Paris Olympics 2024: ভারতের অভিজ্ঞ তিরন্দাজ দীপিকা কুমারী অঙ্গীকার করেছেন যে তিনি অলিম্পিক্সে পদক না জেতা পর্যন্ত খেলা ছাড়বেন না। প্যারিস অলিম্পিক্সের ব্যর্থতা ভুলে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে তিনি পদক জিতবেন। এই বিষয়ে আত্মবিশ্বাসী দীপিকা কুমারী। শনিবার ২০২৪ প্যারিস অলিম্পিক্সে ৩০ বছর বয়সি মহিলা স্বতন্ত্র বিভাগে দক্ষিণ কোরিয়ার ন্যাম সু-হাইওনের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে যান দীপিকা কুমারী। এরপরেই প্যারিসে ভারতের তিরন্দাজ অভিযান শেষ হয়।
মহিলাদের দলগত বিভাগে অঙ্কিতা ভকত এবং ভজন কৌরের সঙ্গে জুটি বেঁধেছিলেন দীপিকা, কিন্তু ভারতের এই ত্রয়ী নেদারল্যান্ডসের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল। ইন্ডিয়া হাউসে একান্ত আলাপচারিতায় সংবাদ সংস্থা পিটিআইকে দীপিকা কুমারী বলেছেন, ‘অবশ্যই, আমি ভবিষ্যতে আরও খেলতে চাই এবং আমার খেলা চালিয়ে যাব।’ তিনি আরও বলেন, ‘আমি সত্যিই একটি অলিম্পিক্স পদক জিততে চাই এবং আমি এটি অর্জন না করা পর্যন্ত খেলা ছাড়ব না। আমি আরও কঠোর প্রশিক্ষণ করব এবং দৃঢ়ভাবে ফিরে আসব।’
এই সময়ে দীপিকা কুমারী বলেছেন, ‘প্রথমত, আমি নিজেকে আরও শক্তিশালী ভাবে উপস্থাপন করব। দ্রুত শ্যুটিংয়ের মতো অনেক কিছু আছে যেগুলো সম্পর্কে আমাকে আরও কিছু শিখতে হবে এবং সেই অনুযায়ী নিজেকে প্রশিক্ষিত করা খুবই গুরুত্বপূর্ণ। আমি অলিম্পিক থেকে যা শিখেছি তা হল দেরিতে শ্যুটিং কাজ করে না; আপনার বড় ভুল করার কোন জায়গা নেই, তাই আপনাকে এটি নিয়ন্ত্রণ করতে হবে। আমি এখান থেকে এটি শিখেছি।’
আরও পড়ুন… আমি এই প্রজন্মের কাছে ধনরাজ পিল্লাই- কেন এমন বললেন ভারতীয় হকি দলের অভিজ্ঞ গোলরক্ষক শ্রীজেশ
৩০ বছরের দীপিকা কুমারী টানা চতুর্থবার অলিম্পিক্সে নেমেছিলেন। ২০২২ সালের ডিসেম্বরে প্রথমবার মা হওয়ার পরে একটি অসাধারণ প্রত্যাবর্তন করেছিল, যখন সে তার কন্যার জন্ম দিয়েছিলেন। জাতীয় নির্বাচন ট্রায়ালের শীর্ষে থাকার পর, দীপিকা এপ্রিলে সাংহাই বিশ্বকাপে একটি স্বতন্ত্র স্বর্ণ জিতেছিলেন। তবে প্যারিস অলিম্পিক্সে চূড়ান্ত হতাশ করেছিলন দীপিকা। প্যারিস অলিম্পিক্স ২০২৪-এ মহিলাদের তিরন্দাজির ব্যক্তিগত বিভাগে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেও, তার বেশি এগোতে পারেননি। তবে দীপিকা কুমারী এখানে থামতে নারাজ। প্যারিসে স্বপ্নভঙ্গের পরেই তাই অঙ্গীকার করলেন তিনি। ২০২৮ সালে আমেরিকার লস অ্যাঞ্জেলসে পরবর্তী অলিম্পিক্সের আসর বসবে। এখন দেখার সেখানে দীপিকা কুমারী নিজের লক্ষ্যপূরণে সফল হন কি না। তবে তাঁর লড়াই ও আত্মবিশ্বাসকে কুর্নিশ করতেই হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।