শুভব্রত মুখার্জি:- প্যারিস অলিম্পিক গেমসের হকিতে মেয়েদের বিভাগেও চ্যাম্পিয়ন হল নেদারল্যান্ডস দল। পুরুষ বিভাগে আগেই জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নেদারল্যান্ডস। এবার মেয়েদের বিভাগেও তাঁরা চ্যাম্পিয়ন হয়ে বিরল 'ডাবল' অর্থাৎ দুই বিভাগেই সোনা জয়ের বিরল নজির গড়ল। গতবার টোকিও অলিম্পিক গেমসেও মেয়েদের হকিতে চ্যাম্পিয়ন হয়েছিল নেদারল্যান্ডস। এবারও তারা সেই পদক ধরে রাখল। ফাইনালে পেনাল্টি শুট আউটে চিনকে হারাল নেদারল্যান্ডস।খেলার ফল নেদারল্যান্ডসের পক্ষে ৩-১। নেদারল্যান্ডসের ছেলেরা হকিতে সোনা জয়ের ২৪ ঘন্টা পরপরেই হকিতে সোনা জিতে নিল নেদারল্যান্ডসের মেয়েরা। তৈরি হল নয়া ইতিহাস।
আরও পড়ুন-ভারতীয় ক্রিকেট দলে সুখবর! চোট কাটিয়ে আগামী মাসেই বাংলাদেশ সিরিজে ফিরছেন শামি…
মেয়েদের হকিতে এমনিতেই বরাবর শক্ত প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এই বিভাগে তাদের আধিপত্য অনস্বীকার্য। পরপর ছয়বার অলিম্পিক গেমসের মেয়েদের হকিতে ফাইনালে উঠেছে তারা। তবে এদিন ফাইনালে তাদের বিরুদ্ধে জোরদার লড়াই করেছে চিন। সোনা জিততে এদিন কালঘাম ছুটেছে নেদারল্যান্ডস দলের। ঘটনাচক্রে এটি হকিতে মেয়েদের বিভাগে নেদারল্যান্ডস দলের পঞ্চম সোনা। নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল ছিল ১-১। ম্যাচে চিন লিড নিয়েছিল। চেন ইর গোলে এগিয়ে গিয়েছিল তারা। সেখান থেকেই কামব্যাক করে নেদারল্যান্ডস দল। খেলা শুরুর ছয় মিনিটের মাথাতে এগিয়ে যায় চিন। ডাচদের অনবরত চাপের মধ্যেও চিনের ডিফেন্স ভেঙে যায়নি।
ম্যাচ শেষ হয়ে যাওয়ার নয় মিনিট আগে কামব্যাক করে নেদারল্যান্ডস। পেনাল্টি কর্ণার শুটার ইব্বি জানসেন দলকে সমতায় ফেরান। টুর্নামেন্টে নিজের নয় নম্বর গোল করে নেদারল্যান্ডসকে সমতায় ফেরান। খেলা এরপর গড়ায় টাইব্রেকারে। সেখানে ডাচ গোলরক্ষক অ্যানে ভেনেনডাল চিনের প্রথম শটটি সেভ করে দেন। নেদারল্যান্ডস তাদের কোন শট থেকেই গোল করতে ভুল করেনি।এরপর ফের চিনের মা নিঙ্গের শট আটকে দিয়ে নেদারল্যান্ডসের হয়ে সোনা জয় নিশ্চিত করেন ভেনেনডাল। অলিম্পিক গেমসের হকির ইতিহাসে এই প্রথম কোন দেশ পুরুষ এবং মহিলা উভয় বিভাগেই একটি নির্দিষ্ট অলিম্পিক গেমসে সোনা জয়ের নজির গড়ল।
আরও পড়ুন-নামেই অলিম্পিক্স! পদক দেখে মনে হচ্ছে যুদ্ধে গেছিল! বিস্ফোরক মার্কিন স্কেটবোর্ডার!
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।