অলিম্পিক্সের রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছে ইতিহাস গড়েছেন ভারতের মনিকা বাত্রা। প্রথম ভারতীয় প্যাডলার হিসেবে অলিম্পিক্সের শেষ ষোলোয় পৌঁছেছেন এই তারকা শাটলার। বিশ্বের ২৮ নম্বর বাছাই মনিকা ফ্রান্সের প্রতিপক্ষকে হারিয়ে নজির গড়েন। গত কয়েক বছর ধরেই ভারতের সেরা প্যাডলার হিসেবে উঠে এসেছিলেন তিনি। এবারের অলিম্পিক্সে ভারতীয়দের মধ্যে টেবিল টেনিসে অন্যতম সম্ভাবনাময় প্রতিযোগির নামই মনিকা বাত্রা। তিনি নিজের নামের প্রতি সুবিচার করেছেন এবারের অলিম্পিক গেমসে।
আরও পড়ুন-পরের বছরেও ভারতে বড় টুর্নামেন্ট! ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে না গেলে, আসবে তো পাকিস্তান?
বিশ্বের ১৮ নম্বর বাছাই, ফ্রান্সের পাভাদেকে হারিয়ে নজর কাড়েন তিনি। কারণ ক্রমতালিকায় অনেক ওপরের দিকে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে পরিস্কার ৪-০ ফলে ম্যাচ জিতে নেন মনিকা। খেলার ফল ছিল ১১-৯, ১১-৬, ১১-৯ এবং ১১-৭। অর্থাৎ খেলার ফল দেখেই বোঝা যাচ্ছে কোনও গেমেই তাঁর প্রতিপক্ষকে সেভাবে দাঁড়াতেই দেননি তিনি। এমন আক্রমনাত্মক মেজাজেই পরের রাউন্ডে গেছেন ভারতীয় প্যাডলার।
আরও পড়ুন-ওডিআই সিরিজ খেলতে শ্রীলঙ্কা পৌঁছলেন হিটম্যান! কথা বললেন লঙ্কান তারকার সঙ্গে…
ম্যাচ জয়ের পর মনিকা বাত্রা বলছেন, ‘আমি স্রেফ রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচের দিকেই মনোনিবেশ করছি না। আমার টার্গেট হচ্ছে প্রত্যেকটা ম্যাচে নিজের সেরাটা দেওয়া এবং জয় তুলে নেওয়া। অলিম্পিক্সের শেষ ষোলোয় যেতে পেরে সত্যি খুব খুশি আমি। এখন আমি যার বিরুদ্ধেই খেলি না কেন, নিজের একশো শতাংশ দেওয়ারই চেষ্টা করব। এবারই প্রথম আমরা দলগত এবং ব্যক্তিগত দুই ইভেন্টেই খেলার যোগ্যতা অর্জন করি। তাই এটা ভারতের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে এদেশে টেবিল টেনিসের উন্নতি হচ্ছে, সেটা আমাও বেশ ভালো লাগছে। আমি এখন শুধুই দেশের জন্য একশো শতাংশ দেওয়ার কথা ভাবছি, নিজের সেরাটা দিতে চাই। আমি এখানে আমার নর্মাল খেলাই খেলেছি। এখানে আসার আগে জার্মানিতে কঠোর অনুশীলন করেছি, তাঁর আগে ব্যক্তিগত কোচ আমন বালগুর অধীনে অনুশীলন করেছি’।
আরও পড়ুন-শ্যুটিংয়ে ভারতের দ্বিতীয় পদক,১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতলেন মনু-সরবজ্যোৎ
মনিকা আরও বলছেন, ‘আমার মনে হয় আমি মানসিক এবং শারীরিক দিক থেকে অলিম্পিক্সের জন্য যথেষ্ট প্রস্তুত রয়েছি। অবশ্যই মানসিকভাবে বেশি, কারণ এটা একটা বড় প্রতিযোগিতা। প্রত্যেক মূহূর্তে ফোকাস থাকতে হয়, আমি যেহেতু ফ্রান্সের বিপক্ষে খেলছিলাম, তাই দর্শকরা আমাদের বিপক্ষে ছিল। তবু যারা আমায় জন্য গলা ফাটিয়েছে, তাঁদের ধন্যবাদ জানাতে চাই। আর হ্যা, ফ্রান্সের আসার আগে আমি মানসিকভাবে অনেক অনুশীলন করেছি ’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।