প্যারিস অলিম্পিক্সে পদক হাতছাড়া হল লভলিনা বরগোঁহাইয়ের। বক্সিংয়ের ৭৫ কেজি ক্যাটেগরির কোয়ার্টার ফাইনালে জোরদার লড়াইয়ের পরে চিনা বক্সার লি কিয়ানের বিরুদ্ধে হেরে গেলেন ভারতীয় তারকা। তবে প্রথম বাছাইয়ের বিরুদ্ধে তিনি যে দাঁড়াতে পারেননি, তা নয়। বরং বেশ লড়াই করেন। বিশেষত প্রথম দুটি রাউন্ডে ভালো টক্কর দেন। কিন্তু তাতেও লি বুঝিয়ে দেন যে কেন তিনি বিশ্বের অন্যতম সেরা বক্সার। আর তৃতীয় রাউন্ডে তো সেটা পুরোপুরি স্পষ্ট হয়ে যায়। আর লভলিনার সেই হারের ফলে কোনও পদক ছাড়াই প্যারিস থেকে ফিরতে চলেছে ভারতের বক্সিং টিম।
কোয়ার্টারের প্রথম রাউন্ড
১) প্রথম জাজ: ৯ (প্রতিপক্ষ ১০)।
২) দ্বিতীয় জাজ: ৯ (প্রতিপক্ষ ১০)।
৩) তৃতীয় জাজ: ১০ (প্রতিপক্ষ ৯)।
৪) চতুর্থ জাজ: ১০ (প্রতিপক্ষ ৯)।
৫) পঞ্চম জাজ: ৯ (প্রতিপক্ষ ১০)।
কোয়ার্টারের দ্বিতীয় রাউন্ড
১) প্রথম জাজ: ১০ (প্রতিপক্ষ ৯)।
২) দ্বিতীয় জাজ: ১০ (প্রতিপক্ষ ৯)।
৩) তৃতীয় জাজ: ৯ (প্রতিপক্ষ ১০)।
৪) চতুর্থ জাজ: ৯ (প্রতিপক্ষ ১০)।
৫) পঞ্চম জাজ: ৯ (প্রতিপক্ষ ১০)।
কোয়ার্টারের তৃতীয় রাউন্ড
১) প্রথম জাজ: ১০ (প্রতিপক্ষ ৯)।
২) দ্বিতীয় জাজ: ১০ (প্রতিপক্ষ ৯)।
৩) তৃতীয় জাজ: ১০ (প্রতিপক্ষ ৯)।
৪) চতুর্থ জাজ: ৯ (প্রতিপক্ষ ১০)।
৫) পঞ্চম জাজ: ৯ (প্রতিপক্ষ ১০)।
লভলিনা বরগোঁহাইয়ের ইতিবৃত্ত
১) ১৯৯৭ সালের ২ অক্টোবর অসমের গোঘাটে জন্মগ্রহণ করেন লভলিনা। ছোটবেলায় দারিদ্র্যের জ্বালা সইতে হয়েছে তাঁকে। দিদি লিচা এবং লিমাকে দেখে একধরনের কিক বক্সিং শুরু করেছিলেন। পরবর্তীতে সাইয়ের ট্রায়ালের সময় ভারতের বক্সিং কোচ পাদুম বোড়োর সঙ্গে তাঁর সঙ্গে দেখা হয়েছিল। তারপরই বক্সিংয়ের দিকে ঝুঁকেছিলেন।
২) ২০১২ সালে গুয়াহাটির নেতাজি সুভাষ রিজিওনাল সেন্টারে বক্সিংয়ের প্রশিক্ষণ শুরু করেছিলেন। সেই বছরই জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। আর ২০১৩ সালে সার্বিয়ায় নেশনস উইমেন্স জুনিয়র কাপে রুপো পেয়েছিলেন।
৩) ২০১৭ সালে প্রথম বড় আন্তর্জাতিক মেডেল জিতেছিলেন লভলিনা। ২০১৭ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়েছিলেন।
৪) ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে কোয়ার্টার ফাইনালে ছিটকে গেলেও বছরের শেষে নয়াদিল্লিতে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ওয়েল্টার ওয়েট ডিভিশনে ব্রোঞ্জ পেয়েছিলেন।
৫) ২০২০ সালের টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন লভলিনা। তবে তিনি যে ৬৯ কেজি ক্যাটেগরিতে ব্রোঞ্জ জিতেছিলেন, সেই ক্যাটেগরি এখন আর নেই।
ভারতীয়দের মধ্যে অলিম্পিক্সে জোড়া পদক জয়
১) সুশীল কুমার: ২০০৮ সাল (ব্রোঞ্জ) এবং ২০১২ সাল (রুপো)
২) পিভি সিন্ধু: ২০১৬ সাল (রুপো) এবং ২০২০ সাল (ব্রোঞ্জ)।
৩) মনু ভাকের: ২০২৪ সাল (ব্রোঞ্জ, ব্রোঞ্জ)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।