প্যারিস অলিম্পিক্সের অষ্টম দিনের মিক্সড রিলে রেসের ফাইনালে নেমেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, বেলজিয়ামসহ বাকি সব দল। অন্যান্যবারের মতো এবারও মার্কিনদেরই ৪ *৪০০ মিটার রিলে দৌড়ে সকলে ফেভারিট ধরে ছিল। কিন্তু রূপকথা লিখেই মার্কিনদের পিছনে ফেলে দেশকে পদক জেতালেন নেদারল্যান্ডসের ২৪ বছর বয়সী ফেমকে বোল। সতীর্থরা থাকলেও, শেষ ল্যাপে তিনি যে স্প্রিন্ট দিলেন তাতেই কার্যত দিশেহারা হয়ে গেল বাকি প্রতিপক্ষ দলের দৌড়বিদরা। দুরন্ত গতিতে দৌড় শেষ করে মার্কিনদের কিছুটা হতবাক করে দিয়েই দেশকে স্বর্ণপদক এনে দিলেন এই ডাচ দৌড়বিদ। দেখে বোঝা গেল না, এই ইভেন্ট মিক্সড ছিল না স্রেফ তাঁর একার ছিল।
আরও পড়ুন-‘যখনই আমাদের দেখা হয়,আমরা…’বিরাটের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মহেন্দ্র সিং ধোনি
এর আগে টোকিয়ো অলিম্পিক্সেও নেমেছিলেন ফেমকে, সেবারও খালি হাতে ফেরেননি। পেয়েছিলেন ব্রোঞ্জ, আর এবার একেবারে বোল্টের ঢংয়ে রেস ফিনিশ করে দেশকে এনে দিলেন কাঙ্খিত সোনা। শেষ ২০০ মিটারে তিনি নিজের গতি একটাই বাড়িয়ে দেন হঠাৎ করে, যে প্রতিপক্ষরা কেউই আর তাঁকে নির্দিষ্ট সময়ের মধ্য়ে ধরতে পারেননি।
আরও পড়ুন-শুধু টাকা নয়, লাল বলে খেলার আগ্রহই নেই কারোর! টেস্ট না খেলার কারণ জানালেন রাসেল…
একটা সময় মনে হয়েছিল ৪*৪০০ মিটার রিলেতে কমলা আর্মির পক্ষে ব্রোঞ্জ পদক পাওয়াও কঠিন হতে চলেছে। ফেমকে বোলের সামনে ছিল আরও তিন জন। সেই সময়ই পিছনে থেকে গতি বাড়ান ডাচ অ্যাথলিট। চিতাবাঘের মতোই পিছন থেকে এসে সকলকে মূহূর্তের মধ্যে গতিতে পিছনে ফেলে দেন তিনি, সকলকে বুঝিয়ে দেন আসলে এটা ছিল ওয়ান ওম্যান শো। একে একে বেলজিয়াম, ব্রিটিশ এবং মার্কিন দৌড়বিদদের পিছনে ফেলেন তিনি। ৪৭.৯৩ সেকন্ডে নিজের ৪০০ মিটার দৌড় শেষ করেন বোল। তাঁর সঙ্গে দলে ছিলেন লিয়েকে ক্লেভার, ওমাল্লা এবং ক্লেইন ইকিঙ্ক। মিলিতভাবে ডাচ দল এই রিলে দৌড় শেষ করতে সময় নেয় ৩.৭৪৩ মিনিট, মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে ০.৩১ সময় কম।
আরও পড়ুন-উন্মাদের মতো শট খেলতে গিয়ে আউট আর্শদীপ! রাগ-বিরক্তি চেপে রাখতে পারলেন না বিরাট-গৌতি!
ঐতিহাসিক পদক জয়ের পর ডাচদের সেনসেশন ফেমকে বলেন, ‘আমার কাছে বিষয়টা হল এগিয়ে যাওয়ার, যাই পরিস্থিতি আসুক এগিয়ে যেতে হবে। আমি বুডাপেস্টের পারফরমেন্স থেকে শক্তি নিয়েছিলাম, আর আমায় সকল সতীর্থরাই সমর্থন করছিল, যেটা আমায় আরও বেশি উদ্বুদ্ধ করেছে’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।