টোকিওয় যোগ্যতা অর্জন পর্বে এক নম্বরে থেকে ফাইনালের টিকিট নিশ্চত করেছিলেন নীরজ। কোয়ালিফিকেশন রাউন্ডে প্রথম প্রচেষ্টাতেই ৮৬.৬৫ মিটার জ্যাভেলিন ছুঁড়ে বাজিমাত করেছিলেন তিনি। এবার ফাইনালের লড়াইয়ে প্রথম প্রচেষ্টায় ৮৭.০৩ মিটার দূরত্বে জ্যাভেলিন ছোঁড়েন নীরজ, যা তাঁকে শুরুতেই এক নম্বরে বসিয়ে দেয়।
প্রথম থ্রোয়ের ফলাফলের নিরিখেই নীরজ সোনা জিততে পারতেন। তবে তাঁর সেরা পারফর্ম্যান্স আসে দ্বিতীয় প্রচেষ্টায়। দ্বিতীয় দফায় নীরজ ছোঁড়েন ৮৭.৫৮ মিটার, যার ধারে কাছে পৌঁছতে পারেননি বাকিরা। ফলে অনায়াসেই টোকিওয় জ্যাভেলেন থ্রো-র সোনার পদক গলায় ঝোলান নীরজ।
ফাইনালের নীরজের পারফর্ম্যান্স:-
১. প্রথম প্রচেষ্টায় ৮৭.০৩ মিটার দূরত্বে জ্যাভেলিন ছোঁড়েন নীরজ।
২. দ্বিতীয় প্রচেষ্টায় নীরজ ছোঁড়েন ৮৭.৫৮ মিটার।
৩. তৃতীয় প্রচেষ্টায় ৭৬.৭৯ মিটার দূরত্বে জ্যাভেলিন ছোঁড়েন নীরজ।
৪. চতু্র্থ প্রচেষ্টায় ফাউল থ্রো করেন নীরজ।
৫. পঞ্চম প্রচেষ্টায় ফাউল থ্রো করেন নীরজ।
৬. ষষ্ঠ তথা শেষ প্রচেষ্টায় ৮৪.২৪ মিটার ছোঁড়েন নীরজ।
জ্যাভেলিন থ্রো-র পদক জয়ীরা:-
সোনা: নীরজ চোপড়া (ভারত)- ৮৭.৫৮ মিটার।
রুপো: জাকুব ভাদলেজচ (চেক প্রজাতন্ত্র)- ৮৬.৬৭ মিটার।
ব্রোঞ্জ: ভিতেজস্লাভ ভেসেলি (চেক প্রজাতন্ত্র)- ৮৫.৪৪ মিটার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।