শুভব্রত মুখার্জি:- প্যারিস অলিম্পিক গেমসে মঙ্গলবারের দিনটা মোটের উপর ভালোই কাটল ভারতীয় দলের। চলতি গেমসের দ্বিতীয় পদক এসেছে মনু ভাকের,সরবজিৎ সিংয়ের হাত ধরে। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে পদক পেয়েছে তারা। এইদিনটা প্যারিসে ভারতীয় দলের হয়ে যেন নারীশক্তির জয়ের দিন! আর্চারিতে এদিন মহিলা বিভাগে ব্যক্তিগত বিভাগের লড়াই ছিল। সেখানেই তাঁর পারফরম্যান্স দিয়ে সকলের নজর কেড়ে নিলেন নবীন এক প্রতিভাবান তীরন্দাজ।নাম তাঁর ভজন কৌর। নিজের কেরিয়ারের প্রথম অলিম্পিক গেমসে খেলছেন তিনি।তবে তাঁর পারফরম্যান্স দেখে তা বোঝার উপায় থাকল না। আর্চারিতে দলগত বিভাগে ভারতীয় আর্চাররা হতাশ করার পরে ব্যক্তিগত বিভাগে ভজনের পারফরম্যান্সে কিছুটা হলে ও এল স্বস্তি। তবে এদিন ভজন জিতলেও হেরে গেলে পশ্চিমবঙ্গের মেয়ে অঙ্কিতা ভকত। তিনি হেরে ছিটকে গেলেন প্যারিস গেমস থেকে।
আরও পড়ু-বল হাতে চমক দেখানোর পর সেরা ফিল্ডারের পুরস্কার পেলেন রিঙ্কু! পদক পেয়ে কী বললেন নাইট তারকা?
ভজন কৌর তাঁর এই জয়ের ফলে জায়গা করে নিয়েছেন প্রি কোয়ার্টার ফাইনালে। ভজন কৌর এদিন মুখোমুখি হন পোল্যান্ডের উইওলেটা মিসজোরের। তাঁকে স্ট্রেট সেটে হারিয়েছেন তিনি। কার্যত ভজনের সামনে দাঁড়াতেই পারেননি তাঁর পোলিশ প্রতিপক্ষ। রাউন্ড অফ ১৬'র কোয়ালিফিকেশন রাউন্ডে ভজনের এই দুর্দান্ত পারফরম্যান্স নজর কেড়েছে সকলের। তাঁর স্কিল এবং ধারাবাহিকতা কোনটার সামনেই দাঁড়াতে পারেননি তাঁর পোলিশ প্রতিপক্ষ। ফলে ৬-০ ফলের একেবারে ক্লিন সুইপ করেছেন ভজন। তিন সেটেই তিনি ৩০ এর মধ্যে যাকে বলে 'নিয়ার পারফেক্ট ' অর্থাৎ প্রায় নির্ভুল স্কোর করেছেন। প্রথম সেটে তিনি ২৮, দ্বিতীয় সেটে ২৯ এবং তৃতীয় সেটে তিনি ফের ২৮ পয়েন্ট স্কোর করেছেন। প্রতিপক্ষের বিরুদ্ধে আধিপত্য রেখেই জয়ের মধ্যে দিয়ে তিনি পৌঁছে গিয়েছেন পরের রাউন্ডে।
আরও পড়ুন-টি২০ সিরিজ জিতেও ক্রেডিট নিতে চাইলেন না গম্ভীর! রিঙ্কুদের অনুরোধ সত্ত্বেও এড়ালেন লাইমলাইট
অন্যদিকে মিসজোর স্কোর করেছেন যথাক্রমে ২৩,২৬ এবং ২২। অর্থাৎ তিন সেটের কোনটিতেই তিনি সেইভাবে লড়াই দিতে পারেননি। প্রথম রাউন্ডে তিনি ইন্দোনেশিয়ার সিফা নুরাফিফাকে হারিয়েছিলেন। রাউন্ড অফ ৩২'র এলিমিনেশনে ৭-৩ ফলে জেতেন তিনি।এই ম্যাচে যদিও ভজনকে কঠিন লড়াই করতে হয়েছিল শুরুতেই।তবে সেই লড়াইটুকুও তাঁকে করতে হল না মিসজোরের বিরুদ্ধে। তবে ভজন জিতলে ও হেরে গেলেন অঙ্কিতা ভকত। নিজের ম্যাচে একটা সময়ে তিনি ৪-২ সেটে এগিয়ে ছিলেন। সেখান থেকে ম্যাচ জিততে তাঁর আর একটি সেট প্রয়োজন ছিল। কিন্তু এই জায়গা থেকে ও তিনি ম্যাচ জিততে ব্যর্থ হলেন। তাঁকে হারতে হল ৪-৬ ফলে। এই বিভাগে রাউন্ড অফ ১৬'র কোয়ালিফিকেশন বুধবার নামছেন ভারতের স্টার আর্চার দীপিকা কুমারি। তাঁর প্রতিপক্ষ পোল্যান্ডের রিনা পারনাত।
আরও পড়ুন-‘এত খারাপ ব্যাটিং মেনে নেওয়া যায় না!’ টি২০ সিরিজ হেরে ব্যাটারদের ওপর দায় চাপালেন হতাশ আসালঙ্কা!
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।