টোকিওয় ভারতীয় দলের হয়ে সর্বকালের সর্বোচ্চ পদকজয়ের পর এবার পারালিম্পক্সে ভারতের নাম উজ্জ্বল করার পরিকল্পনা নিয়েই ইতিহাসে সর্বাধিক ৫৪ জন ভারতীয় অ্যাথলিট প্যারালিম্পক্সে অংশগ্রহণ করবেন। তবে শুরুতেই বিপত্তি। ভারতীয় দলের মার্চ পাস্টে মারিয়াপ্পানের পতাকা বাহক হিসাবে উপস্থিত থাকা হচ্ছে না।
করোনা পজিটিভ এখক ব্যক্তির সংস্পর্শে আসায় আজ উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারবেন না ভারতীয় লং-জাম্পার। ঘটনাটির বিষয়ে ভারতীয় সেফ দে মিশন গুরশরণ সিং বলেন, ‘আমাদের সদ্যই প্যারালিম্পক্সের কোভিড কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে যে আমাদরে দলের ছ'জন প্যারা অ্যাথলিট টোকিওয় আসার সময় করোনা পজিটিভ এক ব্যক্তির সংস্পর্শে আসে। এই ছয়জনের মধ্যে মারিয়াপ্পান ও বিনোদ কুমারও রয়েছেন। আমরা খুবই দুঃখিত যে আজকের মার্চ পাস্টে আমাদের পতাকাবাহক মারিয়াপ্পান অংশ নিতে পারবেন না।’
ছয় জন অফিসিয়াল ও পাঁচ ভারতীয় প্যারা অ্যাথলিটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল। মারিয়াপ্পানের বদলে ভারতের তরফে পতাকাবাহক হিসাবে দেখা যাবে জ্যাভলিন থ্রোয়ার তেক চাঁদকে। তবে অ্যাথলিটদের করোনা রিপোর্ট নেগেটিভ আসায় নিজেদের ব্যক্তিগত ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন বলেই জানানো হয়েছে।