ভারতের হয়ে প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জিতেছেন মনু ভাকের। প্রথমে ব্যক্তিগত ইভেন্টে দেশকে এনে দিয়েছিলেন ব্রোঞ্জ পদক । এরপর মিক্সড ইভেন্টেও সরবজ্যোৎ সিংকে সঙ্গী করে পান ব্রোঞ্জ। একই অলিম্পিক্সে জোড়া পদক দিতে ইতিহাস তৈরি করেছেন মনু। এর আগে স্বাধীনাতর পূর্বে নরম্যান প্রিচার্ডের রেকর্ড ছিল একই অলিম্পিক্সে জোড়া পদক জয়ের, কিন্তু স্বাধীন ভারতের প্রথম ক্রীড়াবিদ মনু যিনি এই কৃতিত্ব গড়েছেন। নিজের ইভেন্ট শেষ হয়েছে শনিবার। ২৫ মিটার এয়ার পিস্তল ইভেন্টে একটুর জন্য পদক হাতছাড়া করেছেন, নাহলে হ্যাটট্রিক হয়ে যেত একই সংস্করণে। তবে এখনই দেশে ফেরা হচ্ছে না মনুর, তাঁর ওপর বড় দায়িত্ব বর্তাচ্ছে।
আরও পড়ুন-অলিম্পিক্সের অষ্টম দিন ভালো গেল না ভারতের! হাতছাড়া হল একাধিক পদক জয়ের সুযোগ…
মনু ভাকেরের মা আগেই জানিয়েছিলেন তাঁর মেয়ে প্যারিসে ঠিক মতো মধ্যাহ্নভোজ করতে পারছেন না, তাই তিনি আলুর পরটা খাওয়াবেন মেয়ে দেশে ফিরলেই। যদিও মনুর দেশে ফেরার অপেক্ষা দীর্ঘায়িত হচ্ছে। কারণ প্যারিস অলিম্পিক্সে ইতিহাস গড়া মনু ভাকেরের ওপরই বর্তাচ্ছে এবাবের অলিম্পিক্সের ক্লোজিং সেরিমনিতে পতাকা বহনের গুরু দায়িত্ব।
অলিম্পিক্স শুরুর আগে অনেকেই ভাবতে পারেননি হরিয়ানার মেয়ে এমন অসাধারণ পারফরমেন্স করবেন। সব লাইমলাইটই ছিল সিন্ধুর ওপর। তিনিই উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক ছিলেন, কিন্তু তিনি হেরে যান। ফলে মহিলাদের মধ্যে অলিম্পিক্সে ভারতের সব থেকে সফল এই মূহূর্তে মনু ভাকেরই। তাই দেশের পতাকা বহনের দায়িত্ব দেশের গর্বের হাতেই তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরুষদের মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানে শরথ কমল পতাকাবহন করেছিলেন, কিন্তু তিনিও প্যারিস অলিম্পিক্সের শুরুতেই বিদায় নেন। ফলে সমাপ্তি অনুষ্ঠানে মনুর সঙ্গী কে হবেন সেই নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
অগাস্টের ১১ তারিখ রয়েছে প্য়ারিস অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠান। তাঁর আগে অর্জুন বাবুটাসহ ভারতীয় শ্যুটারদের অনেকেই দেশে ফিরেছেন। এছাড়াও অন্যান্য বিভাগের অনেক প্রতিযোগিরাও প্যারিস ছেড়েছেন, তবে সেখানে আপাতত থাকতে হচ্ছে ভারতের জোড়া অলিম্পিক্স পদকজয়ী মনু ভাকেরকে। পিভি সিন্ধু এবং কুস্তিগির সুশীল কুমারের সঙ্গে তিনি ঢুকে পড়েছেন এলিট লিস্টে। সিন্ধু এবং সুশীলের মতো তিনিও অলিম্পিক্সে জোড়া পদক জিতেছেন। অবশ্য ২২ বছর বয়সী হরিয়ানার কন্যার কাছে রয়েছে তাঁদের ছাপিয়ে যাওয়ার সুযোগও। আগামী অলিম্পিক্সেই ভারতের হয়ে পদক জিতে ইতিহাসে নাম লেখাতে চাইবেন মনু ভাকের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।