প্রি-কোয়ার্টার ও কোয়ার্টার ফাইনাল বাউটে দাপুটে জয় তুলে নিয়েছিলেন দীপক পুনিয়া। যদিও ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৮৬ কেজি বিভাগের সেমিফাইনালে একতরফা হারতে হয়েছিল ভারতীয় কুস্তিগীরকে। সেই হারের ধাক্কা সামলে ব্রোঞ্জ মেডেল বাউটে ঘুরে দাঁড়াতে পারলেন না দীপক। সান মারিনোর মাইলস নাজেম আমিনের কাছে ২-৪ ব্যবধানে হেরে ব্রোঞ্জ পদক হাতছাড়া করেন তিনি।
ব্রোঞ্জ মেডেল বাউটের প্রথম পিরিয়ডে ২-১ ব্যবধানে এগিয়ে ছিলেন দীপক। বাউটের প্রথম পয়েন্ট সংগ্রহ করেন ভারতীয় তারকাই। দ্বিতীয় পিরিয়ডে সান মারিনোর কুস্তিগীর (২+১) ৩ পয়েন্ট সংগ্রহ করেন। ফলে ২-৪ ব্যবধানে পিছিয়ে পড়তে হয় দীপককে। শেষমেশ আর ব্যবধান মুছে ফেলতে পারেননি দীপক। ফলে এবারের মতো সম্ভাবনা জাগিয়েও টোকিও অলিম্পিক্স থেকে খালি হাতে ফিরতে হচ্ছে ভারতীয় কুস্তিগীরকে।
(টোকিও অলিম্পিক্স ২০২০-র যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)
উল্লেখ্য, ৮৬ কেজি বিভাগের প্রথম বাউটে নাইজেরিয়ার একেরেকেমে অ্যাগিওমোরকে টেকনিক্যাল সুপিরিয়রিটির নিরিখে ১২-১ ব্যবধানে পরাজিত করেন দীপক। কোয়ার্টার ফাইনাল বাউটে তিনি ৬-৩ ব্যবধানে পরাজিত করেন চিনের জুসেন লিনকে। সেমিফাইনাল বাউটে দীপক ০-১০ ব্যবধানে হার মানেন আমেরিকার ডেভিড মরিস টেলরের কাছে। এবার ব্রোঞ্জ মেডেল বাউটে তিনি বশ্যতা স্বীকার করলেন সান মারিনোর কুস্তিগীরের কাছে।
দীপক পদক জিততে ব্যর্থ হলেও ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৫৭ কেজি বিভাগে রুপো জিতেছেন ভারতের রবি কুমার দাহিয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।