প্যারিস অলিম্পিক্সে কুস্তিতে পুরুষদের ৫৭ কেজি বিভাগে ফ্রিস্টাইলের সেমিফাইনালে আমন শেরাওয়াত রীতিমতো নিরাশ করলেন। ২০২২ সালের বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন তিনি। আর একটি ম্যাচ জিতলেই পদক নিশ্চিত করে ফেলতেন আমন। কিন্তু বৃহস্পতিবার রাতে সেমিফাইনাল ম্যাচে হতাশ করলেন ভারতীয় কুস্তিগীর।
সেমিফাইনালে আমনের প্রতিপক্ষ ছিল জাপানের রেই হিগুচি। ২৮ বছরের কুস্তিগীর রিও অলিম্পিক্সে রুপো পেয়েছিলেন। ২০২২ সালে ৬১ কেজি বিভাগে সোনা জিতেছিলেন হিগুচি। গত বছর ৫৭ কেজি বিভাগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো পেয়েছিলেন তিনি। তাঁর সামনে আমন এদিন টিকতেই পারেননি। ০-১০-এ উড়ে যান তিনি। মাত্র ২ মিনিট ১৪ সেকেন্ডে টেকনিক্যাল সুপিরিয়রিটি পেয়ে জিতে যান জাপানের কুস্তিগীর।
আমন প্রথম ম্যাচে উত্তর ম্যাসিডোনিয়ার ভ্লাদিমির এগোরভকে হারিয়ে দিয়েছিলেন ১০-০ স্কোরে। টেকনিক্যাল সুপিরিয়রিটি পেয়ে জিতে গিয়েছিলেন তিনি। কোয়ার্টার ফাইনালে অমনের প্রতিপক্ষ ছিলেন আলবেনিয়ার জেলিমখান আবাকারোভ। তিনি গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়েছিলেন। ইউরোপিয়ন চ্যাম্পিয়নশিপে রুপো পেয়েছিলেন আবাকারোভ। সেই কুস্তিগীরের বিরুদ্ধে দাপটের সঙ্গে ১২-০ স্কোরে জিতে অমন সেমিতে উঠলেও, শেষ রক্ষা হল না। অমনকে এখন ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচ খেলতে হবে।
ভিনেশ ফোগট, মীরাবাই চানুর পদক হারানোর পরে, ভারতকে আশা দেখিয়েছিলেন আমন। কিন্তু সেই আশাও পূরণ হল না। জাপানের রেই হিগুচির সামনে একেবারেই দাঁড়াতে পারেননি আমন। প্রথম রাউন্ডেই জয় তুলে নেন হিগুচি। তিনি শুরু থেকেই আমনকে চাপে রেখেছিলেন। কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি ভারতীয় কুস্তিগীর। একপেশে ম্যাচে হেরে বসে থাকেন আমন। জাপানের কুস্তিগীর পরপর পয়েন্ট নিয়ে জিতে ফাইনালে পৌঁছে গেলেন।
আরও পড়ুন: বাড়ি ফিরলে ভিনেশকে 2028 Olympics-এর জন্য বোঝাব… ভাইঝির অবসর মানতে পারছেন না মহাবীর ফোগট
সেমিফাইনালে হেরে গেলেও, এখনও ব্রোঞ্জ জয়ের আশা থাকছে আমনের। ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে তাঁর প্রতিপক্ষ উজবেকিস্তানের গুলমজন আবদুল্লায়েভ। দ্বিতীয় সেমিফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের স্পেনসার লি-র বিরুদ্ধে ৪-১৪ ফলে হেরে গিয়েছেন গুলমজন।
আমন এবার যখন ট্রায়ালে নির্বাচিত হন, সেই সময়ে ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে দিল্লিতে আন্দোলন চালাচ্ছিলেন বজরং পুনিয়ারা। সেই আন্দোলনে বজরংদের সঙ্গে সামিল হয়েছিলেন আমনও। তিনি অবশ্য নিজের প্রস্তুতিও ভালো রকম ভাবে চালিয়ে গিয়েছিলেন। প্যারিস অলিম্পিক্সের শুরুতে তার সুফলও পান। কিন্তু সেমিতে যেন বড় বেশি চাপ নিয়ে ফেলেছিলেন আমন। তাঁর বডিল্যাঙ্গোয়েজে সেটা বোঝা গিয়েছে। যতটা আত্মবিশ্বাসী মনে হচ্ছিল জাপানী কুস্তিগীরকে, আমন যেন সেমিফাইনাল ম্যাচে ততটাই গুটিয়ে ছিলেন। যার ফলে হেরে সোনার লড়াই হাতছাড়া করলেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।