ভারতকে পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছেন অসমের কন্যা লভলিনা বরগোঁহাই। গতবার টোকিও অলিম্পিক্সে পদক জিতেছিলেন ভারতের এই তারকা বক্সার। এবারও পদক জয়ের কাছাকাছি দাঁড়িয়ে লভলিনা। টোকিও অলিম্পিক্স যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু করলেন প্যারিস অলিম্পিক্সে। তাঁর পারফরমেন্স ইতিমধ্যেই নজর কেড়েছে সকলের। রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে বুধবার লভলিনা কোর্টে নেমেছিলেন নরওয়ের প্রতিপক্ষ সুনিভা হফস্টাডের বিপক্ষে। সেই ম্যাচে তাঁকে দাঁড়াতেই দিলেন না ভারতের এই বক্সার। ৭৫ কেজি মহিলাদের বিভাগে সহজ জয় তুলে নিলেন লভলিনা। আর এক ধাপ এগোতে পারলেই ভারতকে পদক এনে দেবেন তিনি, সেই সঙ্গে নিজেও দুটি অলিম্পিক্স পদক জয়ের এলিট লিস্টে সিন্ধু, মনু ভাকেরদের সঙ্গে নাম তুলে ফেলতে পারবেন অসমের ২৭ বছর বয়সী এই বক্সার।
গতবার টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন লভলিনা। মেরি কমের দ্বারা অনুপ্রাণিত মহিলা বক্সারদের অনেকেই। লভলিনাও গত তিন বছরে অনদ্য পরিশ্রম করেছেন নিজের পারফরমেন্স আরও বাড়ানোর জন্য। শক্তির পাশাপাশি উচ্চতাও একটা বড় ফ্যক্টর তাঁর জন্য। সেটা কাজে লাগিয়েই বুধবার নরওয়ের প্রতিদ্বন্দী সুনিভাকে কার্যত উড়িয়ে দিলেন তিনি। প্রথম রাউন্ডের শুরু থেকেই ২০২২ সালের যুব চ্যাম্পিয়ন সুনিভা পরপর পাঞ্চ করতে থাকেন লভলিনার ওপর। আগ্রাসী খেলার সামনে কয়েক মূহূর্তে অপেক্ষা করেই সুনিভার মুখে যায় লভলিনার পাঞ্চ। এক্ষেত্রে অভিজ্ঞতা কাজে লাগিয়েই প্রথম রাউন্ডে এগিয়ে যান লভলিনা। লিড নেন ৫-০ ফলে।
দ্বিতীয় রাউন্ডে আর এক মূহূর্তের জন্যেও হফস্টাডকে সুযোগ দেননি লভলিনা। পরপর মুখ লক্ষ্য করে পাঞ্চ করতে থাকেন তিনি, লেগেও যায় কয়েকটা, তাতেই কার্যত হতচকিত হয়ে পড়েন নরওয়ের মহিলা বক্সার। তৃতীয় রাউন্ডে মরিয়া হয়ে লভলিনার মাথায় কয়েকটি পাঞ্চ করেন সুনিভা। পাল্টা লভলিনা ডিফেন্ড করতে থাকেন, হঠাৎ করেই শেষ লগ্নে সরাসরি একটি পাঞ্চ করেন সুনিভার মুখে।এরপরই খেলার সমাপ্তি ঘটে। পাঁচজন জাজই লভলিনার পক্ষে নিজেদের পয়েন্ট দেন। ফলে ৫-০ ফল নিয়েই কোর্ট ছাড়েন লভলিনা। ম্যাচে সুনিভা যথেষ্ট আগ্রাসী খেলা দেখালেও, মাথা ঠান্ডা রেখে ঠিক সময়ের অপেক্ষা করতে দেখা যায় লভলিনাকে। গতবার টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয় যে তাঁর অভিজ্ঞতা অনেকটাই বাড়িয়ে দিয়েছে সেটা বোঝা যায় লভলিনার এদিনের খেলা থেকে। আর একটা ম্যাচে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে জিততে পারলেই দেশের হয়ে পদক নিশ্চিত করে ফেলবেন লভলিনা ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।