বাংলা নিউজ > ময়দান > অলিম্পিক্স > যার কোচিংয়ে অলিম্পিক্সে সোনা ও রুপো জিতেছিলেন নীরজ চোপড়া, এবার সেই কোচই সঙ্গ ছাড়লেন

যার কোচিংয়ে অলিম্পিক্সে সোনা ও রুপো জিতেছিলেন নীরজ চোপড়া, এবার সেই কোচই সঙ্গ ছাড়লেন

কোচের সঙ্গে সম্পর্ক শেষ করলেন নীরজ চোপড়া (ছবি-এক্স)

বড় ধাক্কা খেলেন টোকিয়ো অলিম্পিক্সে সোনা এবং প্য়ারিসে রুপো অ্যাথলিট নীরজ চোপড়া। যেই কোচের হাত ধরে তিনি নিজের জীবনকে বদলে ফেলেছিলেন এবার সেই জার্মান কোচই নীরজ চোপড়ার হাত ছেড়ে দিলেন। নীরজ চোপড়ার কোচের পদ থেকে সরে দাঁড়ালেন তাঁর প্রশিক্ষক জার্মান কোচ ক্লস বার্তোনিৎজ।

বড় ধাক্কা খেলেন টোকিয়ো অলিম্পিক্সে সোনা এবং প্য়ারিসে রুপো অ্যাথলিট নীরজ চোপড়া। যেই কোচের হাত ধরে তিনি নিজের জীবনকে বদলে ফেলেছিলেন এবার সেই জার্মান কোচই নীরজ চোপড়ার হাত ছেড়ে দিলেন। নীরজ চোপড়ার কোচের পদ থেকে সরে দাঁড়ালেন তাঁর প্রশিক্ষক জার্মান কোচ ক্লস বার্তোনিৎজ। তবে অন্য কিছু নয়, বয়সজনিত কারণে পরিবারের সঙ্গে থাকতেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন নীরজের জার্মান কোচ ক্লস বার্তোনিৎজ ৷

দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়া এখন তাঁর কোচ ক্লস বার্তোনিৎজের সঙ্গে কোচিং সম্পর্ক বিচ্ছেদ করেছেন। জার্মান কোচ নীরজের বায়োমেকানিক্স বিশেষজ্ঞ হিসেবে যোগ দেন এবং পরে ২০১৯ সালে তিনি নীরজের স্থায়ী কোচ হন। এএফআই এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে উয়ে হোনের মত পার্থক্যের পর তিনি নীরজ চোপড়ার কোচের দায়িত্ব নেন।

আরও পড়ুন… Irani Cup 2024: রোহিত-গম্ভীরের একাদশে জায়গা হয়নি, এবার ছুঁয়ে ফেললেন সচিন-দ্রাবিড়ের রেকর্ড

ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের একজন আধিকারিক প্রকাশ করেছেন যে ক্লস বার্তোনিৎজ তাঁর পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য নীরজের সঙ্গে তাঁর পার্টনারশিপ ভেঙেছেন। এর সঙ্গে গুঞ্জনেরও অবসান ঘটেছে যে নীরজ জার্মানি কোচের সঙ্গে তার চুক্তি শেষ করতে চান।

ক্লস বার্তোনিৎজের অধীনে নীরজ চোপড়া টোকিও অলিম্পিক্সের স্বর্ণপদক এবং প্যারিস অলিম্পিকে রুপোর পদক জিতেছিলেন। বিশ্ব চ্যাম্পিয়ন এবং ডায়মন্ড লিগ চ্যাম্পিয়ন হয়েছিলেন নীরজ চোপড়া। এছাড়া এশিয়ান গেমসেও স্বর্ণপদক জিতেছেন তিনি। নীরজ সর্বশেষ জার্মান কোচের সঙ্গে ব্রাসেলসে ডায়মন্ড লিগের ফাইনালে অংশ নিয়েছিলেন, যেখানে তিনি অ্যান্ডারসন পিটার্সের পরে দ্বিতীয় স্থানে ছিলেন।

আরও পড়ুন… রোহিত ভাই আগেই আমায় বলেছিলেন… ক্যাপ্টেনের কোন পরামর্শে বদলে গিয়েছিল ম্যাচের ছবি? কী বললেন যশস্বী?

কীভাবে শুরু হয়েছিল নীরজ চোপড়া ও ক্লস বার্তোনিৎজের যাত্রা

নীরজ চোপড়া ২০১৮ সালের এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসে উওয়ে হোনের নির্দেশনায় স্বর্ণপদক জিতেছিলেন। যাইহোক, এর পরে হরিয়ানার খেলোয়াড় অনুভব করেছিলেন যে তার প্রশিক্ষণ পদ্ধতি পরিবর্তন করা দরকার। এভাবেই শুরু হয় নীরজ চোপড়া এবং ক্লস বার্তোনিৎজের যাত্রা। জার্মান খেলোয়াড় তাঁর কেরিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং সময়ে নীরজ চোপড়ার সঙ্গে ছিলেন। ২০১৯ সালে, নীরজ চোপড়া তার নিক্ষেপের বাহুতে কনুইতে আঘাতের কারণে প্রায় এক বছরের জন্য ছিটকে গিয়েছিলেন।

আরও পড়ুন… IND vs BAN Test: বাংলাদেশকে হারিয়ে কার হাতে সিরিজের ট্রফি তুলে দিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা?

নীরজের উপর কঠোর পরিশ্রম করেছিলেন ক্লস বার্তোনিৎজ

নীরজ চোপড়াকে মাঠে নামানোর জন্য ক্লস বার্তোনিৎজ এবং তার দলকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল। নীরজ চোপড়া চোট থেকে ফিরে আসার পর, প্রথম প্রতিযোগিতায় ৮৭.৮৬ মিটার লম্বা থ্রো করে টোকিও অলিম্পিক্সের টিকিট বুক করেন। যদিও কোভিড -১৯ অতিমারী নীরজ চোপড়ার অলিম্পিক্স প্রস্তুতিকে প্রভাবিত করেছিল। নীরজ চোপড়া ও ক্লস বার্তোনিৎজ জুটি একসঙ্গে ছিলেন। লকডাউনের সময় নীরজের শরীরের নমনীয়তা উন্নত করতে ক্লস বার্তোনিৎজ অনেক সময় ব্যয় করেছিলেন। অলিম্পিক্সের আগে একটি ছোট টুর্নামেন্টের জন্য ইউরোপে যাওয়ার আগে তিনি কয়েক মাস পাতিয়ালায় কাটিয়েছিলেন।

নীরজ চোপড়া এখন তার বর্তমান মরশুম শেষ করে ভারতে ফিরে এসেছেন এবং আগামী বছর অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্সের জন্য প্রস্তুতি শুরু করেছেন। আগামী বছরের ১৩ থেকে ২১ সেপ্টেম্বর জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। এর পরে, তার পরবর্তী বড় লক্ষ্য হবে এশিয়ান গেমস এবং ২০২৮ সালের অলিম্পিক গেমসে ভারতের জন্য স্বর্ণপদক জেতা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

পুজোর আগে শেষ রবিতে বেশি বৃষ্টি হবে একাধিক জেলায়! চতুর্থী থেকে আরও ভাসবে বাংলা? বাংলা-সহ পাঁচটি ভাষাকে ধ্রুপদী স্বীকৃতি দিতে নিয়ম সংশোধন করেছে কেন্দ্র 'আমার মেয়ে একমাস…' জয়নগর কাণ্ডের পর প্রতিক্রিয়া সুদীপ্তার, ক্ষুব্ধ স্বস্তিকারা পুজো বন্ধ করলেই ‘বিপদ’ হয়, জঙ্গলমহলের এই গুহায় আজও হয় দুর্গাপুজো 'বিয়ের বয়স হয়েছে, ওরা আমার মেয়ে কি', খেপে মঞ্চ ছাড়ল ‘ধর্ম প্রচারক’ জাকির নায়েক ব্যাটারদের ব্যর্থতা, ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ! ৪২ হাজারের মধ্যে সরকারি অনুদান প্রত্যাখ্যান মাত্র ৫৯টি পুজো কমিটির: রিপোর্ট ‘অনন্যার কেরিয়ারের সেরা কাজ…’, CTRL দেখে প্রশংসায় পঞ্চমুখ পরিচালক অনুরাগ কাশ্যপ স্তন ক্যানসার হওয়ার পর ১ম জন্মদিন, হিনার জন্য় বিশেষ চমক অনুরাগীদের, কী এল উপহারে সারেগামাপায় তৃপ্তির গোপন গুণের কথা ফাঁস রাজকুমারের! প্রমাণ দিতে কোন গান গাইলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.