বাংলা নিউজ > ময়দান > অলিম্পিক্স > Paris Olympics- ‘অস্ত্রোপচার করাতে বলেছিল চিকিৎসক! কিন্তু সময় ছিল না’…দেশকে রুপো জিতিয়ে বললেন নীরজ…

Paris Olympics- ‘অস্ত্রোপচার করাতে বলেছিল চিকিৎসক! কিন্তু সময় ছিল না’…দেশকে রুপো জিতিয়ে বললেন নীরজ…

নীরজ চোপড়া। ছবি- পিটিআই (PTI)

প্যারিস অলিম্পিক্সে রৌপ্য পদকজয়ী নীরজ চোপড়া বলেন, ‘আমার আগে তুলনায় দৌড়ের গতি কিছুটা কমে গেছে, কারণ মনের ভিতর সব সময় চোটের কথাই ঘোরাফেরা করে। আমায় চিকিৎসকরা গতবার বিশ্বচ্যাম্পিয়নশিপের আগেই বলে দিয়েছিল চোটের জায়গায় অস্ত্রোপচার করাতে হবে, কিন্তু হাতে সময় কম ছিল। তাই অস্ত্রোপচার করাতে পারিনি’।

প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে জোড়া অলিম্পিক্স পদক জিতেছেন নীরজ চোপড়া। গোটা দেশই তাঁর সাফল্য গর্বিত। গতবার সোনার পদক এসেছিল টোকিয়ো থেকে। এবার অবশ্য সোনা আসেনি, এসেছে রুপো, কিন্তু তাই বা কম কি। পাকিস্তানের আর্শাদ নাদিম ৯২ মিটারের বেশি দূরে জ্যাভলিন থ্রো করে জিতেছেন সোনা, সেটা একপ্রকার রেকর্ডও বটে। নীরজ নিজের সেরাটাই দিয়েছেন চোট নিয়েও। তাঁর চোটের কথা কারোরই অজানা নয়। প্যারিসে যাওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎের সময় তিনি কথা দিয়েছিলেন দেশে ফিরবেন পদক নিয়েই। তবে চোটের কথাও সেই সময় জানিয়েছিলেন তিনি। 

আরও পড়ুন-অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক শ্রীজেশ! শুনে পিটি উষাকে কী বললেন নীরজ?

পদক জেতার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করেছিলেন নীরজকে। মন খারাপ রয়েছে সোনা না জেতার জন্য, তাই তাঁর মুখ থেকেই আক্ষেপের সুর বেড়িয়ে এসেছিল নিজের চোট নিয়ে। পাল্টা প্রধানমন্ত্রীও বলেছিলেন সোনা নিয়ে আর না ভাবতে। দেশে ফিরলেই নীরজের সঙ্গে তাঁর চোট নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী, এবং কীভাবে তা দ্রুত কাটিয়ে উঠে সুস্থ হওয়া যায় সেই পদক্ষেপও নেবেন। এবার নীরজ নিজেই নীরবতা ভাঙলেন নিজের চোট নিয়ে।

আরও পড়ুন-কলকাতা লিগে ইস্টার্ন রেলকে বেলাইন করল ইস্টবেঙ্গল! জিতল ৩-০ গোলে…

প্যারিস অলিম্পিক্সে এখনও পর্যন্ত ভারতের একমাত্র রৌপ্য পদকের মালিক নীরজ চোপড়া বলেন, ‘আমার আগে তুলনায় দৌড়ের গতি কিছুটা কমে গেছে, কারণ মনের ভিতর সব সময় চোটের কথাই ঘোরাফেরা করে। ফলে ৫০-৬০ শতাংশ ফোকাস তো চোটের দিকেই চলে যায়। আমায় চিকিৎসকরা গতবার বিশ্বচ্যাম্পিয়নশিপের আগেই বলে দিয়েছিল চোটের জায়গায় অস্ত্রোপচার করাতে হবে, কিন্তু সেই সময় হাতে সময় কম ছিল। আর বিশ্বচ্যাম্পিয়নশিপের পরেও তো খুব বেশি ব্যবধান ছিল না, তাই আর অস্ত্রোপচার করাতে পারিনি ’।

আরও পড়ুন-‘চোটের খবর কি? সোনার কথা ভুলে যাও, তুমি দেশের গর্ব’! নীরজকে ফোন প্রধানমন্ত্রীর, নিলেন মায়ের খোঁজ…

দেশের স্বার্থেই যে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন তা নীরজের কথা থেকেই স্পষ্ট। হরিয়ানার ছেলে বলছেন, ‘হয়ত এই ধরণের চোট নিয়ে খেলার সিদ্ধান্ত ঠিক নয়, তবে কখনও কখনও এমন বড় প্রতিযোগিতায় এমন সিদ্ধান্তই নিতে হয়। তবে কেরিয়ার যদি দীর্ঘ রাখতে হয় তাহলে ফুল ফিট থাকতেই হবে। অবশ্য চোটের বিষয়টা আজকের নতুন নয়। সেই ২০১৭ সাল থেকেই মনে হয় কেমন একটা অস্বস্তি রয়েছে। তবে ভালো পারফরমেন্স করতে গেলে একটা বড় সিদ্ধান্ত নিতেই হবে। ’ উল্লেখ্য চোট পেয়ে নিজের খারাপ দিনেও রুপো জিতেছেন নীরজ, যা ১৪০ কোটির ভারতবাসীর প্রতিনিধিত্ব করা বাকি ক্রীড়াবিদরা অলিম্পিক্সে এখনও ফুল ফিট হয়েও করতে পারেনি। আর ফিট থাকলে তিনি কি করতে পারেন সেটা ২০২১ সালেই সবাই দেখেছে। ফলে নীরজের থেকে এখনও যে অন্ততপক্ষে আরেকটা পদক আগামী অলিম্পিক্সে পাওয়ার আশা রয়েছে, তা অনেকেই অনুমান করতে পারছেন। 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ফাস্ট বোলার থেকে হয়েছেন স্পিনার! KKR-র ১৮ বছরের বোলারকে ভয় পাচ্ছেন প্রোটিয়ারা 'মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন, এটা ম্যান মেড বন্যা!' ‘‌ক্ষতিগ্রস্তরা শস্য বিমার টাকা পাবেন’‌, বন্যা পরিস্থিতি দেখে ঘোষণা করলেন মমতা নতুন প্রেমের জল্পনার মাঝেই সুখবর দিলেন অনন্যা পান্ডে, আসছে ‘কল মি বে ২’’ ফের দিনদুপুরে সেলিম খানকে হুমকি ব্যক্তির! সলমনের বাবার অভিযোগে পুলিশের জালে ১ হাতে রয়েছে আর কয়েকটা দিন, সবাইকে পাঠান শারদীয়ার আগাম শুভেচ্ছাবার্তা স্ত্রী'কে 'ধর্ষণ' করলেও সুরক্ষাকবচ পাবেন স্বামী? বৈধতা বিচার করবে সুপ্রিম কোর্ট ১০ বছর পর ভারতে মুক্তি পাচ্ছে পাক ছবি! ফাওয়াদ-মাহিরাদের উপর নিষেধাজ্ঞা কি উঠল? 'জুতো খুলে আসুন', বলতেই চিকিৎসককে মেঝেয় ফেলে মার রোগীর আত্মীয়দের ২০২২ থেকে টেস্টে ৩ বার এক অঙ্কে আউট কোহলি, তিনবারই বাংলাদেশের বিরুদ্ধে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.