Nikhat Zareen Paris Olympics 2024 End: শেষ হয়ে গেল ভারতের তারকা মহিলা বক্সার নিখাত জারিনের প্যারিস অলিম্পিক্স ২০২৪-র যাত্রা। ৫০ কেজি বিভাগের প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে চিনের শীর্ষ বাছাই বক্সার উ ইউ-এর মুখোমুখি হয়েছিলেন নিখাত জারিন। এই ম্যাচে ৫-০ ফলে হেরে যান ভারতীয় বক্সার। এর মাধ্যমে নিখাতই প্রথম ভারতীয় বক্সার যিনি প্যারিস অলিম্পিক্স থেকে ছিটকে গেলেন।
ভারতের তারকা মহিলা বক্সার নিখাত জারিনের প্যারিস অলিম্পিক্সের পদক জয়ের স্বপ্ন ভেস্তে যায়। প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে একতরফা ম্যাচে ভারতীয় তারকাকে হারিয়ে দেন শীর্ষ বাছাই চিনের উ ইউ। ৫০ কেজি বিভাগে চিনা বক্সারের বিরুদ্ধে ০-৫ হেরেছেন নিখাত জারিন। প্রথম রাউন্ড থেকেই হতাশ করেন ভারতীয় বক্সার নিখাত জারিন।
আরও পড়ুন… PAK vs BAN: পাকিস্তান সফরে যেতে ভয় পাচ্ছে বাংলাদেশ! সরকারের কাছে নিরাপত্তা পরামর্শদাতা চাইল BCB
এই অলিম্পিক্সে সবচেয়ে বিপজ্জনক ড্র করেছিলেন নিখাত জারিন। প্রথম রাউন্ডেই হতাশ হয়েছিলেন নিখাত জারিন। প্রথম রাউন্ডে ৪-১ ব্যবধানে জিতে যান চিনা খেলোয়াড়। দ্বিতীয় রাউন্ডের ফলও চিনা বক্সারের পক্ষে যায়। এই রাউন্ডে ৩-২ ব্যবধানে জেতেন চিনের বক্সার উ ইউ। প্রথম দুই রাউন্ড জয়ের পর, তৃতীয় রাউন্ডেো বড় জয় পায় চিনা বক্সার। আর এর ফলেই নিখাতের পদক জয়ের আশা শেষ করে দেন চিনের শীর্ষ বাছাই বক্সার উ ইউ।
আরও পড়ুন… SL vs IND ODI: শুরুর আগেই শ্রীলঙ্কা দলে বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা পেসার, দলে মালিঙ্গা ও সিরাজ
প্রি-কোয়ার্টার ফাইনালে পরাজিত হন চিনা খেলোয়াড়
রাউন্ড অফ ৩২-এ জার্মান বক্সার ম্যাক্সি ক্লটজারকে পরাজিত করার পর, নিখাত জারিন এশিয়ান গেমস এবং বর্তমান ফ্লাইওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন চিনের উ ইউ এর মুখোমুখি হয়েছিলেন। প্রথম ম্যাচেই বাই পেয়েছিলেন শীর্ষ বাছাই উ ইউ। চিনা খেলোয়াড় নিখাতকে ৫-০ ব্যবধানে পরাজিত করে প্যারিসে অলিম্পিক্সে ভারতের একটি পদক জয়ের স্বপ্ন ভেঙে চুরমার করে দেন।
আরও পড়ুন… অধিনায়কত্বের জন্য কখনও খেলিনি- পাকিস্তানের নেতৃত্ব বিতর্কে প্রথমবার মুখ খুললেন শাহিন আফ্রিদি
কোয়ার্টার ফাইনালে লভলিনা ও নিশান্ত
দুই ভারতীয় বক্সার ইতিমধ্যেই তাদের নিজ নিজ বিভাগে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন। টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয়ী লভলিনা (৭৫ কেজি) এবং নিশান্ত দেব (পুরুষদের ৭১ কেজি), প্রি-কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষকে পরাজিত করে এই সাফল্য অর্জন করেছিলেন। লভলিনা নরওয়ের সুনিভা হফস্ট্যাডকে ৫-০ এবং নিশান্ত ইকুয়েডরের হোসে গ্যাব্রিয়েল রদ্রিগেজ টেনোরিওকে ৩-২-এ পরাজিত করেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।