বাংলা নিউজ > ময়দান > অলিম্পিক্স > ডোপিং তো করিনি,প্রযুক্তিগত ভুলের শাস্তি আমায় কেন! নির্বাসনের পর প্রশ্ন প্রমোদের…

ডোপিং তো করিনি,প্রযুক্তিগত ভুলের শাস্তি আমায় কেন! নির্বাসনের পর প্রশ্ন প্রমোদের…

প্রমোদ ভগত (ছবি-এক্স)

ভারতীয় প্যারালিম্পিয়ান প্রমোদ ভগত দাবি করেন প্রথমত তিনি ডোপিং করেননি, আর দ্বিতীয় যে ভুল হয়েছে সেটা প্রযুক্তিগত ভুল। সেখানে তাঁর কোনও হাত নেই। যদিও তাঁর দাবি নস্যাৎ করে দেড় বছরের জন্য নির্বাসিত করে বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা। এই সিদ্ধান্তের পরই ভেঙে পড়েছেন তিনি। নিজের টাইটেল আর ডিফেন্ড করা হল না তাঁর

মঙ্গলবার থেকেই কার্যকর হয় ভারতীয় প্যারালিম্পিয়ান প্রমোদ ভগতের নির্বাসন। বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের তরফ থেকে ১৮ মাসের জন্য নির্বাসিত করা হয় এই ভারতীয় শাটলারকে। ডোপিংয়ের নিয়মভঙ্গ করার জন্য তাঁর বিরুদ্ধে এই শাস্তি ঘোষণা করা হয়েছে। যদিও প্রমোদ বারবার দাবি করেছেন তিনি এখানে আদৌ দোষি নন। প্রথমত তিনি ডোপিং করেননি, আর দ্বিতীয় যে ভুল হয়েছে সেটা প্রযুক্তিগত ভুল। অর্থাৎ সেখানে প্রমোদের কোনও হাত নেই। যদিও তাঁর দাবি নস্যাৎ করে দিয়ে তাঁকে দেড় বছরের জন্য নির্বাসিত করেছে বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা, আর এই সিদ্ধান্তের পরই ভেঙে পড়েছেন তিনি। এই নির্বাসনের ফলে নিজের টাইটেল আর ডিফেন্ড করা হল না প্রমোদ ভগতের।

আরও পড়ুন-প্যারিসে চূড়ান্ত ব্যর্থ ভারতীয় বক্সাররা! বিদেশি কোচ বাছাইয়ের তোরজোর শুরু BFI-র…

তিন বছর আগে টোকিয়ো প্যারালিম্পিক্সে সোনা জিতেছিলেন প্রমোদ। ভারতীয় ক্রীড়াবিদরা সেখানে মোট ১৯টি পদক জিতেছিল। এবার অগাস্টের ২৮ তারিখ থেকে শুরু প্যারালিম্পিক্স, চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত, যদিও সেখানে অংশগ্রহণ করতে না পারায় বেজায় হতাশ ভারতের এই প্যারালিম্পিয়ান। বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার তরফে এক বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়, ভারতের প্যারিম্পিয়ান তথা টোকিয়ো গেমসের চ্যাম্পিয়ন প্রমোদ ভগত ১৮ মাসের জন্য নির্বাসিত হয়েছেন, তাই তিনি অংশ নিতে পারবেন না এবারের প্যারালিম্পিক্সে। শেষ ১২ মাসে তিনবার ডোপিং সংক্রান্ত তথ্য জমা দিতে না পারায় এই শাস্তির মুখে পড়লেন তিনি।

আরও পড়ুন-‘ধুর! বাজে নিয়ম একটা’… আইপিএলের এই নিয়মে অসন্তুষ্ট ভারতীয় দলের তারকা ক্রিকেটার!

এরপর শাস্তি নিয়ে মুখ খুলেছেন ভারতের প্রমোদ ভগত। এই প্যারালিম্পিয়ান জানিয়েছেন, ‘এটা আমার জন্য অত্যন্ত দুঃখের ঘটনা। আমি কখনই আশা করিনি যে স্রেফ তথ্য জমা দিতে না পারার জন্য এত বড় শাস্তি নেমে আসতে পারে আমার ওপর। যদি ডোপিংয়ের জন্য নিষিদ্ধ হতাম তাহলে অন্য কথা ছিল, কিন্তু শুধুমাত্র কিছু প্রযুক্তিগত ত্রুটির জন্য এমন শাস্তি মোটেই আশা করা যায় না। তাও যদি আমার দিক থেকে কোনও ভুল থাকত, আমি মেনে নিতাম। কিন্তু এখানে তো প্রযুক্তিগত সংস্যা হয়েছে, তাই এই শাস্তি আমার কাছে হৃদয় বিদারক ’।

আরও পড়ুন-সুযোগ পেলে নিশ্চয়ই সেরাটা দেব! ভারতীয় দলে অনিয়মিত হওয়া নিয়ে মুখ খুললেন সঞ্জু স্যামসন…

প্রমোদ আরও বলছেন, ‘২০২৩ সালের প্রথম কোয়ার্টারে আমি সমস্ত নথি, তথ্য সহকারে অনলাইনে জমা দিয়েছিলাম, সেখানে কোনও রেড মার্ক দেওয়া হয়নি যাতে আমি বুঝব কোনও ভুল হয়েছে কিনা। বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার দাবি শুনে সিএএস বলেছেন, আমার মতো সিনিয়র খেলোয়াড়ের আরও সতর্ক হওয়া উচিত ছিল। কিন্তু আমি যদি সতর্কভাবে কাজ করে থাকি আর সফটওয়ারের ত্রুটি হয়ে থাকে তাহলে আমি কি করতে পারি?  ’। 

 

ভগত জানিয়েছেন, ফের আবেদন করতে গেলে ততদিনে প্যারালিম্পিক্স শুরু হয়ে যাবে, কারণ দিন পনেরো বাকি নেই আর খেলা শুরু হতে, ফলে তার জন্য এবারের প্যারালিম্পিক্স শেষ হয়ে গেল। ভারতীয় প্যারালিম্পিক্স কমিটির সভাপতি দেবেন্দ্র ঝাঝাড়িয়া বলেছেন, তাঁরা প্রমোদের জন্য আরও চেষ্টা করবেন। 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

অতি ভারী বৃষ্টি ৯ জেলায়, শনিতে বইবে ঝোড়ো হাওয়াও, বিশ্বকর্মা পুজোয় এরকমই হবে? বৃষ্টিস্নাত দিল্লিতে যেন দীপাবলি! ‘হিরোর’ বরণ পেয়ে কেজরি বললেন ‘জেলের গরাদও….’ ১৭টি ছক্কা, ৫টি চার! মাত্র ৩৩ বলে সেঞ্চুরির গণ্ডি টপকে তাণ্ডব আইপিএল তারকার পুজোর গান গেয়ে ট্রোলড বাবুল!‘আমরা সফট টার্গেট বলেই…’, ফুঁসে উঠলেন তৃণমূলের বাবুল CPM বিধায়কদের সঙ্গে বৈঠক, বিয়েবাড়ির ভেজ কাউন্টার- একাকী মমতার ছবিতে মিমের বন্যা আগামী পাঁচ বছরের মধ্যে বৃষ্টিপাত ও আবহাওয়া নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা ভারতের ১৯৮৪তে ছিনতাই হওয়া বিমানে ছিলেন বাবা, সেদিনের চমকে দেওয়া ঘটনা সামনে আনলে জয়শঙ্কর বেস কিচেন পালটেগেল ক্লাউড কিচেনে, মুম্বই থেকে পরিবর্তন শুরু ভারতীয় রেলে বেঁচে আছেন লাদেন পুত্র, সলতে পাকাচ্ছেন বাবার সংগঠনে, নিরাপত্তায় ৪৫০ যোদ্ধা বিশ্বব্যাপী ৩০ শতাংশ কর্মী ছাঁটাই করবে স্যামসাং, প্রভাব পড়বে ভারতেও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.