শুভব্রত মুখার্জি :- ভারতের ইতিহাসে কয়েক বছর আগেই ব্যাডমিন্টনে ঐতিহাসিক থমাস কাপ জয়ের স্বাদ পেয়েছিল তারা। এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাদের শাটলার লক্ষ্য সেনের। এরপর বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ও তিনি জিতেছিলেন ব্রোঞ্জ পদক। সাম্প্রতিক সময়ে বেশ ভালো ফর্মে ছিলেন তিনি। ফলে তাঁকে নিয়ে আশা জেগেছিল পদক জয়ের। প্যারিসের ব্যাডমিন্টন তাঁর পারফরম্যান্স সেই আশাকে আরো উস্কে দিয়েছিল। লক্ষ্য দুর্দান্ত খেলে পৌঁছে গিয়েছিলেন সেমিফাইনালে। সেখানে তিনি হারলেও তাঁর সামনে সুযোগ ছিল ব্রোঞ্জ পদক জয়ের। তবে সেই ম্যাচে এক গেমে এগিয়ে থাকার পরে দ্বিতীয় গেমে পাঁচ পয়েন্টে এগিয়ে থাকার পরে ও তিনি হেরে যান। এরপরেই তিনি তাঁর সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন।
সোশ্যাল মিডিয়াতে এক্সে নিজের হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে লক্ষ্য জানিয়েছেন. ‘প্যারিসে আমার অভিযান খুব ভালো ভাবে কেটেছে।এই অভিযান আমার কাছে যেমন গর্বের তেমনই আমার কাছে খুবই হৃদয়বিদারক। আমি আমার দেশের জন্য সর্বস্ব উজাড় করে দিয়েছি।আমার শরীরে যত শক্তি ছিল তার প্রতিটা আউন্স দিয়ে আমি লড়াই করেছি। তবে এত লড়াইয়ের পরে ও আমি অল্পের জন্য পোডিয়ামে ফিনিশ করতে পারিনি। আমি আমার সমস্ত সমর্থকদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তারা যেভাবে আমাকে নিঃশর্তভাবে সমর্থন করে গিয়েছে তাতে আমি অভিভূত। আমি আমার পারফরম্যান্স নিয়ে পরে বিশ্লেষণ করতে বসব। পরে খুঁজে বার করব আমার আর কোন কোন জায়গাতে উন্নতি করতে হবে। আমি সবার কাছে অনুরোধ করব আমার ব্যক্তিগত জায়গা এবং আমার গোপনীয়তাকে যেন তারা সম্মান জানায়। আমি এই সময়ে নিজেকে ফিরে পাওয়ার লড়াই চালাব। নিজেকে এই সময়ে আমি গুছিয়ে নেব। আমি আরো কঠিন এবং শক্তিশালী হয়ে ফিরে আসার অঙ্গীকার করছি। ভারতের হয়ে আরো সম্মান জেতার অঙ্গীকার করছি আমি।’
আরও পড়ুন… বাবর নাকি ইরফানকে সাক্ষাৎকার দিতে চায়নি! পাক সমর্থকদের মিথ্যাচারের যোগ্য জবাব দিলেন হরভজন
সেমিফাইনালে লক্ষ্যকে হারতে হয়েছিল এই অলিম্পিক্সের দ্বিতীয় বাছাই ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে। যিনি শেষ পর্যন্ত এই বিভাগে সোনা জিতেছেন। সেমিফাইনালে লক্ষ্যকে হারানোর পরে তাঁর খেলাতে মুগ্ধ হয়েছিলেন স্বয়ং ভিক্টর অ্যাক্সেলসেন। এরপর ব্রোঞ্জ পদকের ম্যাচে ২১-১৩ পয়েন্টে মালয়েশিয়ার লি জিয়ার বিরুদ্ধে প্রথম গেম জেতেন। দ্বিতীয় গেমে ও তিনি একটা সময়ে ৭-২ ফলে এগিয়ে ছিলেন।সেই জায়গা থেকেই তাঁকে ম্যাচ হেরে যেতে হয়েছিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।