প্যারিস অলিম্পিক্সের পঞ্চম দিনে হয়তো কোনও পদক আসেনি, কিন্তু পদক জয়ের বেশ কিছু সম্ভাবনা জোরালো হয়েছে। বক্সিংয়ে যেমন লভলিনা, নিশান্ত পদক জয় থেকে এক কদম দূরে, তেমনই ব্যাডমিন্টনে পিভি সিন্ধু, লক্ষ্য সেন, এইচএস প্রণয়রাও স্বপ্ন দেখাচ্ছেন। তবে নিরাশাজনক ফল হয়েছে টেবল টেনিসে। প্যারিস অলিম্পিক্সের পঞ্চম দিনে ভারতীয় ক্রীড়াবিদদের ফলাফল দেখ নিন এক নজরে:
শুটিং
শুটিংয়ে ছেলেদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের ফাইনালে স্বপ্নিল কুসালে। যোগ্যতা অর্জন পর্বে ৫৯০ স্কোর নিয়ে সপ্তম স্থানে শেষ করলেন তিনি। ১১তম স্থানে শেষ করে ছিটকে গেলেন ঐশ্বর্য প্রতাপ সিং তোমর।
মহিলাদের ট্র্যাপ যোগ্যতায় নিরাশাজনক ফল। রাজেশ্বরী কুমার ২২তম (১১৩ পয়েন্ট) এবং শ্রেয়সী সিং ২৩তম (১১৩ পয়েন্ট) স্থানে শেষ করেন। ফাইনালে উঠতে তাঁরা ব্যর্থ হন।
ব্যাডমিন্টন
প্যারিস অলিম্পিক্সের পঞ্চম দিন ঝড় তুলে ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠে পড়লেন পিভি সিন্ধু। ভারতের জোড়া অলিম্পিক্স পদকজয়ী শাটলার গ্রুপ পর্বে অপরাজিত থেকে নকআউটে উঠলেন। বুধবার দশম বাছাই সিন্ধু এস্তোনিয়ার ৭৩তম বাছাই ক্রিস্টিন কুবার বিরুদ্ধে প্রথম সেট জিতে নিলেন ২১-৫ ফলে, মাত্র ১৪ মিনিটেই। দ্বিতীয় সেটেও অনবদ্য ছিলেন সিন্ধু। ২১-১০ ফলে দ্বিতীয় সেট জিতে রাউন্ড অফ সিক্সটিনে প্রবেশ করলেন সিন্ধু। ম্যাচ জিততে সময় নিলেন মাত্র ৩৪ মিনিট।
আরও পড়ুন: পদক থেকে আর এক ধাপ দূরে, কোয়ার্টার ফাইনালে উঠলেন নিশান্ত, পারবেন ১৬ বছরের খরা কাটাতে
পুরুষদের ব্যডমিন্টনে সিঙ্গলসের গ্রুপ পর্বের ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রি কোয়ার্টার ফাইনালে উঠলেন ভারতের লক্ষ্য সেন। ইন্দোনেশিয়ার জোনাথান ক্রিস্টির মুখোমুখি হয়েছিলেন লক্ষ্য। প্রথম সেটেই এগিয়ে যান ভারতের শাটলার, জেতেন ২১-১৮ ফলে। দ্বিতীয় সেটেও শক্তিশালি জোনাথান ক্রিস্টিকে ২১-১২ ফলে পিছনে ফেলেন লক্ষ্য। সেই সঙ্গে প্যারিস অলিম্পিক্সের প্রি কোয়ার্টার ফাইনালে উঠে আশা জিইয়ে রাখলেন লক্ষ্য।
ব্যাডমিন্টনের মেনস সিঙ্গলসের প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন এইচএস প্রণয়ও। তিনি কে-গ্রুপের শেষ ম্যাচে ২-১ ব্যবধানে পরাজিত করেন ভিয়েতনামের ফ্যাট লি ডিউককে। ম্যাচের ফল ভারতীয় তারকার অনুকূলে ১৬-২১, ২১-১১, ২১-১২। ম্যাচ স্থায়ী হয় সাকুল্যে ৬২ মিনিট।
বক্সিং
বক্সিংয়ে লভলিনা বরোগোঁহাই পৌঁছে গেলেন কোয়ার্টার ফাইনালে। মহিলাদের ৭৫ কেজি বিভাগে নরওয়ের বক্সার সুনিভা হফস্টাডকে হারান তিনি। ৫-০ ব্যবধানে জিতেছেন টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী বক্সার। আর একটি ম্যাচ জিতলে, প্যারিসেও পদক নিশ্চিত করবেন লভলিনা।
পদক থেকে আর এক ধাপ দূরে ভারতীয় বক্সার নিশান্ত দেবও। বুধবার প্যারিস অলিম্পিক্সের পঞ্চম দিনে ইকুয়েডরের হোসে গ্যাব্রিয়েল রদ্রিগেজ টেনোরিওকে ৩-২ ব্যবধানে হারিয়ে পুরুষদের বক্সিংয়ের ৭১ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে উঠেছেন নিশান্ত।
তীরন্দাজি
মহিলাদের তিরন্দাজির ব্যক্তিগত ইভেন্টে ভারতের দীপিকা কুমারী প্রথমে এস্তোনিয়ার তিরন্দাজ রিনা পারনাটকে হারিয়ে রাউন্ড অফ ৩২-এ প্রবেশ করেন। এর পর ৬-২ ফলে নেদারল্যান্ডসের কুইন্টি রফিনকে হারিয়ে আর্চারির প্রি কোয়ার্টার ফাইনালে ওঠেন দীপিকা কুমারী। প্রথম সেটে জয়ের পর, দ্বিতীয় সেটে হেরে বসেছিলেন দীপিকা। তবে পরের দুই সেটে জয় তুলে নিয়ে প্রি-কোয়ার্টারে ওঠেন দীপিকা। শেষ ১৬-তে তাঁর প্রতিপক্ষ জার্মানির মিকেল ক্রোপ্পেন।
তিরন্দাজিতে পুরুষদের ব্যক্তিগত বিভাগের প্রথম ম্যাচেই গ্রেট ব্রিটেনের টম হলের কাছে হেরে ছিটকে গেলেন তরুণদীপ রাই। প্রথম সেট ২৭-২৭ পয়েন্টে টাই হয়। দ্বিতীয় সেট ২৭-২৮ পয়েন্টে হেরে যান তরুণদীপ। তৃতীয় সেট ২৮-২৫ পয়েন্টে জিতে নেন ভারতীয় তারকা। চতুর্থ সেট ২৮-২৯ ব্যবধানে হেরে বসেন তরুণদীপ। পঞ্চম সেট ২৯-২৯ পয়েন্টে টাই হয়।
টেবল টেনিস
টেবল টেনিসের উইমেন্স সিঙ্গলসের প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে মনিকা বাত্রা হেরে বসেন ৬-১১, ৯-১১, ১৪-১২, ৮-১১, ৬-১১ ব্যবধানে। ম্যাচ স্থায়ী হয় সাকুল্যে ৪৭ মিনিট। ৪-১ ব্যবধানে মনিকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন জাপানের মিউ হিরানো। মনিকার সিঙ্গলস অভিযান শেষ হলেও, তিনি উইমেন্স টিম ইভেন্টে ভারতের হয়ে লড়াইয়ে নামবেন।
প্যারিস অলিম্পিক্সে টেবল টেনিসের সিঙ্গলসে মনিকা বাত্রার পর রাউন্ড অব সিক্সটিন থেকে ছিটকে গিয়েছেন শ্রীজা আকুলাও। প্রি-কোয়ার্টার ফাইনালে তিনি সান ইংশার বিরুদ্ধে ৪-০ (১০-১২, ১০-১২, ৮-১১, ৩-১১) ব্যবধানে হেরে যান। এই ম্যাচ শ্রীজা জিততে পারলে অলিম্পিক্সে ভারতীয় মহিলা টেবল টেনিসের ইতিহাস বদলে যেতে পারত।
অশ্বারোহী
প্রথম অলিম্পিক্সেই স্বপ্নভঙ্গ বালিগঞ্জের অনুশ আগরওয়ালের। ইকুয়েস্ট্রিয়ানে ড্রেসেজ ইভেন্টে ফাইনালে উঠতে পারলেন না তিনি। ৬৬. ৪৪৪ পয়েন্ট নিয়ে নবম হয়েছেন কলকাতার ছেলে।
রোয়িং
পুরুষদের সিঙ্গলসে স্কালস ইভেন্টের সেমিফাইনাল সি-ডিতে লাস্টবয় হয়ে শেষ করলেন বলরাজ পানওয়ার। সময় নিলেন ৭.০৪. ৯৭। পদক জয়ের সম্ভাবনা থাকল না তাঁর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।