বাংলা নিউজ > ময়দান > টোকিও অলিম্পিক্স > ‘দেশের বহু দিনের অধরা এক স্বপ্ন পূরণ করেছে’, ছেলের ফেরার অপেক্ষায় নীরজের বাবা

‘দেশের বহু দিনের অধরা এক স্বপ্ন পূরণ করেছে’, ছেলের ফেরার অপেক্ষায় নীরজের বাবা

নীরজের বাবা সতীশ চোপড়া। ছবি: এএনআই

নীরজের সোনা জয়ের পরেই তাঁর বাড়িতে শুভেচ্ছার ঢল। সংবাদমাধ্যমের ভিড় তো রয়েছেই। সেই সঙ্গে ভিড় জমিয়েছেন পাড়া প্রতিবেশি থেকে শুরু করে বহু মানুষ। কেউ মিষ্টি বিতরণ করছেন, কেউ ফুল নিয়ে হাজির হয়েছেন, কেউ নাচছেন। একেবারে হইহই কাণ্ড। সোনা জয়ের সেলিব্রেশনে উত্তাল নীরজের বাড়ি।

প্রথম বার অলিম্পিক্সে অংশ নিয়েছেন। আর প্রথম বারেই বাজিমাত করলেন নীরজ চোপড়া। তিনি সোনা জিতে ভারতকে শুধু গর্বিতই করলেন না, গড়ে ফেললেন রেকর্ডও। ভারতের এই প্রথম কোনও অ্যাথলিট ট্র্যাক এন্ড ফিল্ডে পদক পেলেন। আর সেটাও সোনা। জ্যাভলিনে নীরজের সোনা জয় যেন ভারতের ট্র্যাক এন্ড ফিল্ডের ব্যর্থতার রেকর্ড এক মুহূর্তে মুছে দিল।

ভারত এর আগে অলিম্পিক্স থেকে মোট ৯টি সোনা পেয়েছে। তার মধ্যে ৮টি এসেছে হকি থেকে। আর ২০০৮ বেজিং অলিম্পিক্সে শুটিংয়ে সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা। এর পরে ভারতকে সোনার সম্মান দিলেন নীরজ। অভিনব বিন্দ্রার পর ব্যক্তিগত ইভেন্টে দ্বিতীয় অ্যাথলিট হিসেবে সোনা পেলেন নীরজ। আর তার পরেই নীরজের বাড়িতে শুভেচ্ছার ঢল। সংবাদমাধ্যমের ভিড় তো রয়েছেই। সেই সঙ্গে ভিড় জমিয়েছেন পাড়া প্রতিবেশি থেকে শুরু করে বহু মানুষ। যাঁরা নীরজের বাড়ির সামনে একেবারে উৎসবে মেতেছেন। কেউ মিষ্টি বিতরণ করছেন, কেউ ফুল নিয়ে হাজির হয়েছেন, কেউ নাচছেন। একেবারে হইহই কাণ্ড। সোনা জয়ের সেলিব্রেশনে উত্তাল নীরজের বাড়ি।

নীরজ চোপড়ার পবিবারে যেন উচ্ছ্বাসের জোয়ার বইছে। নীরজের বাবা সতীশ চোপড়া একেবারে আবেগাপ্লুত। তিনি বলছিলেন, ‘আমার ছেলে দেশের বহু পুরনো অধরা একটি স্বপ্ন পূরণ করেছে। ঈশ্বর ওর এবং আমাদের পরিবারের সহায়। এই জয়ের পিছনে ঈশ্বরের আর্শীবাদের হাত রয়েছে। ভারতের গর্ব নীরজ।’

তিনি আরও বলেছেন, ‘রিও-তেই আমরা সোনার পদক আশা করেছিলাম। কিন্তু সে বার টেকনিক্যাল কারণে সুযোগ পায়নি নীরজ। ও কোয়ালিফাই-ই করতে পারেনি। কিন্তু এ বার ওর পরিশ্রমই ওকে দেশের জন্য সোনা জিততে সাহায্য করেছে। আমরা খুব খুশি। এখন ওর ফিরে আসার প্রতীক্ষা করছি।’

শনিবার জ্যাভলিনের ইভেন্টে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন নীরজ চোপড়া। প্রথম প্রচেষ্টায় ৮৭.০৩ মিটার ছুড়ে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন নীরজ। দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭.৫৮ মিটার ছুড়ে দূরত্ব আরও বাড়িয়ে নেন।তখনই বুঝে গিয়েছিলেন, পদক তিনি পাচ্ছেনই। তার পর তো টোকিও-তে বাকিটা ইতিহাস। আর সেই ইতিহাসের রাজা নীরজ চোপড়া।

তবে অনেকের দাবি, প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে পদক জিতেছিলেন নর্ম্যান প্রিটচার্ড। ১৯০০ সালের অলিম্পিক্সে তিনি দুটি সোনা জিতেছিলেন। যদিও তিনি ভারতের হয়ে অংশগ্রহণ করেননি। সেই নিরিখে ভারতের প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সে পদক জিতলেন নীরজই। তাও একেবারে সোনা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে ‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার? হাজিরা দেওয়া সত্ত্বেও শোকজ ভোটকর্মীরা, অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে 'ওর মতে আমি…', নির্বাচনের আগেই আত্মবিশ্বাসী সায়নী! কী বললেন বন্ধু রাজ? হবে ঝড়বৃষ্টি, জারি সতর্কতা, এরই মধ্যে দক্ষিণবঙ্গে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি সামনে গম্ভীর, পিছনে বিরাট- ‘আগুনে পেট্রোল’ ঢালল KKR! কী হবে ভেবে কাঁপছে নেটপাড়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.