‘অঘটনের অঘটন’- শেষ ১৫ সেকেন্ডের ম্যাজিকে টোকিয়ো অলিম্পিক্সের সোনাজয়ী এবং চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জাপানের ইউই সুসাকিকে হারিয়ে দিলেন ভিনেশ ফোগট। মঙ্গলবার মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল বিভাগের 'রাউন্ড অফ ১৬'-র ম্যাচে যখন নামেন ভিনেশ, তখন অতি বড় সমর্থকও ভাবতে পারেননি যে জাপানের তারকাকে হারিয়ে দেবেন ভারতীয় কুস্তিগির। কিন্তু সেটাই হয়। ০-২ পিছিয়ে ছিলেন। শেষ ১৫ সেকেন্ডের ম্যাজিকে অলিম্পিক্সের শুরুতেই অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেন ভিনেশ। তারপর কেঁদে ফেলেন। আর হতবাক হয়ে ম্যাটে বসে থাকেন জাপানের তারকা কুস্তিগির।
সুসাকি শুধু অলিম্পিক্স চ্যাম্পিয়ন বললে মোটেও ঠিক হবে না
তবে সুসাকি শুধু টোকিয়োয় সোনা জিতেছিলেন বললেই তাঁর আধিপত্য বোঝা যাবে না। ২০২০ সালের টোকিয়ো অলিম্পিক্সে যখন তিনি সোনা জিতেছিলেন, তখন একটি ম্যাচেও পয়েন্ট হারাননি। 'টেকনিকাল সুপিয়োরিওরিটি'-র কারণে প্রতিটি ম্যাচেই জিতেছিলেন। আর এবারও তাঁকে সোনা জয়ের জন্য ফেভারিট ধরা হচ্ছিল। আর তাতে কারও বিন্দুমাত্র সন্দেহ ছিল না। কারণ প্রায় পাঁচ বছর কোনও ম্যাচ হারেননি।
'ডিফেন্সিভ' কৌশল নিয়ে নামেন ভিনেশ
আর সেই সুসাকির বিরুদ্ধে 'ডিফেন্সিভ' কৌশল নিয়ে নামেন ভিনেশ। তাঁর কৌশল স্পষ্ট ছিল, সুসাকি যেভাবে পয়েন্ট ছিনিয়ে নেন, সেরকম করতে দেওয়া যাবে না। তাতে 'প্যাসিভিটি' পয়েন্ট গেলে যাবে। সেই কৌশলে সফলও হন ভিনেশ। নিজে আক্রমণে যাচ্ছিলেন না। বরং ডিফেন্স শক্ত রাখছিলেন।
তারইমধ্যে ৩০ সেকেন্ডের আশপাশে 'প্যাসিভিটি' পয়েন্ট পান সুসাকি। ০-১ পিছিয়ে থেকেই প্রথম পিরিয়ড শেষ করেন ভিনেশ। তারপর আরও একটি 'প্যাসিভিটি' পয়েন্ট পান জাপানের তারকা। ফলে ১৫-২০ সেকেন্ড বাকি থাকতে ০-২ পয়েন্টে পিছিয়ে থাকেন ভিনেশ। আর যেহেতু ফারাকটা বেশি ছিল না, তাই ওই ১৫ সেকেন্ডই ভিনেশের জন্য যথেষ্ট ছিল।
ওস্তাদের মার শেষ রাতের মতো শেষমুহূর্তে আক্রমণে যান ভারতীয় তারকা। তাতেই বাজিমাত করে ফেলেন। ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান ভিনেশ। যিনি আগের দুটি অলিম্পিক্সে পদক জিততে পারেননি। প্যারিসে প্রথম ম্যাচেই তিনি যা করলেন, তারপরে কোনও পদক না পেলে হৃদয় ভেঙে যাবে।
কেঁদে ফেলেন ভিনেশ
সেই অবিশ্বাস্য জয়ের পরে কেঁদে ফেলেন ভিনেশ। ২০১৬ সালের রিও অলিম্পিক্স ও ২০২০ সালের টোকিয়ো অলিম্পিক্সে তাঁকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং গত দু'বছর ম্যাটের বাইরে তাঁকে যে অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে, তাতে নিজের আবেগকে সামলে রাখতে পারেননি ভারতীয় কুস্তিগির।
আরও পড়ুন: প্রকাশের বক্তব্যে বিতর্কের ঝড়! ঘি ঢাললেন অশ্বিনী…বললেন,ক্রেডিট না নিয়ে দায় নিন!
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।