ভারতের হয়ে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে পরপর দুই অলিম্পিক্সেই পদক জিতেছেন নীরজ চোপড়া। গতবার যেখানে শেষ করেছিলেন, এবার কোয়ালিফিকেশন রাউন্ডে সেখান থেকেই শুরু করেছিলেন নীরজ। প্রথম থ্রোতেই ফাইনালের যোগ্যতা অর্জন করে ফেলেছিলেন। ফাইনালের দিনটা হয়ত তাঁর ছিল না। চেনা ছন্দ দেখা যায়নি তাঁর। ক্রীড়াবিদদের জীবনে এমনটা হামেশাই হয়, যখন খারাপ দিন যায় একটা আধটা। তবে নীরজের ক্ষেত্রে ভালো বিষয় হল, নিজের ভালো দিনে সোনা জেতেন তিনি, আর খারাপ দিনেও নিয়ে আসেন রুপো। অর্থাৎ ধারাবাহিকতার কোন চূড়ান্ত সিমায় থাকলে এই পারফরমেন্স করা যায়, তাঁরই অকাট্য প্রমাণ হরিয়ানার এই জ্যাভলিন থ্রোয়ার। বৃহস্পতিবার জ্যাভলিন থ্রোতে রৌপ্য পদক পাওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ কেন্দ্রের মন্ত্রীরা।
আরও পড়ুন-ইউরোয় হারের ধাক্কা! বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত রোনাল্ডোর সতীর্থ পেপের!
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নীরজের অসাধারণ পারফরমেন্সের পর লেখেন, ‘প্যারিস অলিম্পিক্সে রৌপ্য পদক পাওয়ার জন্য মন থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই নীরজ চোপড়াকে। ইতিহাস তৈরি করেছে। ও প্রথম ভারতীয় অ্যাথলিট যে পরপর দুটি অলিম্পিক্সে সোনা এনং রৌপ্য পদক পেয়েছে, ভারত ওর জন্য গর্বিত ’।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘নিজের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রমাণ করল নীরজ চোপড়া। ভারতের কাছে গর্বের ব্যাপার, যে আবারও ও পদক নিয়ে ফিরছে, সময়ের সঙ্গে সঙ্গে বারবার নিজের দক্ষতা প্রমাণ করছে নীরজ। ওকে অনেক অনেক শুভেচ্ছা। ওর এই পারফরমেন্স আগামী দিনে যুব প্রজন্মকে আরও উদ্বুদ্ধ করবে ভালো পারফরমেন্স করতে এবং দেশকে গর্বিত করতে ’।
আরও পড়ুন-‘ভারতে মাঠ ছোট, উইকেট ব্যাটিং সহায়ক!’ ওডিআই সিরিজ জিতেই রোহিতদের খোঁচা থিকসানার…
দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘অনবদ্য নীরজ আরও একবার দেশকে গর্বিত করল। ওয়েল ডান। অনেক শুভেচ্ছা প্যারিস অলিম্পিক্সে রৌপ্য পদক জয়ের জন্য। ভারতীয় ক্রীড়াক্ষেত্রে ইতিহাসে অসাধারণ পারফরমেন্সের সৌজন্যে আমাদের দেশের পতাকার সৌন্দর্য আরও রাঙিয়ে তুলেছো তুমি। গোটা দেশ তোমার পারফরমেন্সে উচ্ছসিত এবং গর্বিত ’।
আরও পড়ুন-ফিক্সিংয়ের প্রস্তাব চেপে গেছিলেন! লঙ্কান ক্রিকেটারের জবাব তলব আইসিসির!
কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, নীতীন গড়কড়িরাও নীরজকে শুভেচ্ছা জানান এই পারফরমেন্সে। পাকিস্তানের আর্শাদ নাদিম ৯২.৪৭ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করে প্রথম স্থান অর্জন করেন। গতবার এই ইভেন্টে সোনা জেতা নীরজ এবার থ্রো করেন ৮৯.৪৫ মিটার দূরত্বে। সেই সুবাদেই রৌপ্য পদক পান তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।