'এটা খেলার অংশ'- অলিম্পিক্সে স্বপ্নভঙ্গের পরে ভিনেশ ফোগট এমনই মন্তব্য করেছেন বলে দাবি করলেন বীরেন্দর দাহিয়া। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ভিনেশকে প্যারিস অলিম্পিক্স থেকে বহিষ্কার করে দেওয়ার পরে ভারতীয় কুস্তিগিরের সঙ্গে দেখা করেন মহিলাদের জাতীয় কোচ বীরেন্দর এবং মনজিৎ রানি। ভিনেশের সঙ্গে সাক্ষাতের বীরেন্দর বলেন, '(ভিনেশকে বহিষ্কার করার খবরে) কুস্তিগিররা হতবাক হয়ে গিয়েছে। এই খবরটা সামনে আসার পরে মেয়েরা হতাশ হয়ে পড়ে। ধাক্কা খায় মনোবল। আমরা ভিনেশের সঙ্গে দেখা করি। ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। ও খুব সাহসী মেয়ে। ও বলে যে ভাগ্যটা খারাপ ছিল যে আমরা পদক পাইনি। কিন্তু খেলার অংশ।'
কেন রুপো থেকে বঞ্চিত হবেন ভিনেশ?
ভিনেশ সেই কথা বললেও অনেকেই নিয়ম নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের বক্তব্য, প্রথম দিন এবং দ্বিতীয় দিনের ওজন মাপার যে বিষয় আছে, যে সময় ওজন মাপতে হয়, সেইসব নিয়মের যুক্তি না হয় মেনে নেওয়া গেল। কিন্তু কেউ প্রথম দিন নির্দিষ্টসীমার মধ্যে থাকেন এবং জিতে এসে ফাইনালের সকালে নির্দিষ্টসীমা পূরণ করতে না পারেন, তাহলে কেন তাঁকে পুরো টুর্নামেন্ট থেকে বহিষ্কার করে দেওয়া হবে?
ওই মহলের বক্তব্য, মঙ্গলবার তো ভিনেশের ওজন নিয়ে কোনও সমস্যা ছিল না। সমস্যা হয়েছে বুধবার। যা স্বীকার করে নিয়েছে আন্তর্জাতিক কুস্তি সংস্থাও। সেক্ষেত্রে তিনি মঙ্গলবার যে তিনটি ম্যাচ জিতেছিলেন, সেটা তো বৈধভাবেই জিতেছিলেন। সেটার জন্য তাঁকে বঞ্চনার মুখে পড়তে হবে? ভিনেশের রুপো প্রাপ্য বলে দাবি করেছে ওই মহল।
ক্লিনিক থেকে ছাড়া পেয়েছেন ভিনেশ
সেইসবের মধ্যেই প্যারিস অলিম্পিক্সের গেমস ভিলেজের পলিক্লিনিকে ভরতি করা হয়েছিল ভিনেশকে। তাঁর রক্তপরীক্ষা করা হয়। দেওয়া হয় ফ্লুইড। ঘণ্টাচারেক আগে তাঁকে পলিক্লিনিক থেকে ছেড়ে দেওয়া হয়েছে। নিজের রুমে ফিরে এসেছেন ভিনেশ।
ভিনেশের ঘটনার পরে মানসিকভাবে ধাক্কা খান অন্তিম?
আর ভিনেশের খবর সামনে আসার কিছুক্ষণ পরেই মহিলাদের ৫৩ কেজি ফ্রিস্টাইলে স্রেফ লড়াই করতে পারেননি অন্তিম পাঙ্ঘাল। ভিনেশের ঘটনায় তাঁর মানসিকতা ধাক্কা খেয়েছিল কিনা, তা নিয়ে কিছু জানাননি ভারতীয় মহিলা কুস্তি দলের কোচ বীরেন্দর। তিনি বলেন, ‘ও নিজের খেলাটাই খেলতে পারেনি। ওকে দেখে মনে হচ্ছিল না যে ও নিজের ছন্দে আছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।