'বাই দ্য বেয়ারেস্ট অফ মার্জিন'- সেই কথাটার মধ্যে ঠিক যতটা ‘একচুলের’ জন্য পদক ফস্কে গিয়েছে বলে বোঝানো যায়, ঠিক ততটাই ব্যবধানে অলিম্পিক্সে মেডেল জয়ের হ্যাটট্রিক হল না মনু ভাকেরের। হাঙ্গেরির ভেরোনিকা মেজরের সঙ্গে চতুর্থ স্থানের এলিমিনেশনের শ্যুট-আউটে হেরে গেলেন। তার ফলে নিজের ‘ফেভারিট’ ইভেন্টে অলিম্পিক্স পদক অধরা থেকে গেল ভারতীয় তারকার। তা সত্ত্বেও অবশ্য প্যারিসে অলিম্পিক্সে মনু‘স্মৃতি’ লিখে দিয়ে গেলেন তিনি। স্বাধীনতার পর থেকে প্রথম ভারতীয় হিসেবে একই অলিম্পিক্সে দুটি পদক জয়ের নজির গড়েছেন।
‘বেয়ারেস্ট অফ মার্জিন’, কিন্তু হৃদয়ভঙ্গটা সীমাহীন
আর সেই ‘বেয়ারেস্ট অফ মার্জিন’-এ তৃতীয় অলিম্পিক্স পদক হাতছাড়া হয়ে যাওয়ার ফলে হৃদয়টা যে ভাঙল, সেটা সীমাহীন হল। পদকের এত কাছে এসেও সেটা ছুঁতে না পারার যে কষ্টটা, তার কোনও সীমা নেই। ফ্যানদের তো হৃদয় ভেঙেছে। মনুর যে কতটা হৃদয় ভেঙেছে, সেটা অনুমেয়। সত্যিই কি অনুমেয়? সম্ভবত নয়। মনু হয়ত পুরোপুরি ভেঙে পড়েছেন।
তবে তাঁকে নিশ্চয়ই কেউ না কেউ বলেছেন, ‘মনু, তুমি ভারতকে গর্বিত করেছো। অলিম্পিক্সে দুটো পদক জয়ও মুখের কথা নয়। তুমি ভারতের ইতিহাসে চিরকালের জন্য জায়গা করে নিয়েছো। থ্যাঙ্ক ইউ মনু, থ্যাঙ্ক ইউ মনু ভাকের।’
২৫ মিটার পিস্তল ফাইনালে মনুর পারফরম্যান্স
১) প্রথম সিরিজের শেষে স্কোর: ২। ষষ্ঠ স্থানে ছিলেন।
২) দ্বিতীয় সিরিজের শেষে স্কোর: ৬। চতুর্থ স্থানে ছিলেন।
৩) তৃতীয় সিরিজের শেষে স্কোর: ১০। দ্বিতীয় স্থানে ছিলেন।
৪) প্রথম এলিমিনেশনের শেষে স্কোর: ১৩।
৫) দ্বিতীয় এলিমিনেশনের শেষে স্কোর: ১৮।
৬) তৃতীয় এলিমিনেশনের শেষে স্কোর: ২২।
৭) চতুর্থ এলিমিনেশনের শেষে স্কোর: ২৬।
৮) পঞ্চম এলিমিনেশনের শেষে স্কোর: ২৮।
৯) শ্যুট-আউটে হেরে গেলেন মনু।
অলিম্পিক্সে মনুর পদক ইতিবৃত্ত
১) ব্রোঞ্জ: মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল।
২) ব্রোঞ্জ: ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্ট।
ভারতীয় হিসেবে অলিম্পিক্সে সর্বাধিক ব্যক্তিগত পদক
১) মনু ভাকের: ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সে দুটি পদক জিতেছেন।
২) পিভি সিন্ধু: ২০১৬ সালের রিও অলিম্পিক্সে রুপো এবং ২০২০ সালের টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ।
৩) সুশীল কুমার: ২০০৮ সালের বেজিং অলিম্পিক্সে ব্রোঞ্জ এবং ২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে রুপো।
মনু‘স্মৃতি’-র ইতিবৃত্ত
১) ২০১৭ সালের জাতীয় শ্যুটিং চ্যাম্পিয়নশিপে হিনা সিধুকে হারিয়ে চমক দিয়েছিলেন মনু। ১০ মিটার এয়ার পিস্তল ফাইনালে রেকর্ড গড়ে সিধুকে হারিয়ে দিয়েছিলেন।
২) ২০১৭ সালের এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন।
৩) ISSF বিশ্বকাপে ১০ মিটার এয়ার পিস্তল সোনা জিতেছিলেন। সেইসময় মনুর বয়স ছিল মাত্র ১৬। কনিষ্ঠতম ভারতীয় হিসেবে বিশ্বকাপে সোনা জিতেছিলেন।
৪) ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার পিস্তল সোনা জিতেছিলেন। সেইসময় রেকর্ড গড়েছিলেন।
৫) ২০১৮ সালে যুব অলিম্পিক্সে ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছিলেন মনু। প্রথম ভারতীয় মহিলা এবং প্রথম ভারতীয় শ্যুটার হিসেবে যুব অলিম্পিক্সে সোনা জয়ের নজির গড়েছিলেন।
৬) ২০২১ সালের ISSF বিশ্বকাপে ১০ মিটার এয়ার পিস্তলে সোনা এবং রুপো জিতেছিলেন মনু। আর ২৫ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছিলেন।
৭) ২০২২ সালের ISSF বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের ২৫ মিটার পিস্তলে সোনা জিতেছিলেন। ২০২৩ সালের ISSF বিশ্বকাপ সিরিজে ২৫ মিটার পিস্তলে ব্রোঞ্জ জিতেছিলেন মনু।
৮) ২০২৪ সাল: প্যারিসে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতে প্রথম মহিলা ভারতীয় শ্যুটার হিসেবে অলিম্পিক্সে পদক পাওয়ার নজির গড়েন মনু। সার্বিকভাবে পঞ্চম ভারতীয় শ্যুটার হিসেবে অলিম্পিক্সে পদক পাওয়ার নজির গড়েন।
৯) প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে একই অলিম্পিক্সে জোড়া পদক জয়ের নজির গড়েছেন মনু।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।