কোর্ট অফ আর্বিট্রেশন অফ স্পোর্টসে গেছে ভিনেশ ফোগটের বিষয়টি। তিনি রৌপ্য পদক পাবেন কি না, তা জানা যাবে মঙ্গলবারই। শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ এই বিষয় ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ আদালতের রায় আসার কথা ছিল। সেক্ষেত্রে ভিনেশ পদক পাবেন কিনা বিষয়টি অলিম্পিক্স চলাকালীনই জানা যেত। কিন্তু মঙ্গলবার সিদ্ধান্ত জানানোয়, অলিম্পিক্সের পর পদকের বিষয় জানতে পারবেন ভিনেশ। মাত্র ১০০ গ্রাম ওজনের জন্য ফাইনালের আগে তাঁকে অযোগ্য হিসেবে বাতিল করা হয় প্যারিস গেমস থেকে।
ভারতের তরফে সেরা আইনজীবীরা ভিনেশের হয়ে সওয়াল করার জন্য রাখা হয়েছিল। যেতেহু বেশ কয়েকটি ন্যায্য কারণ ভারতের তরফে তুলে ধরা হয়েছে, তাই খেলোয়াড়ের সমস্যার বিষয়টিও মাথায় রাখছে সিএএস। আর কুস্তিতে ওজন কমানোর বিষয়টি খুব সাধারণ একটা বিষয়। যদিও আইওসি আবারও জানিয়েছে তাঁরা দুটি রৌপ্য পদক দেওয়ার পক্ষে একদমই নয়। এরই মধ্যে ভিনেশকে নিজের চিন্তার কথা জানালেন নীরজ চোপড়া।
আরও পড়ুন-দেশে ফিরলেন সোনার ছেলে নাদিম! তৈরি হচ্ছে বিশেষ স্ট্যাম্প, পাবেন ‘হিলাল ই ইমতিয়াজ’ সম্মান!
নীরজ চোপড়া টানা দুই অলিম্পিক্সেই পদক এনেছেন। টোকিয়ো থেকে সোনা আনার পর এবার প্যারিসে এনেছেন রুপো। নিজের দেশ গতবারের সাফল্য ধরতে পারেনি এবারে, একটি পদক কম রয়েছে ভারতের। এই আবহেই ভিনেশকে নিয়ে নিজের চিন্তার কথা জানালেন নীরজ। মানুষ খুব বেশিদিন মনে রাখবে তো ভিনেশকে? যদি ফল তাঁর বিপক্ষে যায়, এই প্রশ্নই তুলেছেন তিনি।
আরও পড়ুন-অতি লোভে তাঁতি নষ্ট! সোনা জয়ের সুযোগ হাতছাড়া মার্কিন হাই-জাম্পারের! ডোবালেন দেশকেও…
প্যারিস অলিম্পিক্সে ভারতের একমাত্র রৌপ্য পদকজয়ী নীরজ চোপড়া সংশয় প্রকাশ করেছেন ভিনেশের বিষয়। তিনি বলেছেন, ‘যদি ওকে মেডেল দেওয়া হয়, তাহলে তো খুব ভালো কথা। আমি আশা করব ওকে পদক দেওয়া হবে। কারণ পদক যদি না পড়া যায়, সেই কষ্টটা সারাজীবন থেকে যায়। এখন অনেকেই বলছে, ও আমাদের চ্যাম্পিয়ন। কিন্তু আমার মনে হয় যদি কেউ পোডিয়ামে না থাকে, তাহলে তাঁকে মানুষ কয়েকদিন পরই ভুলে যায়, এটাই আমার একমাত্র ভয়ের কারণ। যদি এত বড় ঘটনা না হত, তাহলে একটা পদক হাতছাড়া হওয়াও খুব বড় ব্যাপার হত না। কিন্তু এখন সত্যিই পদকটা গুরুত্বপূর্ণ। তবে আমি আশা করব, ও পদক পাক অথবা নাই পাক, দেশের মানুষ যেন ওকে কখনও না ভুলে যায় ’।
আরও পড়ুন-ক্যাসের রায়ের জের! পদক ফেরাতে হবে মার্কিন জিমনাস্টকে! ব্রোঞ্জ পাচ্ছেন অ্যানা…
শুক্রবার সিএএসের অ্যাড হক প্যানেলের মুখোমুখি হয়েছিলেন ভিনেশ ফোগট। ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন তিনি। শনিবার রায় ঘোষণার কথা থাকলেও তা মঙ্গলবার পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। ফলে ৪৮ ঘন্টার মধ্যেই জানা যাবে ভারতের পদক জয়ের সংখ্যা কি টোকিয়ো অলিম্পিক্সের সমান হবে নাকি আটকে যাবে ৬তেই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।