ভারতীয় ব্যাডমিন্টন জুটি সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টির সময়টা একদমই ভালো যাচ্ছে না। কদিন আগেই মালেশিয়ার প্রতিপক্ষ অ্যারন চিয়া-সোহ ইক জুটির কাছে হেরে অলিম্পিক্স থেকে বিদায় নিয়েছে এই জুটি। প্রথম সেটে এগিয়ে যাওয়ার পরেও খেলা ধরতে পারেনি তাঁরা, ফলে কোয়ার্টার ফাইনালে হেরে ছিটকে যেতে হয় তাঁদের। ব্যাডমিন্টনে পিভি সিন্ধুর পাশাপাশি ভারতের এই ডবলস জুটি পদক জয়ের অন্যতম দাবিদার ছিলেন। আশা করা হয়েছিল, তাঁরা নিরাশ করবেন না। কিন্ত প্যারিসে তাঁরা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। এবার তাঁদের জন্য এল আরও বড় দুঃসংবাদ। এতদিন এই জুটির সাফল্যের যিনি কারিগর ছিলেন, তিনিই সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন।
সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টিরা ২১-১২ ফলে এগিয়ে গিয়েও ১৪-২১, ১৬-২১ ফলে হেরে গেছিলেন কোয়ার্টার ফাইনালে। এবার তাঁদের ড্যানিশ কোচও জানিয়ে দিলেন আর কোচিং করাবেন না তিনি। শুধু ভারতীয় এই জুটিকেই নয়, আপাতত কাউকেই কোচিং না করানোর সিদ্ধান্ত নিয়েছেন ২০১২ লন্ডন অলিম্পিক্সে রৌপ্য় পদক পাওয়া এই তারকা শাটলার।
আরও পড়ুন-৪০ পেরিয়েছে প্যারিসের তাপমাত্রা! ভারতের প্রতিযোগিদের ৪০টি এসি পাঠাল ক্রীড়ামন্ত্রক!
ম্যাথিয়াস বো ইনস্টাগ্রামে আবেগঘন বার্তা দিয়েছেন ছাত্রদের। সেখানে তিনি লিখেছেন, ‘আমিও এই হারের যন্ত্রণা খুব ভালোভাবো জানি, যখন নিজের সিমা ছাড়িয়ে যাওয়ার মরিয়া চেষ্টা করার পরেও সাফল্য আসেনা। আমি জানি তোমরা কতটা সাহসী। কত চেষ্টা তোমরা করেছ ভারতে পদক নিয়ে আসার, কিন্তু সময়টা হয়ত তোমাদের ছিল না। তবে তোমাদের গর্বিত বোধ করার অনেক কারণ আছে। যেভাবে কঠোর পরিশ্রম করেছো পদক জয়ের জন্য। অলিম্পিক্সের আগে চোটের সঙ্গে লড়াই করেছো, ব্যথা কমাতে ইনজেকশন নিয়েছ। এটাকেই দায়বদ্ধতা, ভালোবাসা বলে যেটা তোমরা হৃদয় দিয়ে করেছ। ’
আরও পড়ুন-নিজে বিদেশি, এদিকে ‘ভারতীয়’ ফুটবল কোচের জন্য সওয়াল করলেন নতুন হেডস্যার!
ম্যাথিয়াস বো আরও লিখেছেন, ' শেষ কয়েক বছরে তোমরা অনেক কিছু জিতেছ, আগামী দিনেও অনেক ম্যাচ এবং ট্রফি জিতবে। তবে আমার কোচিং এখানেই শেষ হচ্ছে। আমি ভারতের বা অন্য কোথাও এখনই কোচিংয়ে ঢুকছি না। ব্যাডমিন্টনের হলে অনেকটা সময় আমি কাটিয়েছি। বেশ খাটনির কাজ কোচ হওয়া, আমি এখন বৃদ্ধ ক্লান্ত মানুষ। আমি ব্যাডমিন্টন সংস্থার সকলকে ধন্যবাদ জানাতে চাই এতদিন ধরে সমর্থন করার জন্য। অনেক ভালো স্মৃতি থাকবে আমার সঙ্গে, জয় হিন্দ ' । তাঁর দল ছাড়ায় যে চিরাগরা বেশ সমস্যাতেই পড়বে, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন-কংগ্রেস-আপ কেউ কথা রাখেনি! রাজ্য সরকার উদাসীন, অভিযোগ অলিম্পিক্সে চতুর্থ হওয়া অর্জুনের…
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।