১৮ই অগাস্ট রবিবার ডুরান্ড কাপের কলকাতা ডার্বি। মরসুমের প্রথম ডার্বি এর আগে কলকাতা লিগে হলেও সেটা ছিল অনেকটা মিনি ডার্বির মতো। কারণ দুই দলই ধারে বা ভারে লিগে তাঁদের সেরা দল নামায়নি। বিদেশিহীন লিগে ভারতীয় ফুটবলার এবং তরুণ খেলোয়াড়দের খেলিয়েই বাগানের বিপক্ষে সেই ম্যাচে জিতেছিল ইস্টবেঙ্গল। এবার ডুরান্ড কাপেই আসল খেলা দুই দলের। গতবার ডুরান্ড কাপে মরসুমের প্রথম ডার্বিতেই নন্দকুমারের অসাধারণ শটে করা গোলে মোহনবাগানকে হারিয়েছিল ইস্টবেঙ্গল, এরপর ফাইনালে পেত্রাতোসের গোলে মধুর প্রতিশোধ নেয় বাগান। এবারও দুই দল রয়েছে বেশ ভালো জায়গায়। গোলের মধ্যে রয়েছে দুই দলই। ফলে সমানে সমানে লড়াই হতে চলেছে ডুরান্ড কাপের গ্রুপ স্টেজের বড় ম্যাচে।
আরও পড়ুন-ফিক্সিংয়ের প্রস্তাব চেপে গেছিলেন! লঙ্কান ক্রিকেটারের জবাব তলব আইসিসির!
১০ অগাস্ট শনিবার বেলা ১২টা থেকেই শুরু হয়ে যাচ্ছে ডুরান্ড কাপের ডার্বির টিকিট বিক্রি। অনলাইন বুকিং ওয়েবসাইট, ‘বুকমাইশো’ থেকে টিকিট কাটা যাবে। ১১, ১২ এবং ১৩ অগাস্ট অনলাইনে কাটা টিকিট অফলাইনে তোলা যাবে। সেক্ষেত্রে ওই তিন দিন সকাল ১১টা থেকে সন্ধে ৬টার মধ্যে নিজেদের ক্লাবের বক্স অফিসে গিয়ে তোলা যাবে টিকিট, অর্থাৎ ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ক্লাবেই থাকছে অনলাইনে কাটা টিকিট তোলার ব্যবস্থা। এছাড়াও মোহনবাগান, ইস্টবেঙ্গল দুই ক্লাব থেকেই অফলাইন টিকিটের ব্যবস্থা রাখা হচ্ছে। তবে ম্যাচ ডেতে অর্থাৎ ১৮ তারিখ কোনও টিকিট বিক্রি বা অনলাইন টিকিট তোলা যাবে না।
আরও পড়ুন-‘ভারতে মাঠ ছোট, উইকেট ব্যাটিং সহায়ক!’ ওডিআই সিরিজ জিতেই রোহিতদের খোঁচা থিকসানার…
ইস্টবেঙ্গল শিবির এবারের ডুরান্ড কাপে বেশ ভালো ছন্দেই রয়েছে। প্রথম ম্যাচে ইন্ডিয়ান এয়ার ফোর্সের বিপক্ষে তাঁরা জিতেছিল ৩ গোলে, পরের ম্যাচেও ডাউনটাউন হিরোজকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছিল লালহলুদ শিবির। মাঝমাঠে মাদিহ তালাল রয়েছে অনবদ্য ফর্মে, আক্রমণেও ডিমিও বেশ ভালো খেলেছেন। ফলে দুই ম্যাচে ৬ গোল দেওয়ার আত্মবিশ্বাস নিয়ে ডার্বিতে নামবে কার্লেস কুয়াদ্রাতের দল। ম্যারাথন লিগে দলের চ্যাম্পিয়ন হতে অনেক পরিশ্রম লাগে,ফুটবলার ফিট হতে লাগে ১০০ শতাংশ। রিজার্ভ বেঞ্চও শক্তিশালী লাগে, তুলনায় নকআউটে চ্যাম্পিয়ন হওয়া সামান্য সহজ। আর বুদ্ধিমান কুয়াদ্রাত বেশ ভালোই বোঝেন অঙ্ক করে, কীভাবে নকআউট ম্যাচ বের করতে হয়। সুপার কাপে মোহনবাগান, ওড়িশাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর মরসুমের প্রথম প্রতিযোগিতাই জিততে মুখিয়ে রয়েছেন নন্দকুমার, ক্লেইটন সিলভা, মহেশরা।
আরও পড়ুন-ইউরোয় হারের ধাক্কা! বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত রোনাল্ডোর সতীর্থ পেপের!
মোহনবাগান দলও রয়েছে দুরন্ত ছন্দে। প্রথম ম্যাচ একা টম আলদ্রেডকে খেলিয়ে ডাউনটাউন হিরোজের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল বাগান। দ্বিতীয় ম্যাচে দলে আরও বিদেশীরা আসতেই ইন্ডিয়ান এয়ার ফোর্সকে মেরেছে ৬ গোল। এখনও পর্যন্ত হজম করেনি কোনও গোল। ফলে আক্রমণ এবং ডিফেন্স, সব বিভাগই আত্মবিশ্বাসী রয়েছে বড় ম্যাচের আগে। ফলে রুদ্ধশ্বাস ম্যাচেরই অপেক্ষায় দুই দলের সমর্থকরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।