জ্যাভেলিন কেনার জন্য কোনও টাকা ছিল না। হাত পাততে হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার প্যারিসে আসার জন্য বিমানভাড়ার টাকা দিয়েছিল সরকার। টোকিয়োয় তো সেটাও মেলেনি। শুধু তাই নয়, ভালো কোনও পরিকাঠামো পাননি। মেলেনি কোনও সুযোগ-সুবিধা। সেইসব সামলেই ইতিহাস অলিম্পিক্সে জ্যাভেলিন থ্রোয়ে সোনা জিতেছেন পাকিস্তানের আরশাদ নাদিম। সেই জয়ের পরে পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই দেওয়া হবে, ওই দেওয়া হবে বলে ঘোষণা করা হচ্ছে। কিন্তু যখন তাঁর দরকার ছিল, সেইসময় কার্যত হাত গুটিয়ে রেখেছিল পাকিস্তান সরকার।
নীরজের জন্য কত টাকা বরাদ্দ করেছিল সরকার?
সেখানে রুপোজয়ী নীরজ চোপড়া যাতে নিজের সেরাটা দিতে পারেন, সেজন্য টোকিয়ো অলিম্পিক্সের পরে তাঁর জন্য প্রায় ছয় কোটি বরাদ্দ করেছিল ভারত সরকার। যিনি 'টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম'-র আওতায় আছেন।
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (সাই) তথ্য অনুযায়ী, নীরজের জন্য ৫.৭২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। আর সেটা যে শুধু টোকিয়োর সাফল্যের জন্যই করা হয়েছিল, তা নয়। টোকিয়োয় যখন গিয়েছিলেন নীরজ, তখন তাঁর জন্য কয়েক কোটি টাকা খরচ করেছিল ভারত সরকার। তাছাড়া নীরজের ব্যক্তিগত স্পনসরও আছে। তার ফলে তিনি বিদেশে গিয়ে প্রস্তুতি নিতে পেরেছেন। দীর্ঘদিন থেকেছেন বিদেশে।
আর সেখানে জ্যাভেলিন কেনারও সামর্থ্য ছিল না আরশাদের। চলতি বছরের গোড়ার দিকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সাহায্যের আর্জি জানিয়েছিলেন। তাঁকে সাহায্য করার জন্য আর্জি জানিয়েছিলেন নীরজও। সেটা থেকেই বোঝা যায় যে কতটা লড়াই করে উঠে এসেছেন নাদিম। পরবর্তীতে প্যারিস আসার জন্য নাদিমের বিমানের টাকা বরাদ্দ করেছিল পাকিস্তানের জাতীয় স্পোর্টস বোর্ড।
গ্রামবাসীরা চাঁদা তুলে নাদিমকে খেলতে পাঠাতেন
আরশাদের সেই লড়াইয়ের বিষয়ে ফাইনালের আগে সংবাদসংস্থা পিটিআইকে পাকিস্তানি তারকার বাবা বলেছিলেন, ‘লোকজনের কোনও ধারণা নেই যে আজ কীভাবে এই জায়গায় পৌঁছেছে আরশাদ। গোড়ার দিকে অন্য শহরে যাতে অনুশীলন এবং প্রতিযোগিতায় খেলতে যেতে পারে, সেজন্য কীভাবে গ্রামবাসী এবং আত্মীয়রা সাহায্য করতেন, (তা জানেন না লোকজন)।’
আরও পড়ুন: Paris Olympics 2024: পাকিস্তানের আরশাদও তো আমার ছেলের মতো- নীরজ চোপড়ার রুপোর পদকে খুশি তাঁর মা
এতদিন হয়ত বেশি মানুষ জানতেন না, এখন নাদিমের সেই লড়াইয়ের কাহিনী জেনে গিয়েছে পুরো দুনিয়া। আর তাঁকে কুর্নিশ জানাচ্ছেন সকলে। এমনকী নীরজও প্রশংসা করেছেন নাদিমের। নীরজের মাও নাদিমকে ‘নিজের ছেলের মতো’ বলে উল্লেখ করেছেন।
নীরজকে স্যালুট
নাদিম যে লড়াই করে উঠে এসেছেন, তিনি যে সরকারের থেকে কোনও সমর্থন পাননি, সেটার অর্থ এটা নয় যে নীরজকে খাটো করা হচ্ছে। বলা হচ্ছে যে বেশি টাকা পেয়েও কেন সোনা পেলেন না? বরং একবাক্যে স্বীকার করে নেওয়া হচ্ছে যে কালকের দিনটা নাদিমের ছিল। সেরকম দিনে কারও কিচ্ছু করার থাকে না। আর নীরজ তো চোট নিয়ে খেলছিলেন। তারপরও তিনি যে ৮৯.৪৫ মিটার থ্রো করেছিলেন, সেটা অন্য যে কোনও অলিম্পিক্সে সোনা এনে দিত। অলিম্পিক্সের ইতিহাসে যাঁরা রুপো পেয়েছেন, তাঁরা কোনওদিন এত দূরত্ব অতিক্রম করতে পারেননি।
তাই একটাই জিনিস বলতে হয়, নীরজ দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। কিন্তু অবিশ্বাস্য পারফরম্যান্স করেছেন নাদিম। আর নীরজকে বাদ দিয়ে কতজন ভারতীয় অ্যাথলিট নিজের প্রথম অলিম্পিক্সে সোনা জিতেছেন, আর দ্বিতীয় অলিম্পিক্সে রুপো জিতেছেন? সংখ্যাটা শূন্য – ‘বিগ জিরো’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।