শুভব্রত মুখার্জি:- প্যারিস অলিম্পিক গেমসে পুরুষদের হকিতে ভারতীয় দল ফের ব্রোঞ্জ জিতেছে। টোকিও অলিম্পিক গেমসের ব্রোঞ্জ পদকজয়ীরা এবারে ও পেয়েছেন ব্রোঞ্জ। স্পেনের বিরুদ্ধে পিছিয়ে গিয়ে ২-১ ফলে ম্যাচ জিতেছেন হরমনপ্রীতরা। অলিম্পিক গেমস শুরুর আগে ভারতীয় দলকে পদকের হিসেবের মধ্যে রাখেননি কার্যত সমস্ত বিশেষজ্ঞরা। সকলকে ভুল প্রমাণ করে ভারত ব্রোঞ্জ জিতেছে। ৫২ বছর পরে ভারতীয় দল পরপর দুটি অলিম্পিক গেমসে পদক জয়ের নজির গড়েছে। সেমিফাইনালে জার্মানির বিরুদ্ধে ভাগ্য ভারতকে সহায়তা করলে তারা ফাইনালে ও খেলতে পারতেন। এমন আবহে হকির এই সাফল্যের দিনে কিন্তু স্মরণ করতেই হবে ওড়িশা সরকারকে।বলা যায় ভারতীয় হকির এই সাফল্যের অন্যতম নেপথ্য নায়ক তারা।নবীন পট্টনায়েকের সরকার ভারতীয় হকির উন্নতিকল্পে যেভাবে এগিয়ে এসেছিলেন তা নিঃসন্দেহে কুর্নিশযোগ্য।
আরও পড়ুন-কলকাতা লিগে ইস্টার্ন রেলকে বেলাইন করল ইস্টবেঙ্গল! জিতল ৩-০ গোলে…
ঘটনাচক্রে ভারতীয় পুরুষ এবং মহিলা হকি দলের টাইটেল অর্থাৎ মূল স্পন্সর ওড়িশার সরকার। ২০১৮ সালে ভারতীয় হকির সঙ্গে ওড়িশা সরকারের এই যৌথ পথ চলা শুরু হয়েছিল।তার তিন বছর বাদেই ২০২১ সালে টোকিও অলিম্পিক গেমসে ভারতীয় দল জিতেছিল ব্রোঞ্জ। সেই পারফরম্যান্সকে ধরে রেখেই এবারেও প্যারিস অলিম্পিক গেমসে তারা জিতেছে ব্রোঞ্জ। ভারতীয় হকির উত্থান এবং পুনঃ জীবনের পিছনে অনবদ্য ভূমিকা রয়েছে ওড়িশা সরকারের।
আরও পড়ুন-ভারতীয় ক্রিকেট দলে সুখবর! চোট কাটিয়ে আগামী মাসেই বাংলাদেশ সিরিজে ফিরছেন শামি…
ভারতীয় হকির একটা সময়ে টাইটেল স্পন্সর ছিল সাহারা গ্রুপ।তারা ছেড়ে চলে যাওয়ার পরবর্তীতে এগিয়ে আসে ওড়িশা সরকার। আর এর পিছনে সবথেকে বেশি ভূমিকা যদি কারুর থেকে থাকে তিনি ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। যিনি নিজে একটা সময়ে হকিটা খেলেছেন মন দিয়ে। স্কুলে তিনি তাঁর হকি দলের গোলরক্ষক ছিলেন। ফলে হকির প্রতি তাঁর যে আলাদা একটা টান,ভালোবাসা থাকবে এটাই স্বাভাবিক।আর সেই ভালোবাসার টানেই তিনি ভারতীয় হকির সঙ্গে যুক্ত করেছেন ওড়িশা সরকারকে।
আরও পড়ুন-শহরে এসেই অনুশীলন শুরু দিমির! আনোয়ার ইস্যুতে আজই বৈঠক প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির
নবীন পট্টনায়েকের সরকার সম্প্রতি ওড়িশার নির্বাচনে হেরে গিয়ে মসনদ থেকে সরে গিয়েছেন। তাঁর জায়গায় আসা বিজেপি সরকার অবশ্য এখানে থেমে থাকেননি।তারা নবীন পট্টনায়েকের দেখানো পথে হেঁটে হকি ইন্ডিয়ার সঙ্গে চুক্তি নবীকরন তো করেইছেন সেই মেয়াদকে আরো বাড়িয়ে দিয়েছেন তারা। ভারতীয় হকি দল প্যারিসে ব্রোঞ্জ জয়ের পরপরেই নবীন পট্টনায়েক একটি টুইট করে শ্রীজেশদের অভিনন্দন জানানোর পাশাপাশি এই মুহূর্তটা তাঁর কাছে কতটা আবেগঘন মুহূর্ত তাঁর ও ব্যাখ্যা দিয়েছেন। ভারতীয় হকি দলের সঙ্গে ২০৩৩ পর্যন্ত চুক্তি রয়েছে ওড়িশা সরকারের। এই চুক্তি বৃদ্ধি করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী মোহন মাঝি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।