শুভব্রত মুখার্জি:- প্যারিস অলিম্পিক গেমসে স্প্রিন্ট ডাবল অর্থাৎ ১০০ মিটার এবং ২০০ মিটারে সোনা জয়ের স্বপ্ন নিয়েই এসেছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের নোয়া লাইলস।১০০ মিটারে সোনাও পেয়েছিলেন তিনি। এরপরেই কোভিড আক্রান্ত হন তিনি। এই অবস্থাতেই ছেলেদের ২০০ মিটারের দৌড়ে নেমেছিলেন তিনি। দুর্দান্ত লড়াইও করেন ট্র্যাকে।তবে সোনা জিততে পারেননি।তৃতীয় হয়েই তাঁকে সন্তুষ্ট থাকতে হয়েছে। ফাইনালের দুই দিন আগেই তিনি কোভিড পজিটিভ হয়েছিলেন।ফলে ২০০ মিটারে তাঁর খেলা নিয়ে সংশয় ছিল। সেই সংশয় দূরে সরিয়ে মাঠে নামলেও তাঁর সেরাটা স্বাভাবিক কারণেই তিনি দিতে পারেননি।আর ২০০ মিটারের ফাইনালে হারের পরেই তাঁর প্যারিস গেমসের সফর যে শেষ হয়ে গিয়েছে তা জানিয়েছেন তিনি।
আরও পড়ুন-কলকাতা লিগে ইস্টার্ন রেলকে বেলাইন করল ইস্টবেঙ্গল! জিতল ৩-০ গোলে…
প্রসঙ্গত প্যারিস অলিম্পিক্সে ১০০ ও ২০০ মিটার দৌড়ের পাশাপাশি আমেরিকার হয়ে ৪x১০০ মিটারে সোনা জিতে ‘ট্রেবল’ জয়ের স্বপ্ন তিনি দেখিয়েছিলেন আমেরিকাকে। তবে যুক্তরাষ্ট্রের স্প্রিন্টারের সেই স্বপ্ন এই অলিম্পিক গেমসে অধরা থেকে গেল। গতকাল রাতে অর্থাৎ নীরজ চোপড়ার রুপো জয়ের রাতেই ২০০ মিটারে তৃতীয় হলেন তিনি। ১৯.৭০ সেকেন্ড সময় করে তৃতীয় হয়েছেন তিনি।এই বিভাগে সোনা জিতেছেন বোতসোয়ানার লেটসিলে তেবেগো।প্রথম আফ্রিকান পুরুষ হিসেবে তিনি ২০০ মিটারে সোনা জয়ের নজির গড়েছেন তিনি। ১৯.৪৬ সেকেন্ডে দৌড় শেষ করেছেন তিনি।
আরও পড়ুন-ভারতীয় ক্রিকেট দলে সুখবর! চোট কাটিয়ে আগামী মাসেই বাংলাদেশ সিরিজে ফিরছেন শামি…
নোয়া লাইলসের শরীর এতটাই খারাপ ছিল যে দৌড় শেষ করার পরে হাঁটার অবস্থাতেও ছিলেন না তিনি। ফলে লাইলসকে হুইলচেয়ারে করে ট্র্যাক থেকে বাইরৈ নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ইনস্টাগ্রামে একটি পোস্ট করে লাইলস লিখেছেন, ‘২০২৪ অলিম্পিকে আমার যাত্রা এখানেই শেষ হয়ে গেল যেমন অলিম্পিক্সের স্বপ্ন দেখেছি আমি এই গেমসটা তেমন হল না।তবে অনেক আনন্দ পেয়েছি এখানে লড়াই করে।'
আরও পড়ুন-শহরে এসেই অনুশীলন শুরু দিমির! আনোয়ার ইস্যুতে আজই বৈঠক প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির
ফলে যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে ৪ x১০০ মিটার রিলে দৌড়ে আমেরিকার হয়ে তিনি নামবেন না। ২৭ বছর বয়সী এই স্প্রিন্টারের পোস্ট অন্ততপক্ষে সেই কথাই বলছে। ২০০ মিটারের ফাইনালে নামার আগে লাইলসে স্টেডিয়ামে সার্জিক্যাল মাস্ক পরে থাকতে দেখা গিয়েছে। তবে ২০০ মিটারের ফাইনালে লড়াইয়ের সময়ে তাঁর সেইরকম সমস্যা বাইরে থেকে দেখা বা বোঝা যায়নি। দেশের হয়ে নিজের সেরাটা উজাড় করে দেন লাইলস। তবে তাঁর শারীরিক অসুস্থতা তাঁকে কোথাও গিয়ে লড়াইতে শেষ পর্যন্ত পিছিয়ে দিল।
অন্যদিকে মেয়েদের ৪০০ মিটার হার্ডেলসে আমেরিকা যুক্তরাষ্ট্রের সিডনি ম্যাকলাফলিন লেভ্রন বিশ্ব রেকর্ড গড়ে জিতলেন সোনা। ৫০.৩৭ সেকেন্ড সময়ে দৌড় শেষ করে সোনা জিতেছেন তিনি। আমেরিকার অ্যানা ককরেল ৫১.৮৭ সেকেন্ড সময়ে জিতেছেন রুপো। নেদারল্যান্ডসের ফেমকে বল ৫২.১৫ সেকেন্ড সময়ে দৌড় শেষ করে জিতেছেন ব্রোঞ্জ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।