭-২ ফলে হারলেন তিনি। যদিও এখনও অংশুর কাছে রিপেচেজ রাউন্ডের সুযোগ আসার সম্ভাবনা রয়েছে, কারণ হেলেন সেমিফাইনালে পৌঁছেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের হেলেন যদি ফাইনালের টিকিট হেলেন হাতে পেলেই রিপেচেজ রাউন্ডে খেলার এবং অলিম্পিক্সে টিকে থাকার লাইফলাইন পেয়ে যাবেন ভারতের অংশু মালিক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।