শুভব্রত মুখার্জি:- প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয় অলিম্পিক গেমসের আসর। 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থে' নিজের দেশকে সম্মানিত করতে নিজেকে গৌরবান্বিত করতে মুখিয়ে থাকেন সকল অ্যাথলিট। টানা চার বছর ধরে চলতে থাকে কঠোর পরিশ্রম। যাতে নির্ভর করেই আসে সাফল্য। তবে তার পাশাপাশি ভাগ্যও যে একটা ফ্যাক্টর তা অস্বীকার করার জায়গা নেই। এমন আবহে দাঁড়িয়ে দুইবার অলিম্পিক গেমসে খেলা হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া হকি তারকা ম্যাট ডসনের। তবে এখনও অধরা থেকে গিয়েছে স্বর্ণপদক।
এমন আবহে দেশের হয়ে পদক জিততে 'আত্মাহুতি ' দিলেন ডসন! অনুশীলন করতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন ডসন। তাঁর আঙুলের হাড় ভেঙে গিয়েছিল। ফলে তাঁর অলিম্পিক গেমসে খেলা ছিল অনিশ্চিত। আর গেমসে নিজের উপস্থিতি বজায় রাখতে এবং তাঁর অলিম্পিক্সে নিজের সোনা জয়ের স্বপ্নপূরণ করতে এবার নিজের আঙুলের একটা অংশ কেটে বাদ দিয়েই দিলেন ডসন।
অজি দলের অনুশীলনে চোট পান ডসন। ডান হাতের অনামিকাতে চোট লেগেছিল তাঁর। ডাক্তাররা তাঁর চোট পরীক্ষা করে জানিয়ে দেন অস্ত্রোপচার ছাড়া আর কোন উপায় নেই। তবে মাঠে ফিরতে সময় লাগবে। চিকিৎসকদের তরফে ডসনকে বলা হয় তবে মাঠে ফেরার আরও এটি উপায় রয়েছে যেখানে কম সময়ে তিনি মাঠে ফিরতে পারেন। অনামিকার উপরের অংশ তাঁকে কেটে বাদ দিয়ে দেওয়ার পরামর্শ দেন ডাক্তাররা। ডসন এই শুনে যেন হাতে পেলেন চাঁদ। তিনি তৎক্ষণাৎ দ্বিতীয় কাজটিতে রাজি হয়ে যান।
৩০ বছর বয়সি ডসন গত টোকিও অলিম্পিক গেমসেও খেলেছেন। ওই গেমসে রুপো জিতেছিলেন তিনি। অজি মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ডসন জানিয়েছেন, ‘অলিম্পিক চার বছরে একবার হয়। আমি মুখিয়ে ছিলাম খেলতে। তাই যে কোন উপায়ে অলিম্পিক গেমসের মতন ইভেন্টে আমি খেলতে চেয়েছি বলেই আজ এই সিদ্ধান্ত। দ্রুত সিদ্ধান্ত নিয়েছি (আঙুল কেটে বাদ দেওয়ার)। সিদ্ধান্তটা কঠিন ছিল, চ্যালেঞ্জিং ছিল। তবে এটাই ছিল সেরা বিকল্প।’
প্রসঙ্গত গতবার টোকিও গেমসের ফাইনালে অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল বেলজিয়ামের। যেখানে পেনাল্টি শুট আউটে বেলজিয়াম হারিয়ে দেয় অস্ট্রেলিয়াকে। আসন্ন অলিম্পিক্সে ২৭ জুলাই অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে তাদের মুখোমুখি ২০১৬ সালের চ্যাম্পিয়ন দল আর্জেন্তিনা। অজি কোচ কলিন ব্যাচও এই আঙুল কেটে বাদ দেওয়ার ঘটনায় ডসনের ভূয়সী প্রশংসা করেছেন। প্রশংসা করেছেন ডসনের শৃঙ্খলারও।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।