বাংলা নিউজ > ময়দান > অলিম্পিক্স > Neeraj Chopra's homecoming delayed: নীরজের চোটের কি অস্ত্রোপচার হবে? পরামর্শ নিতে দেশে না ফিরে জার্মানি উড়ে গেলেন তারকা

Neeraj Chopra's homecoming delayed: নীরজের চোটের কি অস্ত্রোপচার হবে? পরামর্শ নিতে দেশে না ফিরে জার্মানি উড়ে গেলেন তারকা

নীরজের চোটের কি অস্ত্রোপচার হবে?পরামর্শ নিতে দেশে না ফিরে জার্মানি উড়ে গেলেন তারকা। ছবি: এএনআই

Neeraj Chopra Likely To Undergo Surgery: ২০২২ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে নীরজ প্রথম কুঁচকির চোটের কথা প্রকাশ করেছিলেন। তখন থেকেই তাঁর কুঁচকিতে সমস্যা ছিল। তবে প্যারিস গেমসের জন্য নীরজ এই চোটের বিষয়টি ধামাচাপা দিয়ে রেখেছিলেন। এবার তিনি সেই চোটের অস্ত্রোপচার করাতে পারেন।

টোকিয়ো অলিম্পিক্সে সোনাজয়ী এবং প্যারিস গেমসে রুপোজয়ী নীরজ চোপড়া এখনই দেশে ফিরছেন না। তাঁর ভারতে প্রত্যাবর্তন বিলম্বিত হয়েছে। নীরজ তাঁর দীর্ঘস্থায়ী কুঁচকির চোটের বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিতে জার্মানিতে গিয়েছেন। নীরজ প্রায় এক মাস জার্মানিতে কাটাবেন এবং সেখানে কী হয়, সেই বুঝে ডায়মন্ড লিগ সহ আসন্ন বড় টুর্নামেন্টে তাঁর অংশগ্রহণের বিষয়ে তিনি একটি সিদ্ধান্ত নেবেন।

নীরজ চোপড়ার কাকা ভীম চোপড়া ইন্ডিয়া টুডেকে বলেছেন যে, তারকা জ্যাভলারের অস্ত্রোপচারের প্রয়োজনীয়তার বিষয়ে সিদ্ধান্ত নিতে জার্মানিতে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন। এবং তিনি এক মাসেরও বেশি সময় ধরে জার্মানিতে থাকবেন। নীরজ চোপড়া হার্নিয়া নিয়ে লড়াই করছেন। যার জেরে কুঁচকিতে তাঁর মারাত্মক ব্যথা হচ্ছে।

আরও পড়ুন: 2028 LA Olympics-এ সিন্ধু কি পদক পাবেন? সোজা কথায় উত্তর দিলেন সাইনা

নীরজ ২০২৪ প্যারিস অলিম্পিক্সে পুরুষদের জ্যাভলিন ফাইনালে তিনি ৮৯.৪৫ মিটার ছুড়ে রুপো পেয়েছেন। পাকিস্তানের আরশাদ নাদিম ৯২.৯৭ মিটার ছুড়ে অলিম্পিক্সে রেকর্ড করেছেন এবং সোনা জিতেছেন। ছ'টির মধ্যে শুধুমাত্র একটি ঠিকঠাক ছুড়তে পেরেছিলেন নীরজ। বাকিগুলো ফাউল করেছিলেন। নীরজও গেমসের পরে নিশ্চিত করেছেন যে, তিনি অলিম্পিক্সে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অস্ত্রোপচার করতে বিলম্ব করেছেন। উল্লেখযোগ্য ভাবে, গেমসের আগে জ্যাভলিন তারকা জার্মানিতে অল্প সময়ের জন্য প্রশিক্ষণ নিয়েছিলেন।

আরও পড়ুন: দেশের ভালোবাসাই দায়িত্ব দ্বিগুণ করে দিয়েছে… দিল্লিতে পা রেখে আবেগে ভাসলেন হরমনপ্রীত, টিম গেমের বুলি হার্দিকের মুখে

২০২২ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে নীরজ প্রথম কুঁচকির চোটের কথা প্রকাশ করেছিলেন। তখন থেকেই তাঁর কুঁচকিতে সমস্যা ছিল। তবে প্যারিস গেমসের জন্য নীরজ এই চোটের বিষয়টি ধামাচাপা দিয়ে রেখেছিলেন। জেএসডব্লিউ স্পোর্টসের এক্সিলেন্স এবং স্কাউটিং-এর প্রধান মনীষা মালহোত্রা ইন্ডিয়া টুডেকে এক সাক্ষাৎকারে বলেছেন যে, নীরজের শুধুমাত্র একটি ছোট্ট অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে এবং শীঘ্রই তিনি অ্যাকশনে ফিরে আসতে পারেন।

আরও পড়ুন: চোট না থাকলে আরও চার মিটার বেশি ছুড়তে পারতাম… সোনা হারিয়ে আফসোস নীরজ চোপড়ার

মনীষার দাবি, ‘চিন্তা তো থাকছেই। কারণ নীরজের জন্য এখন অনেক কিছু পরিবর্তন হতে চলেছে। সার্জারিই একমাত্র পথ, যা এই সমস্যাটির সমাধান করতে পারে। কুঁচকিতে ব্যথা থেকে যাচ্ছে। তবে এটি মূলত হার্নিয়ার সমস্যা। এবং এটির জন্য খুব বড় অস্ত্রোপচারের দরকার নেই। তবে অলিম্পিক্সের আগে নীরজ ঝুঁকি নিতে চাননি। তাই তিনি বলেছিলেন, আমি অলিম্পিক্স পর্যন্ত চোটের বিষয়টি ধামাচাপা দিয়ে রাখব।’ এদিকে নীরজ চোপড়ার সাপোর্ট স্টাফেদের মধ্যেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বায়োমেকানিক্স বিশেষজ্ঞ ডঃ ক্লাউস বার্টোনিয়েৎজের সারা বছর ধরে নীরজের সঙ্গে আর কাজ করার সম্ভাবনা কম।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

অতি ভারী বৃষ্টি ৯ জেলায়, শনিতে বইবে ঝোড়ো হাওয়াও, বিশ্বকর্মা পুজোয় এরকমই হবে? বৃষ্টিস্নাত দিল্লিতে যেন দীপাবলি! ‘হিরোর’ বরণ পেয়ে কেজরি বললেন ‘জেলের গরাদও….’ ১৭টি ছক্কা, ৫টি চার! মাত্র ৩৩ বলে সেঞ্চুরির গণ্ডি টপকে তাণ্ডব আইপিএল তারকার পুজোর গান গেয়ে ট্রোলড বাবুল!‘আমরা সফট টার্গেট বলেই…’, ফুঁসে উঠলেন তৃণমূলের বাবুল CPM বিধায়কদের সঙ্গে বৈঠক, বিয়েবাড়ির ভেজ কাউন্টার- একাকী মমতার ছবিতে মিমের বন্যা আগামী পাঁচ বছরের মধ্যে বৃষ্টিপাত ও আবহাওয়া নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা ভারতের ১৯৮৪তে ছিনতাই হওয়া বিমানে ছিলেন বাবা, সেদিনের চমকে দেওয়া ঘটনা সামনে আনলে জয়শঙ্কর বেস কিচেন পালটেগেল ক্লাউড কিচেনে, মুম্বই থেকে পরিবর্তন শুরু ভারতীয় রেলে বেঁচে আছেন লাদেন পুত্র, সলতে পাকাচ্ছেন বাবার সংগঠনে, নিরাপত্তায় ৪৫০ যোদ্ধা বিশ্বব্যাপী ৩০ শতাংশ কর্মী ছাঁটাই করবে স্যামসাং, প্রভাব পড়বে ভারতেও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.