মাত্র ১০০ গ্রাম অতিরিক্ত ওজনের কারণে প্যারিস অলিম্পিক্স থেকে অযোগ্য হওয়ার সেই চাপটা নিতে পারেননি ভিনেশ ফোগট। বৃহস্পতিবার সকালে তিনি অবসর ঘোষণা করে দেন। প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসাবে ফাইনালে উঠে ইতিহাস লিখেছিলেন ভিনেশ। কিন্তু তার পরেই এক ঝটকায় সব স্বপ্ন ভেঙে গুঁড়িয়ে যায়। শুধু মাত্র ১০০ গ্রাম বাড়তি ওজনের জন্য। আর স্বপ্ন ভঙ্গ হওয়ার পর অবসাদের জেরেই কুস্তি থেকে অবসর নিয়ে ফেলেন ভিনেশ।
কিন্তু ভিনেশের অবসরের এই সিদ্ধান্ত মানতে পারছেন না তাঁর পরিবারের কোনও সদস্যই। ভিনেশের জেঠা তথা ভারতীয় কুস্তির কিংবদন্তি মহাবীর ফোগট তো পরিষ্কার বলে দিয়েছেন, ভিনেশ দেশে ফেরার পর তাঁকে বোঝাবেন। যাতে তিনি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ভিনেশকে রাজি করাতে পারেন। যদিও বিনেশের বর্তমান মনের অবস্থা বেশ ভালো ভাবেই উপলব্ধি করছেন মহাবীর। তাই তাড়াহুড়ো না করে ভিনেশ বাড়ি ফেরার পরেই তাঁর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন মহাবীর ফোগট।
আরও পড়ুন: ভিনেশের সাপোর্ট স্টাফদের বিরুদ্ধে শুরু করা হবে তদন্ত, দাবি কুস্তি ফেডারেশনের সভাপতির
তিনি বলেছেন, ‘ও খবরটি খুব ভোরে জানিয়েছিল। ৫টা নাগাদ হবে। এত কাছে এসেও পদক হারানোর পরে, ওর মানসিক অবস্থার কারণে এই ঘোষণা ও করতেই পারে। এবার অলিম্পিক্সে সোনা আনতে চলেছিল ও। কিন্তু অযোগ্য হয়ে গেল। এই ধরনের বিপত্তির পরে আঘাত পাওয়াটাই তো স্বাভাবিক। আর তাই এই ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। একবার ও দেশে ফিরুক, আমরা ২০২৮ সালের অলিম্পিক্সে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে ওর সাথে কথা বলার চেষ্টা করব।’
তিনি আরও যোগ করেছেন, ‘এটি ছিল ওর তৃতীয় অলিম্পিক্স এবং পদক জয়ের কাছে পৌঁছেও, তা না হওয়ার ওর হৃদয় ভেঙে গিয়েছে। এতে যে কোনও ক্রীড়াবিদ মন ভেঙে যাওয়া, ক্ষুব্ধ হওয়া স্বাভাবিক ঘটনা। যখন ও ফিরে আসবে, আমরা সবাই, আমি, বজরং পুনিয়া এবং অন্যরা ওকে আগামী ২০২৮ অলিম্পিক্সের জন্য অনুপ্রাণিত করব। ২০১৬ সালে চোটের কারণে, এবং ২০২০ ও ২০২৪ সালে ফেডারেশন এবং ব্রিজ ভূষণের বিরুদ্ধে প্রতিবাদের কারণে অলিম্পিক্সে জিততে পারল না।’
আরও পড়ুন: ভিনেশেরও দোষ রয়েছে… তারকা কুস্তিগীরকে কাঠগড়ায় তুললেন লন্ডন অলিম্পিক্সে পদকজয়ী সাইনা
হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি ঘোষণা করেছেন যে, ভিনেশ ফোগট অযোগ্য হওয়া সত্ত্বেও, অলিম্পিক্সে রুপোর পদক বিজয়ীর মতোই একই সম্মান এবং পুরষ্কার পাবেন। এই বিষয়ে মহাবীর এএনআই-কে বলেছেন, ‘এটি মুখ্যমন্ত্রীর একটি ভালো উদ্যোগ। ও যে রুপোর পদক নিশ্চিত করেছিল, সেটা তিনি স্বীকার করেছেন। এটি একটি ভালো পদক্ষেপ এবং আমি এটিকে সমর্থন করি। আমি হরিয়ানা সরকারকে ধন্যবাদ জানাই, এটি অন্য ক্রীড়াবিদদের উৎসাহিত করবে যদি এমন কিছু ঘটে থাকে।’
বৃহস্পতিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি বার্তায় ভিনেশের প্রতি সমর্থন জানিয়ে বলেন, ‘রাজ্য সরকার অলিম্পিক্সে রুপোর পদক যারা পায়, তাদের যে সম্মান, পুরষ্কার এবং সুযোগ-সুবিধা দেয়, তা ভিনেশ ফোগটকেও কৃতজ্ঞতার সঙ্গে দেওয়া হবে। আমাদের হরিয়ানার সাহসী কন্যা, ভিনেশ ফোগট, দুর্দান্ত পারফর্ম করেছে এবং অলিম্পিক্সের ফাইনালে প্রবেশ করেছিল। কিছু কারণে ও অলিম্পিক্সের ফাইনাল খেলতে পারেনি। তবে ও আমাদের জন্য চ্যাম্পিয়ন হয়েছে।’
এখন ফোগট পরিবারের আশা হল, ভিনেশকে ২০২৮ সালের অলিম্পিক্সের জন্য ফের লড়াইয়ে রাজি করানো। এবং ভিনেশের থেকে আরও বড় সাফল্য অর্জনের সম্ভাবনায় তারা বিশ্বাসী।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।