সোনা জেতার পর মতো মন জিতেছেন। সঙ্গে যেভাবে তেরঙা রাখলেন, তাতে দেশবাসীর মন জিতে নিলেন নীরজ চোপড়া। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।
(নীরজ চোপড়ার ঐতিহাসিক জয় নিয়ে যাবতীয় খবর দেখতে এখানে ক্লিক করুন)
শনিবার পুরুষদের জ্যাভেলিন থ্রোয়ের ফাইনালের ষষ্ঠ তথা শেষ চেষ্টার আগেই সোনা নিশ্চিত হয়ে গিয়েছিল নীরজের। শেষ থ্রোয়ের পরই গ্যালারির দিকে ছুটে যান নীরজ। ভারতীয় সদস্যদের কাছ থেকে জাতীয় পতাকা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। কাঁধে কিছুক্ষণ দিয়ে রাখেন। অপর দুই পদকজয়ী নীরজকে শুভেচ্ছা। চেক প্রজাতন্ত্রের দুই তারকা চেয়ারে সাধারণভাবেই নিজেদের দেশেরই পতাকা রেখেন দেন (তাঁদের দেশের কোনও ফ্ল্যাগ কোড নাও থাকতে পারে)। নীরজ অবশ্য ‘ফ্ল্যাগ কোড’ মেনে চেয়ারে জাতীয় পতাকা রাখেন।
সেই দৃশ্য ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। নিয়ম মেনে জাতীয় পতাকা ভাঁজ করে রাখায় নীরজের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা। এক নেটিজেন লেখেন, ‘অন্য দেশের ফ্ল্যাগ কোড নাও থাকতে পারে। কিন্তু আমাদের আছে। নীরজ সেই কোডের সম্মান করেছেন এবং তা মেনে চলছেন। সত্যিকারের চ্যাম্পিয়ন।’
উল্লেখ্যস, ২০১৬-১৭ সালে ভারতীয় সেনায় যোগ দেন নীরজ। জুনিয়র কমিশনড অফিসার হিসেবে নিয়োগ হয়েছিলেন। আপাতত সুবেদার হিসেবে ভারতীয় সেনায় কর্মরত তিনি। যিনি শনিবার ফাইনালে শুরুটা দারুণ করেন। প্রথম চেষ্টায় ৮৭.০৩ মিটার ছোড়েন। দ্বিতীয় চেষ্টায় ৮৭.৫৮ মিটার ছোড়েন নীরজ। সেটাই যথেষ্ট হয়। সেই থ্রোয়ের সৌজন্যে অলিম্পিক্সে সোনা জেতেন। সেজন্য তাঁকে শুভেচ্ছাও জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।