বাংলা নিউজ > ময়দান > অলিম্পিক্স > পিরিয়ডের তৃতীয় দিন ছিল, কিছুটা দুর্বল ছিলাম- পদক হাতছাড়া হওয়ার পর বললেন মীরাবাঈ চানু

পিরিয়ডের তৃতীয় দিন ছিল, কিছুটা দুর্বল ছিলাম- পদক হাতছাড়া হওয়ার পর বললেন মীরাবাঈ চানু

পদক হাতছাড়া হওয়ার কারণ জানালেন মীরাবাঈ চানু (ছবি-REUTERS)

মীরাবাঈ চানু নিজের ইভেন্টের পরে মিশ্র অঞ্চলে এসে বলেছিলেন, ‘আমার পিরিয়ডের তৃতীয় দিন ছিল, আমিও কিছুটা দুর্বল ছিলাম। এটা আমার খেলায় পার্থক্য এনে দিয়েছে, আমি আমার সেরাটা দিয়েছি, এটা আমার দিন ছিল না।’

নিজের দ্বিতীয় অলিম্পিক্স পদক জয়ের খুব কাছাকাছি পৌঁছেও পদক হাতছাড়া করেছেন মীরাবাঈ চানু। ফাইনাল পর্যন্ত গিয়েও শেষ পর্যন্ত তার চূড়ান্ত প্রচেষ্টায় ব্যর্থ হন তিনি। মীরাবাঈ চানু স্বপ্নটি তার হাতের কাছে এসেও ছিটকে যায়। বুধবার প্যারিস অলিম্পিক্স ২০২৪-এ মহিলাদের ৪৯ কেজি ইভেন্টে তিনি চতুর্থ স্থান অর্জন করেন। ৩০ বছরে পা দেওয়া মীরাবাঈ চানু মোট ১৯৯ কেজি (৮৮ কেজি+১১১ কেজি) উত্তোলন করেছেন। 

টোকিও অলিম্পিক্সে রুপোর পদকের জন্য তাঁর মোট (২০২ কেজি) থেকে ৩ কেজি কম ছিল প্যারিসে। রেভস্পোর্টস-এর খবর অনুযায়ী, মীরাবাঈ চানু তার ইভেন্টের পরে মিশ্র অঞ্চলে বলেছিলেন, ‘আমার পিরিয়ডের তৃতীয় দিন ছিল, আমিও কিছুটা দুর্বল ছিলাম। এটা আমার খেলায় পার্থক্য এনে দিয়েছে, আমি আমার সেরাটা দিয়েছি, এটা আমার দিন ছিল না।’

আরও পড়ুন… PAK vs BAN Test Series: কাটা হল শাহিন আফ্রিদির ডানা! দল থাকলেও টেস্টের সহ-অধিনায়ক হলেন সউদ শাকিল

মীরাবাঈ চানু স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক জুড়ে ছয়টি প্রচেষ্টার মধ্যে কেবল তিনটিতে সফল হন তিনি এবং ক্লিন অ্যান্ড জার্ক সেকশনে তার মাত্র একটি সফল লিফট ছিল। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন স্ন্যাচ ইভেন্টের পরে চূড়ান্ত ক্লিন অ্যান্ড জার্ক প্রচেষ্টায় ১১৪ কেজি উত্তোলন করতে ব্যর্থ হওয়ায় তাকে চড়া মূল্য দিতে হয়। তিনি সফল হলে ব্রোঞ্জ পদক নিশ্চিত ছিল।

এরপর মীরাবাঈ চানু সাংবাদিকদের বলেন, ‘আমি পারফরম্যান্সে খুশি কারণ পুনরুদ্ধারের জন্য খুব কম সময় থাকা সত্ত্বেও আমি এটি করতে পেরেছি, আমি অনুশীলনে ৮৫ কেজি তুলেছি এবং প্রতিযোগিতায় সেটাই করেছি। ক্লিন অ্যান্ড জার্ক নিয়েও আত্মবিশ্বাসী ছিলাম। এটি আমার পিরিয়ডের তৃতীয় দিন ছিল এবং এটিও আপনাকে কিছুটা প্রভাবিত করে।’ মীরাবাঈ বলেন যে কৌশলটি তার কোচ তৈরি করেন এবং তিনি কেবল পরিকল্পনাটি অনুসরণ করছিলেন। তিনি হাসতে হাসতে বলেন, ‘কোচ যা বলেছেন, আমি তাই করেছি। এটা নিয়তির হাতে যে আমি পদক পাইনি, আমি আমার সেরাটা দিয়েছি।’

আরও পড়ুন… Footballers Transfer News: হাবাসের হাত ধরে ইন্টার কাশীর পথে মোহনবাগানের জনি কাউকো! ISL নয় এবার খেলবেন আইলিগে

মীরাবাই এরপরে বলেন, ‘আমি আমার পারফরম্যান্সে খুশি কারণ ইনজুরি থেকে সেরে ওঠার জন্য আমার কাছে খুব কম সময় ছিল।' ক্লিন অ্যান্ড জার্কেও ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। সবকিছু ঠিকঠাক চলছিল এবং আমি কোচ যা বলেছি তা অনুসরণ করেছি। আজ ভাগ্য আমার সঙ্গে ছিল না যে আমি পদক জিততে পারিনি কিন্তু আমি আমার সেরাটা দিয়েছি।’

কেমন ছিল মীরাবাই চানুর পারফরমেন্স?

মীরাবাই চানু, যিনি নিতম্বের চোট থেকে সেরে ওঠার পর প্রত্যাবর্তন করছিলেন, তার প্রথম প্রচেষ্টায় সহজেই ৮৫ কেজি তুলে নেন এবং দ্বিতীয় প্রচেষ্টায় ৮৮ কেজি তুলতে ব্যর্থ হন। কিন্তু তৃতীয় প্রচেষ্টায় তিনি ৮৮ কেজি ওজন তুলে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে পারফরম্যান্সের সমান করেন। মীরাবাই তার ক্লিন অ্যান্ড জার্কের প্রথম প্রচেষ্টায় ১১১ ওজন তুলতে ব্যর্থ হন। কিন্তু দ্বিতীয় প্রচেষ্টায় তিনি সফল হন। কিন্তু তৃতীয় ও শেষ চেষ্টায় তিনি ১১৪ কেজি ওজন তুলতে পারেননি।

আরও পড়ুন… Cocaine Controversy: কোকেন কিনতে গিয়ে প্যারিসে গ্রেফতার অস্ট্রেলিয়ার হকি দলের খেলোয়াড় টম ক্রেগ

গতকাল চিনের হাউ ঝিহুই ২০৬ কেজি (৮৯ কেজি+১১৭ কেজি) প্রচেষ্টায় সফলভাবে তার শিরোপা রক্ষা করে ক্লিন অ্যান্ড জার্ক অলিম্পিক রেকর্ড ভেঙেছেন। এছাড়া রোমানিয়ার মিহায়েলা কাম্বেই মোট ২০৫ কেজি (৯৩ কেজি+১১২ কেজি) নিয়ে রুপো জিতেছেন এবং সুরোদচানা খাম্বাও ২০০ কেজি (৮৮ কেজি+১১২ কেজি) প্রচেষ্টার জন্য ব্রোঞ্জ জিতেছেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

আগামিকাল চন্দ্রগ্রহণের দিনটি কেমন কাটবে? লাকি কারা! রইল ১৮ সেপ্টেম্বরের রাশিফল ৫-০ ব্যবধানে জিতব, দু'বার হেরেও লজ্জা নেই লিয়নের অঝোরে কাঁদছেন অরিজিতের মহিলা ভক্ত! মঞ্চ থেকে কী এমন করলেন গায়ক? ভাইরাল ভিডিয়ো পুজোয় একটু নিরিবিলি দরকার? নাগালের মধ্যেই খুলছে নতুন ট্রেকিং রুট ধর্ষণ নাকি গণধর্ষণ? RG কর কাণ্ড নিয়ে আদালতে মুখ খুলল CBI, ‘যা প্রমাণ মিলেছে…’ বিচারপতির 'কন্ট্রাকচুয়াল কর্মী' কথার সঙ্গে সঞ্জয় রায়কে জুড়ে কী ইঙ্গিত দেবাংশুর? টালা থানার ওসিকে সিবিআইয়ের গ্রেফতার কি ত্রুটিপূর্ণ? কলকাতা পুলিশের অন্দরে চর্চা আদরের বুঁচকি আর নেই, মন খারাপ করে কী লিখলেন ঋতাভরী? ৯ বছর একসঙ্গে পথ চলার ইতি, চক্রবর্তী বাড়িতে শোকের আবহ, মন খারাপের পোস্ট ঋতাভরী জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থল যেন অন্নপূর্ণার ভাণ্ডার, এত খাবার পাঠাচ্ছেন কারা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.