চলতি টোকিও গেমসে ভারতের ঝুলিতে এখন পর্যন্ত রয়েছে মাত্র একটি পদক। মীরাবাঈয়ের হাত ধরে ভারোত্তলনে আসা রুপোর পর ভারতের হাতে সেভাবে সাফল্য আসেনি। তবে শুক্রবার গেমস থেকে ভারতের সামনে থাকছে একাধিক পদক জয়ের সম্ভাবনা। আর্চারিতে বড় আশার জায়গা থাকছে দীপিকা কুমারিকে নিয়ে। ব্যাডমিন্টনে কাল সেমিফাইনালে চলে যাওয়ার সুযোগ রয়েছে পিভি সিন্ধুর। বক্সিং থেকে ফের উত্তর-পূর্বান্ঞ্চলের আরেক ক্রীড়াবিদ লভলিনার হাত ধরে নিশ্চিত হতে পারে পদক । এমন আবহে দাড়িয়ে আসুন একনজরে দেখে নিন সপ্তম দিনে গেমসে ভারতীয় ক্রীড়াবিদদের সূচি :-
∆ আর্চারি :-
মহিলা সিঙ্গেলস বিভাগে ভারতীয় সময় ভোর ৬টা রাউন্ড অফ ১৬ দীপিকা কুমারি বনাম সেনিয়া পেরোভা। কোয়ালিফাই করলে সকাল ১১:৩০ টা কোয়ার্টার ফাইনাল,১২:১৫ সেমিফাইনাল,১টা ব্রোন্ঞ্জ মেডেল ম্যাচ,১:১৫ ফাইনাল।
∆ অ্যাথলেটিক্স :-
সকাল ৬:১৭,অবিনাশ সাবলে, পুরুষদের ৩০০০ মিটার স্টেপেলচেজ,হিট ২
সকাল ৮:২৭,এমপি জাবির, পুরুষ ৪০০ মিটার হার্ডেলস,এমপি জাবির
সকাল ৮:৪৫, দ্যুতি চাঁদ,মহিলা ১০০ মিটার হিট
বিকেল ৪:৪২, ভারতীয় মিক্সড দল ৪*৪০০ মিটার রিলে
∆ ব্যাডমিন্টন :-
মহিলা সিঙ্গেলস কোয়ার্টার ফাইনাল ,১:১৫, পিভি সিন্ধু বনাম আকানে ইয়ামাগুচি
∆ বক্সিং :-
লাইটওয়েট মহিলা (৫৭-৬০ কেজি) সিমরানজিৎ কৌর বনাম সুদাপর্ন সেসনডি। সকাল ৮:১৮।
মহিলা ওয়েল্টারওয়েট (৬৪-৬৯ কেজি) কোয়ার্টার ফাইনাল লভলিনা বোরহাইন বনাম নিয়েন-চিন-চেন । সময় ৮:৪৮।
∆ ইকুয়েস্ট্রিয়ান :-
দুপুর ২ টো,ব্যক্তিগত ইভেন্টিং, ফৌউয়াদ মির্জা।
∆ গল্ফ :-
পুরুষ দ্বিতীয় রাউন্ড
সকাল ৫:৪৪,উদয়ন মানে।
সকাল ৭:১৭,অনির্বান লাহিড়ী।
∆ হকি :-
সকাল ৮:১৫,মহিলা বিভাগ,ভারত বনাম আয়ারল্যান্ড
বিকেল ৩:০০, পুরুষ হকি ,ভারত বনাম জাপান।
∆ শুটিং :-
সকাল ৫:৩০,মহিলা ২৫ মিটার রাপিড কোয়ালিফাইং। মনু ভাকের,রাহি সারনোওয়াট। কোয়ালিফাই করলে ফাইনাল সকাল ১০:৩০।
∆ সেইলিং :-
মহিলা লেসার রেডিয়াল :- রেস ৯ ও ১০ ,নেত্রা কুমানান,সকাল ৮:৩৫।
পুরুষ ৪৯ইআর :- রেস ৭,৮,৯ কেসি গনপতি/বরুন থাক্কার,সকাল ৮:৩৫।
পুরুষ লেসার স্যান্ডার্ড :- রেস ৯ ও ১০,বিষ্নু সারভানান,,সকাল ১১:০৫।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।