পদ্মশ্রী সম্মান পাচ্ছেন এই খবর শোনার পরেই আনন্দে ভাসলেন দিব্যাং (প্রতিবন্ধী) আর্চার হরবিন্দর সিং। এরপরে তিনি নিজের মনের কথা বললেন। ‘পদ্মশ্রী পুরস্কারের ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই আমার ফোনে একের পর এক কল আসতে শুরু করে।’ এমনটাই বললেন ৩৩ বছর বয়সি আর্চার হরবিন্দর সিং। তিনি ‘কৈথলের একলব্য সিং’ নামে পরিচিত। আসলে হরিয়ানার কৈথল জেলার সিওয়ান ব্লকের আজিতনগর গ্রামের কৃষক পরিবারের সন্তান হরবিন্দর সিং।
আমি অত্যন্ত খুশি যে আমি রাষ্ট্রপতির হাত থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করার সুযোগ পাব- হরবিন্দর সিং
‘কৈথলের একলব্য’ হরবিন্দর সিং TOI-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘যখন আমি জানতে পারলাম যে আমাকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হচ্ছে, তখন আমি আনন্দে অভিভূত হয়ে পড়ি। এটি আমার জীবনের একটি বিশাল স্বপ্ন পূরণ হওয়ার মতো অনুভূত ছিল। আমি অত্যন্ত খুশি যে আমি রাষ্ট্রপতির হাত থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করার সুযোগ পাব।’
আরও পড়ুন… ভিডিয়ো: অনুশীলনের ফাঁকে এটা কি করছেন ধোনি? মাহির বিরলতম মুহূর্ত দেখে ভক্তরাও অবাক
দেশের জন্য আরও সাফল্য আনতে চান হরবিন্দর সিং-
দিব্যাং (প্রতিবন্ধী) আর্চার হরবিন্দর সিং আরও বলেন, ‘আমি এই অর্জনের মাধ্যমে সকলকে জানাতে চাই যে যদি কারোর সংকল্প দৃঢ় থাকে, তাহলে শারীরিক অক্ষমতা কোনও বাধা হয়ে দাঁড়াতে পারে না। কঠোর পরিশ্রম করলে জীবনে কোনও প্রতিবন্ধকতাই সমস্যা নয়। এই খবর পাওয়ার পর থেকে একের পর এক কল পাচ্ছি। আমি দেশের সকল মানুষকে ধন্যবাদ জানাতে চাই। যারা আমাকে ভালোবাসা এবং সমর্থন দিয়েছেন। এই পুরস্কার আমার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে এবং আমি সর্বদা দেশকে আরও অনেক পদক এনে দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করব।’
হরবিন্দর সিংয়ের গৌরবময় অর্জন কী কী-
২০২৪ প্যারালিম্পিক্সে স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় আর্চার
২০২০ টোকিও প্যারালিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয়
২০২৪ সালে রিকার্ভ মেন ওপেন ক্যাটাগরিতে বিশ্ব র্যাংকিং ১ নম্বরে অবস্থান
মাদক বিরোধী প্রচার এবং ক্রীড়া উন্নয়নে একজন মোটিভেশনাল স্পিকার হলেন হরবিন্দর সিং-
হরবিন্দর সিং বলেন, ‘আমি মধ্যবিত্ত কৃষক পরিবারের সন্তান, আমার পরিবার সবসময় আমাকে প্রচণ্ড সমর্থন দিয়েছে। আমি আগামী দিনগুলোতে আরও ভালো পারফরম্যান্স করার চেষ্টা করব এবং দেশের জন্য আরও পদক জয়ের লক্ষ্য রাখব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।