প্যারিস অলিম্পিক্সে দুরন্ত ছন্দে দেখা গেল নোভাক জকোভিচকে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তিনি সোমবার মুখোমুখি হয়েছিলেন রাফায়েল নাদালের। মনে করা হয়েছিল, বেশ ভালোই লড়াই দেবেন স্প্যানিশ রাফা। কিন্তু কোথায় কি? ফরাসি সাম্রাজ্যে যার এক সময় একচ্ছত্র আধিপত্য ছিল সেই রাফাকে দাঁড়াতেই দিলেন না জোকার। দুই সেটের লড়াইয়েই উড়িয়ে দিলেন। সেই সঙ্গে তৃতীয় রাউন্ডে প্রবেশ করলেন সার্বিয়ান সুপারস্টার। চলতি বছরটা খুব একটা ভালো যাচ্ছিল না জকোভিচের। কারণ পরপর দুবার ২৫তম গ্র্যান্ডস্লাম জয়ের সুযোগ হাতছাড়া করেছিলেন তিনি। এক স্প্যানিশ কার্লোস আলকারাজের কাছেই হারতে হয়েছিল তাঁকে। এবার তাঁরই দেশের কিংবদন্তি রাফায়েল নাদালের বিপক্ষে অলিম্পিক্সের মঞ্চে বদলা নিয়ে ফেললেন সার্বিয়ান তারকা।
আরও পড়ুন-কলকাতায় চলে এলেন মোহনবাগান কোচ মোলিনা! প্রথম দিনই আঁচ করলেন বাগানে কোচিংয়ের চাপ!
দুই সেটের লড়়াইয়ে প্রথম থেকেই আগ্রাসী ফর্মে ছিলেন জোকার। দাঁড়াতেই দেননি রাফাকে। প্রথম সেট তিনি পকেটে পুড়ে নেন ৬-১ ব্যবধানে। তখনই বোঝা যাচ্ছিল রাফায়েল নাদালের তুলনায় ফিটনেসের দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন সার্বিয়ান জোকার। অন্তত সাম্প্রতিককালে তিনি বয়সে অনেক তরুণদের সঙ্গে সমানে সমানে টক্কর দিয়ে খেলতে থাকায়, তাঁর পারফরমেন্স গ্রাম ততটাও নিম্নমুখী হয়নি। সেদিক থেকে দেখতে গেলে রাফায়েল নাদাল প্রথম সেটে মাথা তুলে দাঁড়াতে পারেননি। কিন্তু দ্বিতীয় সেটে তিনি লড়লেন, হয়ত রূপকথার প্রত্যাবর্তন রচনা করতে পারলেন না। তবে এক ইঞ্চিও জমি ছাড়লেন না জোকারকে। বুঝিয়ে দিলেন, লড়াইটা তাঁর রক্তে।
আরও পড়ুন-কুশল পেরেরার উইকেট নিতেই সুপার কুল সেলিব্রেশন হার্দিকের! জবাব দিতে চাইলেন কাউকে!
দ্বিতীয় সেটে এক সময় নোভাক জকোভিচ এগিয়ে গেছিলেন ৪-০ গেমে। তখনও মনে হচ্ছিল লজ্জার হারই অপেক্ষা করছে হয়ত অলিম্পিক্সে দুটি সোনা জেতা ৩৮ বছর বয়সী রাফায়েল নাদালের জন্য। যদি দ্বিতীয় সেটে কামব্যাক করে এক সময় খেলার ফল ৪-৫ করে ফেলেছিলেন তিনি। প্রতিপক্ষ নোভাক জকোভিচও স্প্যানিশ নাদালের এমন পারফরমেন্সে অবাক হয়ে গেছিলেন। কিছুটা আনফোর্সড এররও করে ফেললেন। কিন্তু এরপরই ফেল হিমশীতল মানসিকতার পরিচয় দিয়ে খেলা ধরে নেন বিশ্বের সবথেকে বেশি গ্র্যান্ডস্লাম জয়ের মালিক। শেষ পর্যন্ত ৬-৪ ফলে দ্বিতীয় সেটও জিতে নেন নোভাক জকোভিচ।
সার্বিয়ান নোভাক জকোভিচকে পুরুষদের মধ্যে গ্র্যান্ডস্লামের সম্রাট মানা হয়, সর্বোচ্চ শিরোপার দখল থাকায়। তবে এখনও পর্যন্ত অলিম্পিক্সে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেননি জোকার। এটাই হয়ত শেষ সুযোগ ৩৭ বছর বয়সী জকোভিচের কাছে। নাদালকে উড়িয়ে তৃতীয় রাউন্ডে প্রবেশ করে এখন তাই সার্বিয়ানের টার্গেট প্যারিস অলিম্পিক্সে পুরুষদের সিঙ্গলসে সোনা জেতা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।