বাংলা নিউজ > ময়দান > অলিম্পিক্স > Paris Olympics- ভারতকে পথ দেখাচ্ছে হরিয়ানা! প্রতিবাদী ভিনেশ জিততেই পাশে দাঁড়িয়ে বড় বার্তা নীরজের..

Paris Olympics- ভারতকে পথ দেখাচ্ছে হরিয়ানা! প্রতিবাদী ভিনেশ জিততেই পাশে দাঁড়িয়ে বড় বার্তা নীরজের..

ভিনেশ ফোগত। ছবি- পিটিআই (PTI)

পঞ্চমুখ হন হরিয়ানার ভিনেশ ফোগতকে নিয়েও। নীরজ বলেন,‘এটা ভিনেশের থেকে অসাধারণ পারফরমেন্স দেখলাম, বিশেষ করে সুসাকির মতো প্রতিপক্ষকে হারানো। অনেক এফর্ট দিয়েছে এই ম্যাচে জেতার জন্য। তাঁর ওপর দিয়ে যা গেছে, তাতে আমি প্রার্থনা করব যাতে ও একটি পদক জিততে পারে। অনেক অনেক শুভেচ্ছা ভিনেশকে ’।

মহিলাদের কুস্তির ৫০ কেজি ফ্রিস্টাইল বিভাগের সেমিফাইনালে উঠেছেন ভারতের ভিনেশ ফোগত। আর এক ধাপ এগোতে পারলেই পদক জয়ের কাছাকাছি পৌঁছে যাবেন ফোগত। এর আগে দুবার অলিম্পিক্সে এলেও তাঁর স্বপ্ন পূরন হয়নি , কিন্তু এবারে অলিম্পিক্সে তাঁর ওপরই রয়েছে ভারতীয় কুস্তিগিরদের আশা। ২৯ বছর বয়সী ভিনেশ নিজের ইভেন্টে যথেষ্টই অভিজ্ঞ। তাই তাঁর থেকে পদক জয়ের আশায় রয়েছে সকলেই। আজ রাতেই রয়েছে তাঁর ইভেন্টের ম্যাচ, অর্থাৎ তিনি আজ জিতলেই ইতিহাসের সন্ধিক্ষণে চলে যাবেন। আর সেই মূহূর্তের আগে দাঁড়িয়েই ভিনেশকে নিয়ে বড় বার্তা দিলেন ভারতের স্বর্ণপদকজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। তিনি নিজেও এবারে জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে প্রবেশ করেছেন। 

আরও পড়ুন-'গম্ভীর একদমই অহংকারী নয়, ও জিততে ভালোবাসে, হেরে গেলে কাঁদত', বলছেন ছোটবেলার কোচ

এসিএল অর্থাৎ হাঁটুর চোটের জন্য গত এশিয়ান গেমসে খেলতে পারেননি। গতবছরের শুরু থেকেই সময়টা বেশ কঠিন গেছে ভিনেশ ফোগতের জন্য। কারণ যৌন কেলেঙ্কারিকাণ্ডে অভিযুক্ত বিজেপি নেতা ব্রিজভূষণ সরণ সিংয়ের বিরুদ্ধে তিনি প্রতিবাদের মুখ হয়ে উঠেছিলেন। সঙ্গে ছিলেন সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। ন্যায় পাওয়ার জন্য এই দরজা থেকে ওই দরজা ঘুরলেও তেমন লাভের লাভ কিছুই হয়নি। এরই মধ্যে ভিনেশ প্যারিস অলিম্পিক্সের সেমিফাইনালে ওঠায় হরিয়ানার ছেলে নীরজও তাঁকে নিয়ে বড় বার্তা দিলেন।

আরও পড়ুন-নিময় না জানা আম্পায়ার দিয়ে ম্যাচ পরিচালনা! খেসারত দিতে হল রোহিতদের, তুঙ্গে বিতর্ক

নীরজ চোপড়া এক সাক্ষাৎকারে নিজের ভালো পারফরমেন্সের পর প্রশংসায় পঞ্চমুখ হন হরিয়ানার ভিনেশ ফোগতকে নিয়েও। নীরজ বলেন, ‘এটা ভিনেশের থেকে অসাধারণ পারফরমেন্স দেখলাম, বিশেষ করে সুসাকির মতো প্রতিপক্ষকে হারানো। অনেক এফর্ট দিয়েছে এই ম্যাচে জেতার জন্য। তাঁর ওপর দিয়ে যা গেছে, তাতে আমি প্রার্থনা করব যাতে ও একটি পদক জিততে পারে। অনেক অনেক শুভেচ্ছা ভিনেশকে ’।

আরও পড়ুন-বিশ্বচ্যাম্পিয়নকে হারানোর পর এবার অষ্টম বাছাইকে পর্যদুস্ত করে কুস্তির সেমিতে ভিনেশ

২০১৬ সালের রিও অলিম্পিক্সে একটু জন্য পদক হাতছাড়া হয়েছিল ভিনেশ ফোগতের। ২০২০ টোকিও অলিম্পিক্সে কোয়ার্টার ফাইনালে হেরে ছিটকে গেছিলেন, এবার সেমিফাইনালে উঠে পদক জয়ের ব্যাপারে আশাবাদী ভিনেশ নিজেও। বিশেষ করে গত একবছর ধরে ভারতীয় কুস্তি সংস্থার অন্দরে হওয়ার বিভিন্ন ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করতে করতে তাঁর জেদ আরও বাড়িয়ে দিয়েছে বলেই মনে করছে ভিনেশ ফোগতের ঘনিষ্ঠমহল। সেটাই যেন আরও একবার স্পষ্ট করে দিলেন নীরজ, অর্থাৎ হরিয়ানার ক্রীড়াবিদরা যে এক্ষেত্রে সকলেই ভিনেশের পাশে রয়েছে এবং তাঁর প্রতিবাদকে সমর্থন করেছেন,সেটাই যেন ঘুরিয়ে বলতে চাইলেন তিনি। 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

আসুন, নিজেকে চিনুন! এখানে ক’টি ঘোড়া দেখতে পাচ্ছেন? উত্তরই বলে দেবে বুদ্ধির দৌড় 'দুর্গা' রাজনন্দিনীর পাশে 'মহাদেব' রোহন! অন্যান্য কোন চরিত্রে কাদের দেখা গেল? খলিস্তানির মামলার জের, মার্কিন আদালতে তলব ভারতীয় আধিকারিকদের, মুখ খুলল দিল্লি পরকীয়ার অভিযোগ তুলে মহিলাকে জুতোর মালা পরিয়ে ঘোরালেন মহিলারাই, গ্রেফতার ৫ 'মেয়ের খুনের কিছু আগেই...', সামনে এল CBI-কে লেখা চিকিৎসকের বাবার চিঠি সল্টলেকে পথচিত্রে দুর্গা দলিত হচ্ছেন মানুষের দ্বারা, পুজোর আগে বিতর্ক তুঙ্গে ১৫ দিনের এই শ্রাদ্ধ পক্ষে পিতৃদের প্রসন্ন করতে কী করবেন ব্যবসায়ীর থেকে ৯ কোটি তোলাবাজি, অপরহণের অভিযোগ! CID- র জালে TMC কাউন্সিলর Pakistan Women বনাম South Africa Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? একাধিক নিয়ম ভেঙে রেজিস্ট্রেশন বাতিল সন্দীপের! উঠছে গুরুতর সব অভিযোগ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.